অনলাইন ডেস্ক
রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৬০ টাকা কেজি দরে। দাম আরও বাড়বে—এমন আশঙ্কার কথা বলছেন বিক্রেতারা। অথচ দিনাজপুরের হিলি স্থলবন্দরে সেই পেঁয়াজই পচে যাচ্ছে। ৫০ কেজি পেঁয়াজের বস্তা বিক্রি হচ্ছে মাত্র ২০০ টাকায়। সংশ্লিষ্টরা বলছেন, নিত্যপণ্যের বাজার নিয়ে নিয়ন্ত্রক সংস্থাগুলোর পরিকল্পনা ও সমন্বয়ের অভাব এবং পর্যাপ্ত মনিটরিং না থাকার কারণে বাজারে নৈরাজ্য তৈরি হয়েছে। বাজারভেদে পণ্যের দামে বড় ধরনের পার্থক্য দেখা যাচ্ছে।
আজ শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, মোহাম্মদপুর, রামপুরা ও বনশ্রী এলাকার বাজার ঘুরে দেখা যায়, খুচরা পর্যায়ে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫০-১৬০ টাকা দরে। আর ভারত থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০-১৩০ টাকা দরে।
কারওয়ান বাজারে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী শফিকুল ইসলাম বলেন, ‘সকালে নিউজে দেখলাম হিলিতে পেঁয়াজ পচে যাচ্ছে। ২০০ টাকায় বিক্রি হচ্ছে ৫০ কেজির বস্তা। তাহলে হিলি থেকে ঢাকার বাজারে পৌঁছাতে কত খরচ হয়, যে কেজি ১৩০-এ চলে যাচ্ছে?’
ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে আমদানি করা পেঁয়াজ গরমের কারণে পচে যাচ্ছে। ফলে বিপাকে পড়েছেন আমদানিকারকেরা। আমদানিকারকদের সঙ্গে কথা বলে জানা যায়, পেঁয়াজ আমদানি অব্যাহত আছে। বন্দরে ভালো মানের পেঁয়াজ ৯৫ থেকে ১০২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। খারাপ মানেরগুলো ৬০-৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর যেগুলোতে সামান্য পচন ধরেছে, সেগুলোর বস্তা ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
পেঁয়াজের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আলুর দাম
কারওয়ান বাজারের পেঁয়াজ বিক্রেতা সেলিম মিয়া বলেন, ‘নতুন পেঁয়াজ ওঠার আগ পর্যন্ত পেঁয়াজের দাম বাড়তে থাকবে। এইখানে আমাদের কোনো হাত নাই।’
বাজারে পেঁয়াজের সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে আলুর দাম। বাজার ও মানভেদে প্রতি কেজি আলু ৬৫-৮০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। পেঁয়াজের মতো আলুর বিষয়ে ব্যবসায়ীরা একই ধরনের কথা বলছেন। কারওয়ান বাজারের ব্যবসায়ী সানাউল্লাহ বলেন, নতুন আলু পুরোদমে বাজারে এলে দাম কমবে। এর আগে পর্যন্ত দাম বাড়তে থাকবে।
সবজির দাম কমলেও মুরগি চড়া
বাজারে সপ্তাহের ব্যবধানে অনেকটাই কমেছে সবজির দাম। তবে বাজারভেদে বিভিন্ন ধরনের সবজির দামে বড় পার্থক্য দেখা গেছে। কারওয়ান বাজারে যেই বেগুন ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, রামপুরায় সেই বেগুনের দাম ১৬০ টাকা।
রামপুরা, বনশ্রী এলাকায় প্রতি কেজি মুলা ১০০ টাকা, শিম ১৬০, ঝিঙে ১০০, পটোল ৮০, করলা ১০০ ও মিষ্টি কুমড়া ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। কাঁকরোল ১২০ টাকা, ঢ্যাঁড়স ৮০, চিচিঙ্গা ১০০ ও পেঁপে ৬০ টাকা দরে বিক্রি হয়েছে। প্রতিটি লাউ ৬০ থেকে ৮০ টাকা, ফুলকপি ও বাঁধাকপি ৮০ টাকা দরে বিক্রি হয়েছে। আড়াই শ গ্রাম কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৬০ টাকায়। কাঁচকলার হালি ৬০ টাকা। কারওয়ান বাজারে এই প্রতিটি সবজির দাম কেজিতে ৫ থেকে ৪০ টাকা পর্যন্ত কম দামে বিক্রি হতে দেখা গেছে।
দামের মধ্যে বড় ধরনের পার্থক্যের কারণ জানতে চাইলে বনশ্রী কাঁচাবাজারের সবজি বিক্রেতা মোহাম্মদ আসিফ বলেন, ‘আমরা কারওয়ান বাজার অথবা যাত্রাবাড়ী থেকে মাল আনি। পরিবহন খরচ ছাড়াও আরও অনেক খরচ যোগ করতে হয়। তাই দামটা বেশি পড়ে।’
বাজারভেদে দামের বড় পার্থক্য সম্পর্কে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এস এম নাজের হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের নিয়ন্ত্রক সংস্থাগুলোর পরিকল্পনা ও সমন্বয়ের মারাত্মক খামতি রয়েছে। পর্যাপ্ত মনিটরিং না থাকার কারণে বাজারে যে যেভাবে ইচ্ছা, সেভাবে দাম রাখে। কঠোর মনিটরিং এবং শাস্তির ব্যবস্থা ছাড়া এ অবস্থার পরিবর্তন হবে না।’
বাজারে আগের মতোই চড়া দামে ব্রয়লার মুরগি বিক্রি হতে দেখা গেছে। আজ শুক্রবার প্রতি কেজি ব্রয়লার বিক্রি হয়েছে ২০০ থেকে ২১০ টাকা কেজি দরে। ফার্মের মুরগির বাদামি ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৫০-১৫৫ টাকা দরে। আর গরুর মাংস ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।
রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৬০ টাকা কেজি দরে। দাম আরও বাড়বে—এমন আশঙ্কার কথা বলছেন বিক্রেতারা। অথচ দিনাজপুরের হিলি স্থলবন্দরে সেই পেঁয়াজই পচে যাচ্ছে। ৫০ কেজি পেঁয়াজের বস্তা বিক্রি হচ্ছে মাত্র ২০০ টাকায়। সংশ্লিষ্টরা বলছেন, নিত্যপণ্যের বাজার নিয়ে নিয়ন্ত্রক সংস্থাগুলোর পরিকল্পনা ও সমন্বয়ের অভাব এবং পর্যাপ্ত মনিটরিং না থাকার কারণে বাজারে নৈরাজ্য তৈরি হয়েছে। বাজারভেদে পণ্যের দামে বড় ধরনের পার্থক্য দেখা যাচ্ছে।
আজ শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, মোহাম্মদপুর, রামপুরা ও বনশ্রী এলাকার বাজার ঘুরে দেখা যায়, খুচরা পর্যায়ে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫০-১৬০ টাকা দরে। আর ভারত থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০-১৩০ টাকা দরে।
কারওয়ান বাজারে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী শফিকুল ইসলাম বলেন, ‘সকালে নিউজে দেখলাম হিলিতে পেঁয়াজ পচে যাচ্ছে। ২০০ টাকায় বিক্রি হচ্ছে ৫০ কেজির বস্তা। তাহলে হিলি থেকে ঢাকার বাজারে পৌঁছাতে কত খরচ হয়, যে কেজি ১৩০-এ চলে যাচ্ছে?’
ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে আমদানি করা পেঁয়াজ গরমের কারণে পচে যাচ্ছে। ফলে বিপাকে পড়েছেন আমদানিকারকেরা। আমদানিকারকদের সঙ্গে কথা বলে জানা যায়, পেঁয়াজ আমদানি অব্যাহত আছে। বন্দরে ভালো মানের পেঁয়াজ ৯৫ থেকে ১০২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। খারাপ মানেরগুলো ৬০-৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর যেগুলোতে সামান্য পচন ধরেছে, সেগুলোর বস্তা ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
পেঁয়াজের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আলুর দাম
কারওয়ান বাজারের পেঁয়াজ বিক্রেতা সেলিম মিয়া বলেন, ‘নতুন পেঁয়াজ ওঠার আগ পর্যন্ত পেঁয়াজের দাম বাড়তে থাকবে। এইখানে আমাদের কোনো হাত নাই।’
বাজারে পেঁয়াজের সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে আলুর দাম। বাজার ও মানভেদে প্রতি কেজি আলু ৬৫-৮০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। পেঁয়াজের মতো আলুর বিষয়ে ব্যবসায়ীরা একই ধরনের কথা বলছেন। কারওয়ান বাজারের ব্যবসায়ী সানাউল্লাহ বলেন, নতুন আলু পুরোদমে বাজারে এলে দাম কমবে। এর আগে পর্যন্ত দাম বাড়তে থাকবে।
সবজির দাম কমলেও মুরগি চড়া
বাজারে সপ্তাহের ব্যবধানে অনেকটাই কমেছে সবজির দাম। তবে বাজারভেদে বিভিন্ন ধরনের সবজির দামে বড় পার্থক্য দেখা গেছে। কারওয়ান বাজারে যেই বেগুন ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, রামপুরায় সেই বেগুনের দাম ১৬০ টাকা।
রামপুরা, বনশ্রী এলাকায় প্রতি কেজি মুলা ১০০ টাকা, শিম ১৬০, ঝিঙে ১০০, পটোল ৮০, করলা ১০০ ও মিষ্টি কুমড়া ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। কাঁকরোল ১২০ টাকা, ঢ্যাঁড়স ৮০, চিচিঙ্গা ১০০ ও পেঁপে ৬০ টাকা দরে বিক্রি হয়েছে। প্রতিটি লাউ ৬০ থেকে ৮০ টাকা, ফুলকপি ও বাঁধাকপি ৮০ টাকা দরে বিক্রি হয়েছে। আড়াই শ গ্রাম কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৬০ টাকায়। কাঁচকলার হালি ৬০ টাকা। কারওয়ান বাজারে এই প্রতিটি সবজির দাম কেজিতে ৫ থেকে ৪০ টাকা পর্যন্ত কম দামে বিক্রি হতে দেখা গেছে।
দামের মধ্যে বড় ধরনের পার্থক্যের কারণ জানতে চাইলে বনশ্রী কাঁচাবাজারের সবজি বিক্রেতা মোহাম্মদ আসিফ বলেন, ‘আমরা কারওয়ান বাজার অথবা যাত্রাবাড়ী থেকে মাল আনি। পরিবহন খরচ ছাড়াও আরও অনেক খরচ যোগ করতে হয়। তাই দামটা বেশি পড়ে।’
বাজারভেদে দামের বড় পার্থক্য সম্পর্কে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এস এম নাজের হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের নিয়ন্ত্রক সংস্থাগুলোর পরিকল্পনা ও সমন্বয়ের মারাত্মক খামতি রয়েছে। পর্যাপ্ত মনিটরিং না থাকার কারণে বাজারে যে যেভাবে ইচ্ছা, সেভাবে দাম রাখে। কঠোর মনিটরিং এবং শাস্তির ব্যবস্থা ছাড়া এ অবস্থার পরিবর্তন হবে না।’
বাজারে আগের মতোই চড়া দামে ব্রয়লার মুরগি বিক্রি হতে দেখা গেছে। আজ শুক্রবার প্রতি কেজি ব্রয়লার বিক্রি হয়েছে ২০০ থেকে ২১০ টাকা কেজি দরে। ফার্মের মুরগির বাদামি ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৫০-১৫৫ টাকা দরে। আর গরুর মাংস ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি), লালদিয়া ও বে টার্মিনাল পরিচালনার জন্য বিদেশি অপারেটর নিয়োগের প্রক্রিয়া আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে চায় চায় সরকার। এর মাধ্যমে ২০৩০ সালের মধ্যে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা চার গুণ বৃদ্ধি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
২ ঘণ্টা আগেদেশের বড় রপ্তানিমুখী ব্যাগ ও লাগেজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ছিল মোংলার ইপিজেডে থাকা ভারতীয় মালিকানাধীন ভিআইপি ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ প্রাইভেট লিমিটেড। ২০১৪ সাল থেকে এখানে তাদের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছিল এবং সবকিছুই স্বাভাবিকভাবে চলছিল। কিন্তু ২০২৩ সালের ৩১ জানুয়ারি ভিআইপির মোংলা কারখানায় অগ্নিকাণ্ড
৯ ঘণ্টা আগেকাস্টমসের নতুন শুল্কনীতির কারণে খরচ বেড়ে যাওয়ায় ভারত থেকে মাছ আমদানি বন্ধ রেখেছেন আমদানিকারকেরা। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দুই দিনে সরকারের রাজস্ব ঘাটতি হয়েছে প্রায় ৩ কোটি টাকা। ভারত থেকে যেসব খাদ্যদ্রব্য আমদানি করা হয়, তার মধ্যে বড় একটি অংশ হচ্ছে হিমায়িত মিঠাপানির ও সামুদ্রিক মাছ।
৯ ঘণ্টা আগেচাকরি পুনর্বহালের দাবিতে আন্দোলনরত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা এ অভিযোগ এনে ঘটনার বিচার ও ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিলের দাবি জানান। তাঁরা চেয়ারম্যান খাজা শাহরিয়ারের নিকটাত্মীয়
১০ ঘণ্টা আগে