Ajker Patrika

রয়টার্সের প্রতিবেদন /তৈরি পোশাকে অভ্যন্তরীণ উৎপাদনে নজর যুক্তরাষ্ট্রের, বাংলাদেশের জন্য কতটা শঙ্কার

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৫ মার্চ ২০২৫, ১৩: ১৯
ফাইল ছবি
ফাইল ছবি

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘মেড ইন আমেরিকা’ উদ্যোগ যুক্তরাষ্ট্রের কিছু পোশাক খুচরা বিক্রেতাকে টি-শার্ট থেকে শুরু করে কোট-স্যুট পর্যন্ত দেশীয় উৎপাদন বাড়ানোর জন্য উৎসাহিত করছে। মার্কিন প্রশাসনের একাধিক শীর্ষ কর্মকর্তা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে সীমিত উৎপাদন সক্ষমতা, শ্রম ও উপকরণের ওপর শুল্কের কারণে যুক্তরাষ্ট্রে বড় পরিসরে উৎপাদন স্থানান্তর করা কঠিন হবে, ফলে আমেরিকায় তৈরি পোশাকের দাম বেড়ে যাবে। আর এ কারণেই খুব শিগগির বাংলাদেশসহ বিশ্ববাজার থেকে যুক্তরাষ্ট্রের পোশাক কেনার বিষয়টি সরিয়ে নেওয়ার সম্ভাবনা খুব একটা নেই।

বৈশ্বিক চেইনশপ ওয়ালমার্টের প্রধান নির্বাহীর উপস্থিতিতে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন রিটেইল শপের প্রধান নির্বাহীদের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প যুক্তরাষ্ট্রে পণ্য উৎপাদনকারী কোম্পানিগুলোর জন্য করপোরেট কর হার ২১ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে। বৈঠকে তিনি আমদানি পণ্যের ওপর শুল্ক আরোপের পক্ষেও সাফাই গেয়েছেন এবং বলেছেন, এই শুল্ক আরও বাড়ানো হতে পারে।

নিউজার্সির নিউওয়ার্কভিত্তিক পুরুষদের শার্ট প্রস্তুতকারী কোম্পানি গামবার্ট শার্টমেকার্সের মালিক ও প্রধান নির্বাহী মিক গামবার্ট বলেন, ‘আমরা (যুক্তরাষ্ট্রের খুচরা) ব্র্যান্ডগুলোর কাছ থেকে প্রচুর (উৎপাদনের) অনুরোধ পাচ্ছি।’ গামবার্টের প্রতিষ্ঠান খুচরা বিক্রেতা চেইনশপ নর্ডস্ট্রমের তিনটি শোরুমে বোতামযুক্ত সুতি শার্ট সরবরাহ করে। গামবার্ট জানান, নর্ডস্ট্রম আগামী জুনের শেষের মধ্যে সরবরাহ বাড়িয়ে ৫০টি স্টোরে পণ্য পৌঁছানোর অনুরোধ করেছে।

ক্যালিফোর্নিয়াভিত্তিক বেসরকারি খুচরা বিক্রেতা রিফরমেশনের পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট ক্যাথলিন ট্যালবট বলেন, ট্রাম্পের শুল্ক নীতির সঙ্গে খাপ খাইয়ে নিতে তিনি লস অ্যাঞ্জেলেসের সরবরাহকারীদের আরও বেশি অর্ডার দিচ্ছেন এবং নিউইয়র্ক ও নেভাডার মতো অঙ্গরাজ্যের কথাও বিবেচনা করছেন। তিনি বলেন, ‘আমি দেশীয় উৎপাদনে পুনর্জাগরণ বা বিনিয়োগের চেষ্টার চেতনাকে সমর্থন করি, তবে এটি সময়সাপেক্ষ।’

ট্যালবট বলেন, ‘এপ্রিল মাসে কার্যকর হতে যাওয়া মেক্সিকোর আমদানির ওপর ট্রাম্পের পরিকল্পিত শুল্ক তাদের সরবরাহ শৃঙ্খল পুনর্বিন্যাসে বাধ্য করেছে।’ ট্যালবটের প্রতিষ্ঠান রিফরমেশন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডায় ৫০টিরও বেশি আউটলেটে এবং অনলাইনে পণ্য বিক্রি করে। এই প্রতিষ্ঠান মেক্সিকোর ছয়টি কারখানা থেকে পোশাক সংগ্রহ করে থাকে।

নিউইয়র্কভিত্তিক ফেরারা ম্যানুফ্যাকচারিংয়ের প্রধান নির্বাহী জো ফেরারা বলেন, আগের তুলনায় আরও বেশি খুচরা বিক্রেতা উল কোট ও ব্লেজারের মতো পণ্যগুলোর দ্রুত উৎপাদনের জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করেছে। ফেরারা ম্যানুফ্যাকচারিং ফ্যাশন ব্র্যান্ড রাল্ফ লরেন ও মার্কিন সামরিক বাহিনীর জন্য পোশাক তৈরি করে।

আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশনের সভাপতি স্টিভ লামার বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রে উৎপাদনে সামান্য বৃদ্ধি দেখতে পাব বলে আশা করছি।’ তিনি আরও বলেন, ‘আমাদের কাছে পর্যাপ্ত শ্রমশক্তি, দক্ষতা, উপকরণ ও অবকাঠামো নেই, যা বড় পরিসরে পোশাক ও জুতা উৎপাদনের জন্য প্রয়োজন।’

আমেরিকানরা সাধারণত চীন ও এশিয়ায় তৈরি সস্তা পোশাক কিনতে অভ্যস্ত। লামারের সংগঠনের মতে, যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া পোশাক ও জুতার ৯৭ শতাংশই আমদানি করা হয়। চীন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় পোশাক সরবরাহকারী, যদিও গত ১৫ বছরে ভিয়েতনাম ও বাংলাদেশে উৎপাদন বৃদ্ধির ফলে চীনের অংশীদারত্ব কিছুটা কমেছে।

মিয়ামি ইউনিভার্সিটি অব ওহাইওর সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ইয়াও জিন বলেন, ১৯৯০ সাল থেকে যুক্তরাষ্ট্রের পোশাক উৎপাদন খাত সংকুচিত হয়েছে। কারণ ব্র্যান্ড ও খুচরা বিক্রেতারা চীন, ভিয়েতনাম, বাংলাদেশ এবং অন্যান্য স্বল্প মজুরির দেশে উৎপাদন স্থানান্তর করেছে, যা তাদের খরচ ও দাম কমিয়ে রাখতে সহায়তা করেছে।

ইয়াও জিন বলেন, ‘পোশাকশিল্পের ক্ষেত্রে খুব সামান্য কর্মসংস্থানই যুক্তরাষ্ট্রে ফিরে আসবে। কারণ, আমাদের শ্রমবাজার প্রতিযোগিতামূলক নয়।’

গামবার্টের কাছে ৩০০ থেকে ৫০০ ডলার মূল্যের শার্টের অতিরিক্ত অর্ডার আসছে, যা প্রতিষ্ঠানটির ১০০ জন কর্মীর কারখানার জন্য বড় প্রবৃদ্ধি। তিনি বলেন, ‘এটি আমার ব্যবসার জন্য নিঃসন্দেহে ইতিবাচক একটি দিক হবে।’ তাঁর কারখানার প্রায় ৯০ শতাংশ কর্মী প্রতি ঘণ্টায় নিউজার্সি অঙ্গরাজ্যের বেঁধে দেওয়া ন্যূনতম আয় ১৫ দশমিক ৪৯ ডলারের চেয়ে বেশি আয় করেন।

তবে গামবার্ট শার্টমেকার্সের সীমিত উৎপাদন সক্ষমতার কারণে তিনি নতুন খুচরা গ্রাহকদের বিষয়ে সতর্কতার সঙ্গে এগোচ্ছেন। তিনি বলেন, ‘আমরা অবশ্যই অতিরিক্ত চাপ নিতে চাই না এবং বিদ্যমান গ্রাহকদের হারাতে চাই না।’ তিনি জানান, তাঁর প্রধান প্রতিযোগী দেশগুলো হলো—চীন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম ও ভারতের শার্ট কারখানা।

আরেকটি সমস্যা হলো বোতাম, কাপড় ও জিপারের মতো উপকরণ আমদানি করতে হয় এবং এগুলো ট্রাম্পের শুল্কের আওতায় পড়ে। চীন যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় ফ্যাব্রিক সরবরাহকারী। গামবার্ট জানান, চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের শুল্কের কারণে তাঁর বোতামের খরচ ১৮ শতাংশ বেড়েছে।

লস অ্যাঞ্জেলেসভিত্তিক ফুটওয়্যার ও লেদার গুডস প্রস্তুতকারী লা লা ল্যান্ড প্রোডাকশন অ্যান্ড ডিজাইনের প্রধান নির্বাহী আলেকজান্ডার জার বলেন, ক্রীড়া পোশাক ব্র্যান্ডগুলো তাঁর সঙ্গে যোগাযোগ করেছে যুক্তরাষ্ট্রে স্নিকার ও রানিং শু তৈরি করার জন্য।

তিনি তাঁর ৬০ হাজার বর্গফুটের কারখানায় নতুন যন্ত্রপাতি কেনার জন্য ১০ মিলিয়ন ডলার বিনিয়োগ সংগ্রহের পরিকল্পনা করছেন। বিনিয়োগকারীদের কাছে উত্থাপিত এক প্রতিবেদনে লা লা ল্যান্ড যুক্তরাষ্ট্রে উৎপাদনের এমন এক উপায় উপস্থাপন করেছে, যাতে ব্র্যান্ডগুলো ‘অনিশ্চিত শুল্ক ও আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক প্রভাবজনিত সরবরাহ শৃঙ্খল বিপর্যয় এড়াতে পারবে।’

জার বলেন, ‘যদিও যুক্তরাষ্ট্রে প্রচলিত জুতা উৎপাদন বৈশ্বিক দামের সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে না, তবে সঠিক প্রযুক্তির মাধ্যমে দেশীয় উৎপাদন উল্লেখযোগ্য সুবিধা দিতে পারে।’ তবে তিনি জানান, তাঁর কারখানার বেশির ভাগ জুতা উচ্চমূল্যের বা সীমিত সংস্করণের হবে।

ক্রীড়া পোশাক ব্র্যান্ড অ্যাডিডাস বলেছে, তারা তাদের সরবরাহ শৃঙ্খলে কোনো পরিবর্তন আনতে চায় না। ন্যাশনাল কাউন্সিল অব টেক্সটাইল অর্গানাইজেশনের সভাপতি কিম গ্লাস চীন থেকে আমদানি করা পোশাকের ওপর ট্রাম্পের শুল্কের পক্ষে মত দেন। তবে তিনি বলেন, মেক্সিকো ও কানাডার ওপর শুল্ক আরোপ শিল্পের জন্য ক্ষতিকর, যা বিভিন্ন উৎপাদন পর্যায়ে মার্কিন সুতি ও উলের কাপড় রপ্তানির ওপর নির্ভরশীল।

কিম গ্লাস বলেন, ‘যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ প্রস্তুতকারকদের বিকাশ ও বিনিয়োগের জন্য দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা প্রয়োজন।’

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

পাঁচ শরিয়াহ ব্যাংকের ৭৫ লাখ গ্রাহকের আমানতের কী হবে, বিস্তারিত জানালেন গভর্নর

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। ফাইল ছবি
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। ফাইল ছবি

সংকটাপন্ন পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে একটি বৃহৎ ইসলামি ব্যাংক গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে ব্যাংকগুলোর বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। এখন থেকে ব্যাংকগুলো পরিচালনা করবেন কেন্দ্রীয় ব্যাংক থেকে নিয়োগ দেওয়া প্রশাসক। তাঁদের কাজ হবে ব্যবসা পরিচালনা, আইটি নিরাপত্তা, মানবসম্পদ বিভাগ নিয়ন্ত্রণ ও শাখার দায়িত্ব বণ্টন। মার্জারের পুরো প্রক্রিয়া শেষে নতুন ব্যাংকের নামে নতুন কার্যক্রম শুরু হবে। ব্যাংক অকার্যকর হলেও আগের নামেই এলসি, আমানত ও চেক নিষ্পত্তি হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব বিষয় নিশ্চিত করেছেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান, জাকির হোসেন চৌধুরি, মো. কবির হোসেনসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।

গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, ‘পাঁচ শরিয়াহ ব্যাংকের বোর্ড বাতিল হলেও গ্রাহকসেবায় কোনো বিঘ্ন ঘটবে না। ব্যাংকগুলোর পেমেন্ট, রেমিট্যান্স, এলসিসহ সব ধরনের কার্যক্রম আগের মতোই চলবে। পাঁচটি ব্যাংকের মোট ৭৫০টি শাখা ও ৭৫ লাখ আমানতকারী রয়েছে। আমরা তাদের নিরাপত্তা দিতে চাই। ব্যাংকগুলো যেহেতু সরকারের অধীনে যাচ্ছে, তাই আমানতকারীদের আমানত সম্পূর্ণ নিরাপদ। ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হলেও যাঁদের প্রয়োজন আছে, তাঁরাই শুধু অর্থ উত্তোলন করবেন। অযথা ব্যাংকে টাকা তোলার জন্য ভিড় করবেন না।’

প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিষয়ে জানতে চাইলে গভর্নর জানান, বড় ও প্রাতিষ্ঠানিক আমানতকারীদের আমানতের বিষয়ে বাংলাদেশ ব্যাংক শিগগির একটি নির্দেশনা জারি করবে। ইসলামি ব্যাংক তার টাকার জন্য মুনাফা পাবে।

আহসান এইচ মনসুর বলেন, ব্যাংকগুলোর দায়িত্ব সরকার নিলেও বেসরকারি নিয়মেই চলবে। কর্মকর্তা-কর্মচারীদের বেতনকাঠামোতে কোনো ধরনের পরিবর্তন হবে না। বিদ্যমান বেতনকাঠামো অনুযায়ী কর্মকর্তারা বেতন-ভাতা পাবেন।

গভর্নর আরও বলেন, পাঁচ ইসলামি ব্যাংক মিলেই দেশের সবচেয়ে বড় ইসলামি ব্যাংক হবে। নতুন এ সমন্বিত ব্যাংকের পেইড-আপ ক্যাপিটাল হবে ৩৫ হাজার কোটি টাকা; যা বর্তমানে দেশের যেকোনো ব্যাংকের তুলনায় অনেক বেশি।

শেয়ারহোল্ডারদের বিষয়ে আহসান এইচ মনসুর বলেন, ‘শেয়ারহোল্ডারদের ইকুইটির মূল্য এখন নেগেটিভ। তাই শেয়ারের ভ্যালু জিরো বিবেচনা করা হবে। কাউকেই ক্ষতিপূরণ দেওয়া হবে না। আন্তর্জাতিক নিয়ম অনযায়ী সব কোম্পানির মালিককে লভ্যাংশের পাশাপাশি ক্ষতির ভাগও নিতে হয়। কিন্তু আমরা এসব ব্যাংকের শেয়ারহোল্ডারদের জরিমানা করছি না। শুধু শেয়ারমূল্যগুলো শূন্য বিবেচনা করছি। অন্য দেশে হলে তাদের থেকে জরিমানা আদায় করা হতো। এখন ব্যাংকগুলোর নেট অ্যাসেট ভ্যালু ঋণাত্বক ৩৫০ টাকা।’

গভর্নর আহসান মনসুর জনসাধারণকে আশ্বস্ত করে বলেন, ২ লাখ টাকা পর্যন্ত আমানতকারীরা ১০০ শতাংশ টাকা তুলতে পারবেন। বড় অঙ্কের আমানতের ক্ষেত্রে ধাপে ধাপে উত্তোলনের সুযোগ থাকবে। এর বিস্তারিত পরে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

তবে তিনি সবাইকে উদ্বেগে না পড়ে শুধু প্রয়োজনীয় পরিমাণ অর্থ তোলার অনুরোধ জানান।

আগামী জাতীয় নির্বাচনে সরকার পরিবর্তনের পর এ প্রক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে কি না—জানতে চাইলে গভর্নর বলেন, এটা দেশের স্বার্থে নেওয়া সিদ্ধান্ত। সরকার বদলালেও জনগণের স্বার্থেই সিদ্ধান্ত বজায় থাকবে। এটা সরকারের জন্য সহায়ক হবে।

আহসান মনসুর এস আলম ও নাসা গ্রুপের শেয়ারের বিষয়ে জানান, শেয়ার অবরুদ্ধ করা হয়েছে। আদালতের রায় যখন হবে, তখন সেটা কার্যকর করা হবে। আদালতের রায় মেনে শেয়ারের অর্থ ব্যাংকের মূলধনে যোগ হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে কারখানা চালু করল সিকা বাংলাদেশ

আজকের পত্রিকা ডেস্ক­
মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে সিকা বাংলাদেশের ফ্যাক্টরির উদ্বোধন করা হয়েছে। ছবি: বিজ্ঞপ্তি
মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে সিকা বাংলাদেশের ফ্যাক্টরির উদ্বোধন করা হয়েছে। ছবি: বিজ্ঞপ্তি

সুইজারল্যান্ডভিত্তিক কোম্পানি সিকা বাংলাদেশ লিমিটেডের নতুন কারখানা চালু হলো নারায়ণগঞ্জের মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে (এমআইইজেড)।

গত সোমবার (৩ নভেম্বর) এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সুইস রাষ্ট্রদূত রেটো রেংগলি উপস্থিত ছিলেন বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বিশেষ অতিথি ছিলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামাল।

সুইজারল্যান্ডভিত্তিক বিশেষায়িত কেমিক্যাল উৎপাদনকারী প্রতিষ্ঠান সিকা, নির্মাণ ও মোটরগাড়িশিল্পের জন্য বন্ডিং, সিলিং, ড্যাম্পিং, রিইনফোর্সিং এবং প্রোটেকশনের জন্য বিভিন্ন সিস্টেম, পণ্য উদ্ভাবন ও উৎপাদনে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। শতাধিক দেশে সিকার সাবসিডিয়ারি ও ৪০০টির বেশি উৎপাদন কারখানা রয়েছে, যেখানে ৩৪ হাজারের বেশি কর্মী কর্মরত আছেন।

এ সময় সিকা বাংলাদেশের প্রধান সঞ্জীবন রায় নন্দী বলেন, ‘সিকা বাংলাদেশ হলো সিকার ১০০তম সাবসিডিয়ারি। সিকা এখন বিশ্বজুড়ে সর্বত্র। আমাদের এই সফল বৈশ্বিক যাত্রায় টেকসই উন্নয়ন সব সময়ই উদ্ভাবনের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করে। নির্মাণ খাত ও শিল্প উভয় ক্ষেত্রেই সিকা দীর্ঘস্থায়িত্ব এবং শক্তি ও উপকরণের কার্যকারিতা বাড়াতে কাজ করে আসছে। বাংলাদেশের কনস্ট্রাকশন কেমিক্যালের বাজার বর্তমানে ১০ কোটি মার্কিন ডলারের বেশি। সিকা বাংলাদেশে তাদের এই উৎপাদন ফ্যাক্টরি স্থাপনে প্রায় ৫ দশমিক ১৯ মিলিয়ন সুইস ফ্রাঙ্ক বিনিয়োগ করেছে।’

প্রায় ৮ হাজার ৯৪ বর্গমিটার জায়গাজুড়ে নির্মিত এই নতুন ফ্যাক্টরিতে দুটি প্রোডাকশন লাইন (লিকুইড অ্যাডমিক্সচার, অন্যান্য কংক্রিট এসেনশিয়াল এবং পাউডারভিত্তিক পণ্য) রয়েছে। এই ফ্যাক্টরির মাধ্যমে দেশের স্থানীয় বাজারে সাপ্লাই চেইন ইফিসিয়েন্সি আরও বাড়বে। স্থানীয়ভাবে উৎপাদনের জন্য দেশজুড়ে ব্যবসায়িক সম্ভাবনা ও প্রোডাক্ট পোর্টফোলিও আরও বাড়বে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

এ ছাড়া সিকা বাংলাদেশ বাজারে একটি নতুন ও উচ্চক্ষমতাসম্পন্ন টাইল অ্যাডহেসিভ নিয়ে আসতে যাচ্ছে। এই ভ্যালু অ্যাডেড প্রোডাক্টটি প্রচলিত মর্টারের তুলনায় অধিক দীর্ঘস্থায়ী ও বন্ডিং স্ট্রেন্থ দেবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ডমিনেজ স্টিলের নরসিংদী কারখানা বন্ধ পেয়েছে ডিএসই

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি ডমিনেজ স্টিল অ্যান্ড বিল্ডিং সিস্টেমস লিমিটেডের নরসিংদীর কারখানা বন্ধ পেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। তবে কোম্পানির সাভারের কারখানাটি চালু রয়েছে। গতকাল মঙ্গলবার ডিএসইর একটি পরিদর্শক দল সরেজমিন কোম্পানির নরসিংদী কারখানা পরিদর্শনে গেলে কারখানা বন্ধ পায়।

আজ বুধবার ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে ডিএসই।

ডিএসই বলছে, সাধারণত নিয়মিতভাবে কোম্পানি সম্পর্কিত তথ্য প্রকাশ করছে না বা স্টক এক্সচেঞ্জের সঙ্গে যোগাযোগ নেই—এমন কারণে কোম্পানি পরিদর্শন করে থাকে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। এরই ধরাবাহিকতায় ৪ নভেম্বর ডমিনেজ স্টিল অ্যান্ড বিল্ডিং সিস্টেমস লিমিটেডের নরসিংদীর কারখানা পরিদর্শনে যায় ডিএসইর একটি প্রতিনিধিদল। তবে পরিদর্শনে গিয়ে তারা কারখানাটি বন্ধ পায়।

২০২০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া ডমিনেজ স্টিলের পরিশোধিত মূলধনের পরিমাণ ১০২ কোটি ৬০ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১০ কোটি ২৬ লাখ। এর মধ্যে ৫৩ দশমিক ৬৬ শতাংশ শেয়ারের মালিকানা রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

পূবালী ব্যাংক ও VISA ওয়ার্ল্ডওয়াইড প্রাইভেট লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর

আজকের পত্রিকা ডেস্ক­
পূবালী ব্যাংক পিএলসি ও VISA ওয়ার্ল্ডওয়াইড প্রাইভেট লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। ছবি: বিজ্ঞপ্তি
পূবালী ব্যাংক পিএলসি ও VISA ওয়ার্ল্ডওয়াইড প্রাইভেট লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। ছবি: বিজ্ঞপ্তি

পূবালী ব্যাংক পিএলসি ও VISA ওয়ার্ল্ডওয়াইড প্রাইভেট লিমিটেড সম্প্রতি VISA কার্ড ও POS অধিগ্রহণ ব্যবসার প্রচার ও বিপণন এবং বিভিন্ন প্রণোদনা প্রোগ্রাম চালু করার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে।

ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী; VISA, বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ; ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজ খান এবং (VISA) দক্ষিণ এশিয়া, নেপাল, ভুটান ও বাংলাদেশের পরিচালক আরিফুর রহমান।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সফটওয়্যার ডেভেলপমেন্ট ডিভিশনের প্রধান মহাব্যবস্থাপক ও সিটিও (টিসি) ইন্দ্র মোহন সূত্রধর, আইসিটি অপারেশন ডিভিশনের প্রধান ও মহাব্যবস্থাপক মো. হেলাল উদ্দিন, কার্ড অপারেশন ডিভিশনের প্রধান ও মহাব্যবস্থাপক অসীম কুমার রায়, মহাব্যবস্থাপক ও সিএফও মোহাম্মদ লিটন মিয়া এফসিএ, উপমহাব্যবস্থাপক ও এডিসি বিভাগের প্রধান মো. রবিউল আলম, হেড অব কার্ড বিজনেস ডিভিশন ও উপমহাব্যবস্থাপক এন এম ফিরাজ কামালসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত