Ajker Patrika

চলতি মাসে ৪৫ হাজার টন পেঁয়াজ রপ্তানি ভারতের, অধিকাংশই মধ্যপ্রাচ্য ও বাংলাদেশে

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ২২ মে ২০২৪, ১৯: ২৪
চলতি মাসে ৪৫ হাজার টন পেঁয়াজ রপ্তানি ভারতের, অধিকাংশই মধ্যপ্রাচ্য ও বাংলাদেশে

চলতি মাসের শুরুর দিকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর এ পর্যন্ত ৪৫ হাজার টন পেঁয়াজ রপ্তানি করেছে ভারত। আজ বুধবার দেশটির এক শীর্ষ কর্মকর্তা এ তথ্য জানান। 

ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়, রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারে দেশটির কৃষকদের স্বস্তি মিলেছে। এর আগে, ভারতে সাধারণ নির্বাচনের আগে দেশীয় সরবরাহ স্থিতিশীল রাখতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। 

বিশ্বের সর্ববৃহৎ পেঁয়াজ রপ্তানিকারক দেশ ভারত গত ডিসেম্বরে রপ্তানি নিষেধাজ্ঞা দিয়ে মার্চ পর্যন্ত বহাল রাখে। বৈরী আবহাওয়ার কারণে উৎপাদন কমে যাওয়ার আশঙ্কায় দেশটিতে পেঁয়াজের দাম বৃদ্ধি পায়। 

ভারতের ভোক্তাবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নিধি খারে বার্তা সংস্থা পিটিআইকে বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার করার পর থেকে ৪৫ হাজার টনেরও বেশি পেঁয়াজ রপ্তানি করা হয়েছে, যার বেশির ভাগই মধ্যপ্রাচ্য ও বাংলাদেশে। নির্বাচনের সময় পেঁয়াজের দাম সহনীয় রাখতে সরকার ৪ মে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। তবে প্রতি টন ৫৫০ মার্কিন ডলার ন্যূনতম রপ্তানিমূল্য (এমইপি) ধার্য করে।

সচিব খারে বলেন, রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থাগুলো চলতি বছরের জন্য লক্ষ্যমাত্রার পাঁচ লাখ টন বাফার স্টক করতে সাম্প্রতিক রবি (শীতকালীন) ফসল থেকে পেঁয়াজ সংগ্রহ শুরু করেছে। 

বাফার স্টক হলো বাজার স্থিতিশীল রাখতে পণ্য মজুতের কৌশল। এ কৌশলে পণ্যমূল্য যখন কম থাকে, সরকার নির্দিষ্ট পরিমাণ পণ্য কিনে মজুত করে। সরবরাহ কমে গেলে বাজারে যখন দাম বাড়তে শুরু করে, তখন ওই মজুত পণ্য বাজারে সরবরাহ করে দাম সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করা হয়।

ভারতের কৃষি মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, মহারাষ্ট্র, কর্ণাটক ও অন্ধ্র প্রদেশের মতো পেঁয়াজ উৎপাদনকারী প্রধান অঞ্চলে উৎপাদন কম হয়েছে। এ কারণে ২০২৩–২৪ শস্য বছরে দেশটিতে পেঁয়াজ উৎপাদন আগের বছরের তুলনায় ১৬ শতাংশ কমে ২৫ দশমিক ৪৭ মিলিয়ন টন হবে বলে ধারণা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

ভারত-পাকিস্তান যুদ্ধ: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, ভারতে ১০

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এনসিপি নেতা সারওয়ার তুষারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের নিষ্পত্তি হয়নি: শহিদুল আলম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত