Ajker Patrika

ভূমিমন্ত্রীর সঙ্গে রিহ্যাব নেতাদের সাক্ষাৎ

ভূমিমন্ত্রীর সঙ্গে রিহ্যাব নেতাদের সাক্ষাৎ

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) নেতৃবৃন্দ। আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন কাজলের নেতৃত্বে রিহ্যাব নেতারা ভূমিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সঙ্গে আলোচনায় অংশ নেন রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন, ভাইস প্রেসিডেন্ট (প্রথম) কামাল মাহমুদ এবং ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) প্রকৌশলী মোহাম্মদ সোহেল রানা। এ সময় ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান পিএএ উপস্থিত ছিলেন।

রিহ্যাব প্রেসিডেন্ট ভূমি রেকর্ড ডিজিটালাইজড করায় মন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে পাওয়ার অব অ্যাটর্নি বিষয়ে বাস্তব অবস্থা বিবেচনায় রেখে বিদ্যমান আইন বহাল রাখার যুক্তি তুলে ধরেন। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ভবন নির্মাণের অংশীদারত্বের ভিত্তিতে পাওয়ার অব অ্যাটর্নি চলমান রাখার বিষয়ে সহমত পোষণ করেন। এ বিষয়ে রিহ্যাবের সুপারিশগুলোকে মন্ত্রণালয়ে লিখিত আকারে জমা দেওয়ার কথা বলেন ভূমি মন্ত্রী।

ভূমিমন্ত্রী বলেন, ব্রিটিশ আমলের অনেক আইন সংশোধন করে নতুন নতুন সিস্টেম ডেভেলপ করার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এ জন্য সবাইকে নতুন আইন যথাযথভাবে মেনে চলতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত