বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
১০ শতক জমি কিনতে ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসেছিলেন বৃদ্ধ ইব্রাহিম আলী (৬৭)। জমি কেনার পর রেজিস্ট্রিও করেছেন গত বুধবার। ঢাকায় ফেরার জন্য পরিকল্পনা করছিলেন। কিন্তু গতকাল সোমবার গভীর রাতে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে মসজিদের পাশের ডোবার ধার থেকে তাঁর লাশ পাওয়া গেছে। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের বেংরোল জিয়াবাড়ী গ্রামের আমিনপাড়ায় এ ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুরে বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য বৃদ্ধের পাঁচ স্বজনকে আটক করা হয়েছে। এর আগে আটক স্বজনেরা কাউকে না জানিয়ে বৃদ্ধের লাশ দাফনের চেষ্টাও করেছিল বলে অভিযোগ উঠেছে।
বৃদ্ধ ইব্রাহিম আলী বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের বেংরোল জিয়াবাড়ী গ্রামের মৃত সফির উদ্দীনের ছেলে। স্ত্রী-ছেলে সন্তান নিয়ে তিনি ঢাকায় থাকেন। সেখানে রিকশা চালিয়ে এবং মেসে রান্না করে রিকশাচালকদের খাইয়ে সংসার চালাতেন।
আটককৃতরা হলেন বেংরোল জিয়াবাড়ী গ্রামের ইয়াকুব আলী, তাঁর স্ত্রী খতেজা বেগম, নাসিরুল ইসলাম, হাসান আলী ওরফে শেয়াল ও আব্দুল জলিল। এঁরা সবাই বৃদ্ধ ইব্রাহিমের আত্মীয়।
দুওসুও ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম সফিকুল ইসলাম বলেন, ‘সকালে আমি খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি লাশ ডোবার ধার থেকে তুলে এনে গোসল করিয়ে দাফনের প্রস্তুতি নিচ্ছে স্বজনেরা। অথচ ঢাকা থেকে বৃদ্ধের স্ত্রী-সন্তান কেউ আসেনি। এলাকার লোকজনের সঙ্গে কথা বলে সন্দেহ হলে আমি পুলিশকে বিষয়টি অবগত করি।’
স্থানীয়রা জানায়, রাতে বাড়ি ফেরার সময় আমিনপাড়া জামে মসজিদের উত্তর পার্শ্বে ডোবার ধারে আমগাছের গোড়ায় বৃদ্ধ ইব্রাহিমকে পড়ে থাকতে দেখেন ভগ্নিপতি ইয়াকুব আলী। পরে তিনি স্থানীয় পল্লিচিকিৎসককে খবর দিলে তিনি এসে ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন।
ইয়াকুব আলী বলেন, ‘আমি রাতে বাড়ি ফিরছিলাম। তখন প্রায় ১টা বাজে। লাইটের আলোয় ইব্রাহিম ভাইকে পড়ে থাকতে দেখে আরও লোকজনকে ডাকতে আসি। এর মধ্যেই অনেক লোকজন জড়ো হয়। পরে তার মরদেহ আমরা তুলে নিয়ে এসে ঢাকা থাকা তাঁর স্ত্রী-সন্তানকে খবর দিই।’
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, ‘বৃদ্ধের মৃত্যুটি রহস্যজনক। আমরা জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করেছি। এ ছাড়া প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে করতে গিয়ে পুলিশ বৃদ্ধের গায়ে টানাহেঁচড়া করার দাগ পেয়েছে। গোসল করার কারণে কিছু আলামত নষ্ট হয়েছে। মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে আরও পরিষ্কার ভাবে বলা যাবে।’
এদিকে খবর পেয়ে ঢাকা থেকে রওনা দিয়েছেন বৃদ্ধ ইব্রাহিমের স্ত্রী ও ছেলে আলম হোসেন। মোবাইল ফোনে আলম হোসেন বলেন, ‘বাবা মারা গেছেন, এটা আমাকে জানিয়েছে। রাস্তায় পড়েছিল, বলছে স্ট্রোক করছে। এর বাইরে কিছু বলতে পারছি না। ঢাকা থেকে রওনা দিয়েছি।’
১০ শতক জমি কিনতে ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসেছিলেন বৃদ্ধ ইব্রাহিম আলী (৬৭)। জমি কেনার পর রেজিস্ট্রিও করেছেন গত বুধবার। ঢাকায় ফেরার জন্য পরিকল্পনা করছিলেন। কিন্তু গতকাল সোমবার গভীর রাতে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে মসজিদের পাশের ডোবার ধার থেকে তাঁর লাশ পাওয়া গেছে। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের বেংরোল জিয়াবাড়ী গ্রামের আমিনপাড়ায় এ ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুরে বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য বৃদ্ধের পাঁচ স্বজনকে আটক করা হয়েছে। এর আগে আটক স্বজনেরা কাউকে না জানিয়ে বৃদ্ধের লাশ দাফনের চেষ্টাও করেছিল বলে অভিযোগ উঠেছে।
বৃদ্ধ ইব্রাহিম আলী বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের বেংরোল জিয়াবাড়ী গ্রামের মৃত সফির উদ্দীনের ছেলে। স্ত্রী-ছেলে সন্তান নিয়ে তিনি ঢাকায় থাকেন। সেখানে রিকশা চালিয়ে এবং মেসে রান্না করে রিকশাচালকদের খাইয়ে সংসার চালাতেন।
আটককৃতরা হলেন বেংরোল জিয়াবাড়ী গ্রামের ইয়াকুব আলী, তাঁর স্ত্রী খতেজা বেগম, নাসিরুল ইসলাম, হাসান আলী ওরফে শেয়াল ও আব্দুল জলিল। এঁরা সবাই বৃদ্ধ ইব্রাহিমের আত্মীয়।
দুওসুও ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম সফিকুল ইসলাম বলেন, ‘সকালে আমি খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি লাশ ডোবার ধার থেকে তুলে এনে গোসল করিয়ে দাফনের প্রস্তুতি নিচ্ছে স্বজনেরা। অথচ ঢাকা থেকে বৃদ্ধের স্ত্রী-সন্তান কেউ আসেনি। এলাকার লোকজনের সঙ্গে কথা বলে সন্দেহ হলে আমি পুলিশকে বিষয়টি অবগত করি।’
স্থানীয়রা জানায়, রাতে বাড়ি ফেরার সময় আমিনপাড়া জামে মসজিদের উত্তর পার্শ্বে ডোবার ধারে আমগাছের গোড়ায় বৃদ্ধ ইব্রাহিমকে পড়ে থাকতে দেখেন ভগ্নিপতি ইয়াকুব আলী। পরে তিনি স্থানীয় পল্লিচিকিৎসককে খবর দিলে তিনি এসে ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন।
ইয়াকুব আলী বলেন, ‘আমি রাতে বাড়ি ফিরছিলাম। তখন প্রায় ১টা বাজে। লাইটের আলোয় ইব্রাহিম ভাইকে পড়ে থাকতে দেখে আরও লোকজনকে ডাকতে আসি। এর মধ্যেই অনেক লোকজন জড়ো হয়। পরে তার মরদেহ আমরা তুলে নিয়ে এসে ঢাকা থাকা তাঁর স্ত্রী-সন্তানকে খবর দিই।’
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, ‘বৃদ্ধের মৃত্যুটি রহস্যজনক। আমরা জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করেছি। এ ছাড়া প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে করতে গিয়ে পুলিশ বৃদ্ধের গায়ে টানাহেঁচড়া করার দাগ পেয়েছে। গোসল করার কারণে কিছু আলামত নষ্ট হয়েছে। মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে আরও পরিষ্কার ভাবে বলা যাবে।’
এদিকে খবর পেয়ে ঢাকা থেকে রওনা দিয়েছেন বৃদ্ধ ইব্রাহিমের স্ত্রী ও ছেলে আলম হোসেন। মোবাইল ফোনে আলম হোসেন বলেন, ‘বাবা মারা গেছেন, এটা আমাকে জানিয়েছে। রাস্তায় পড়েছিল, বলছে স্ট্রোক করছে। এর বাইরে কিছু বলতে পারছি না। ঢাকা থেকে রওনা দিয়েছি।’
মুন্সিগঞ্জ সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আটজন গুলিবিদ্ধ হয়েছেন। আজ শুক্রবার রাত ৮টার দিকে মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি ও আনন্দপুর গ্রামের দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেরাজবাড়ীর গোয়ালন্দে ‘ইমাম মেহেদি’ দাবিকারী নুরুল হক ওরফে নুরাল পাগলার বাড়িতে হামলায় আহত মো. রাসেল মোল্লা (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি ওই উপজেলার দেবগ্রাম জতুমিস্ত্রিপাড়ার মো. আজাদ মোল্লার ছেলে।
১ ঘণ্টা আগেদীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন। এরই মধ্যে প্রর্থীদের প্রচারণায় জমে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। তবে এবারের নির্বাচনে প্যানেলের চেয়ে প্রার্থীর ভাবমূর্তিতেই বেশি গুরুত্ব দিচ্ছেন শিক্ষার্থীরা।
১ ঘণ্টা আগেজাতীয় পার্টি (জাপা) ও ১৪-দলীয় জোটের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই উল্লেখ করে তাদের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছেন কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। আজ শুক্রবার রাজধানীর শাহবাগে নুরের ওপর হামলার বিচারসহ তিন দাবিতে গণঅধিকার পরিষদ আয়োজিত এক সংহতি সমাবেশে এ দাবি জানান তাঁরা।
২ ঘণ্টা আগে