Ajker Patrika

খুচরা বিক্রেতার মাধ্যমে সরাসরি ক্রেতাদের কাছে ঘড়ি বিক্রি করবে রোলেক্স

খুচরা বিক্রেতার মাধ্যমে সরাসরি ক্রেতাদের কাছে ঘড়ি বিক্রি করবে রোলেক্স

বিলাসবহুল খুচরা বিক্রেতা বুখারার কিনে নিয়েছে বিখ্যাত সুইচ ঘড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান রোলেক্স। এ খবরের পর গত শুক্রবার হোঁচট খেয়েছে ওয়াচেস অব সুইজারল্যান্ড গ্রুপের শেয়ার দর। এই গ্রুপটি রোলেক্স ঘড়ির অনুমোদিত ডিলার।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দিস ইজ মানির এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বুখারার কিনে নেওয়ার ঘোষণা দেওয়ার পর বিনিয়োগকারীরা আশঙ্কা করছেন, রোলেক্স হয়তো খুচরা বিক্রয়ের জন্য অনুমোদিত অংশীদারদের থেকে দীর্ঘ মেয়াদে দূরে সরে যাচ্ছে। এর পরিবর্তে জনপ্রিয় এ ঘড়ি সরাসরি ধনী ক্রেতাদের কাছে বিক্রি করা হবে। 

এমন চুক্তি সুইজারল্যান্ডের ঘড়ি বাণিজ্যের জন্য বেশ বড় ধাক্কা হতে পারে। যদিও লন্ডন ভিত্তিক এ কোম্পানি বলছে, এ চুক্তি রোলেক্সের ‘পণ্য বরাদ্দ বা বিতরণে’ কোনো পরিবর্তন আনবে না। 

বুখারার একটি ঘড়ি ও গয়না খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান। বিশ্বজুড়ে এর একশটিরও বেশি আউটলেট রয়েছে। এর মধ্যে সাতটিই যুক্তরাজ্যের সেলফরিজ ও রয়্যাল অপেরা হাউসের মতো প্রধান প্রধান শপিং সেন্টারগুলোতে। 

বুখারার ও রোলেক্সের সম্পর্ক প্রায় এক শতকের পুরোনো। তখন প্রতিষ্ঠাতা কার্ল ফ্রেডরিখের ছেলে আর্নস্ট বুখারার ও রোলেক্সের সহপ্রতিষ্ঠাতা হ্যান্স উইলসডর্ফ রোলেক্সের জন্য প্রধান খুচরা বিক্রেতা অংশীদার হওয়ার চুক্তি করেছিলেন। রোলেক্স ও টিউডরের ঘড়ি বিক্রি ছাড়াও প্রতিষ্ঠানটির ঘড়ি মেরামতের দোকান রয়েছে।

রোলেক্স বলছে, কার্ল ফ্রেডরিখের দৌহিত্র জর্গ জি বুখারার একটি দাতব্য সংস্থা প্রতিষ্ঠার জন্য ব্যবসা বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন। এ মালিকানা হস্তান্তর বুখারারের নিজস্ব ব্র্যান্ড, ঘড়ি ও গয়নার অংশীদার ব্র্যান্ড, এমনকি বুখারার গ্রুপের সব কর্মীদের জন্যও সেরা সিদ্ধান্ত। 

ওই প্রতিবেদনে আরও বলা হয়, রোলেক্সের মালিক নিশ্চিত করেছেন, তাঁরা খুচরা বিক্রয়ে কোনো ধরনের কৌশলী পদক্ষেপ নিচ্ছেন না ও বুখারার ব্যবসার সঙ্গে তাঁদের গঠনগত সম্পৃক্ততা নেই। 

এ আশ্বাসের পরও ওয়াচেস অব সুইজারল্যান্ড গ্রুপের শেয়ার গত শুক্রবার বিকেল ৩টার দিকেই ২০ শতাংশ কমে যায়। 

এজে বেলের বিনিয়োগ পরিচালক রাস মোউল্ড বলেন, ‘বিভিন্ন পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজকাল সরাসরি ভোক্তার কাছে পণ্য বিক্রি করার ট্রেন্ড চলছে। এর মাধ্যমে তারা ভোক্তার পছন্দ সম্পর্কে আরও বেশি জানতে পারে, কারণ এতে তৃতীয় পক্ষ থাকে না। রোলেক্সও বুখারার মাধ্যমে ভোক্তার কাছে সরাসরি বিক্রি করবে। তাদের আর ওয়াচেস অব সুইজারল্যান্ডের মতো অনুমোদিত ডিলারের প্রয়োজন হবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত