মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
‘আমেরিকায় গিয়ে পড়া হলো না তানভীরের’ বলে বারবার বিলাপ করছেন তানভীরের মা লিপি বেগম। রাজধানীর দিয়াবাড়িতে বিমান বিধ্বস্তে প্রাণ হারিয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র তানভীর। ক্লাসের ফার্স্ট বয় তানভীর সব বিষয়ে ‘এ’ প্লাস পেত। ভালো ছবিও আঁকত সে। ছেলের গুণের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়ছেন লিপি বেগম। তিনি বিলাপ করে বলেন, মাঝেমধ্যে তার বাবাকে নিজের সামনে বসিয়ে তানভীর বলত—বাবা, বসো তো, আমি তোমার ছবি এঁকে দেব।
আজ মঙ্গলবার সকালে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ওয়ার্শী ইউনিয়নের নগরভাতগ্রাম (নয়াপাড়া) গ্রামে ছেলে হারানোর শোকে আহাজারি করছিলেন লিপি বেগম।
তানভীরের ছোট ভাই তাসফিকও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে তৃতীয় শ্রেণিতে পড়ে। গতকাল সোমবার ক্লাস শেষে সে দুপুর ১২টার দিকে বাসায় ফিরে আসায় প্রাণে বেঁচে যায়। তবে তানভীরের কোচিং ক্লাস থাকায় স্কুলে ছিল। স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে উত্তরা এলাকায় বাস করতেন তানভীরের বাবা রুবেল মিয়া। গতকাল তানভীরের মৃত্যুর খবর নগরভাতগ্রামে ছড়িয়ে পড়লে গ্রামবাসী তার বাড়িতে ভিড় করতে থাকেন। রাত সাড়ে ৩টার দিকে তানভীরের লাশ উত্তরা থেকে গ্রামের বাড়িতে আনা হয়। কান্না ও আহাজারির শব্দে ভারী হয়ে ওঠে পরিবেশ।
তানভীরের বাবা ঘটনার পর থেকে আহাজারি করতে করতে এখন উল্টাপাল্টা বকছেন। ছেলের মৃত্যুশোকে পাগলপ্রায়। কেউ তাঁকে শান্ত করতে পারছেন না।
তানভীরের ফুফু জুলেখা বেগম বলেন, ‘বছরে বড় ছুটি পেলে গ্রামের বাড়িতে এলেই তানভীর আমাদের বাড়িতে যেত। দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলত, ফুফু, আমি এসেছি। আমার জন্য দোয়া করবে। আমি যেন তোমার মুখ উজ্জ্বল করতে পারি।’ তানভীরের চাচা গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন জানান, গতকাল দুপুরে বিমান বিধ্বস্তের খবর পেয়ে তিনি মাইলস্টোন স্কুলে ছুটে যান। সেখান গিয়ে তানভীরকে না পেয়ে সঙ্গে সঙ্গে তিনি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারিতে চলে যান। সেখানে গিয়ে তানভীরের লাশ শনাক্ত করেন। তিনি বলেন, ‘ভাতিজার মৃত্যুর খবর কীভাবে ভাইকে বলব, তা ভেবে পাচ্ছিলাম না। কিন্তু তারপরও বলতে হয়েছে। তাঁকে কীভাবে সান্ত্বনা দেব।’
আজ সকাল ১০টায় আন্দিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তানভীরের জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম আরিফুর ইসলাম, গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, জেলা জামায়াতে ইসলামীর শিক্ষাবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ তালুকদার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইয়াহইয়া খান মারুফ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদ প্রমুখ অংশ নেন।
‘আমেরিকায় গিয়ে পড়া হলো না তানভীরের’ বলে বারবার বিলাপ করছেন তানভীরের মা লিপি বেগম। রাজধানীর দিয়াবাড়িতে বিমান বিধ্বস্তে প্রাণ হারিয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র তানভীর। ক্লাসের ফার্স্ট বয় তানভীর সব বিষয়ে ‘এ’ প্লাস পেত। ভালো ছবিও আঁকত সে। ছেলের গুণের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়ছেন লিপি বেগম। তিনি বিলাপ করে বলেন, মাঝেমধ্যে তার বাবাকে নিজের সামনে বসিয়ে তানভীর বলত—বাবা, বসো তো, আমি তোমার ছবি এঁকে দেব।
আজ মঙ্গলবার সকালে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ওয়ার্শী ইউনিয়নের নগরভাতগ্রাম (নয়াপাড়া) গ্রামে ছেলে হারানোর শোকে আহাজারি করছিলেন লিপি বেগম।
তানভীরের ছোট ভাই তাসফিকও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে তৃতীয় শ্রেণিতে পড়ে। গতকাল সোমবার ক্লাস শেষে সে দুপুর ১২টার দিকে বাসায় ফিরে আসায় প্রাণে বেঁচে যায়। তবে তানভীরের কোচিং ক্লাস থাকায় স্কুলে ছিল। স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে উত্তরা এলাকায় বাস করতেন তানভীরের বাবা রুবেল মিয়া। গতকাল তানভীরের মৃত্যুর খবর নগরভাতগ্রামে ছড়িয়ে পড়লে গ্রামবাসী তার বাড়িতে ভিড় করতে থাকেন। রাত সাড়ে ৩টার দিকে তানভীরের লাশ উত্তরা থেকে গ্রামের বাড়িতে আনা হয়। কান্না ও আহাজারির শব্দে ভারী হয়ে ওঠে পরিবেশ।
তানভীরের বাবা ঘটনার পর থেকে আহাজারি করতে করতে এখন উল্টাপাল্টা বকছেন। ছেলের মৃত্যুশোকে পাগলপ্রায়। কেউ তাঁকে শান্ত করতে পারছেন না।
তানভীরের ফুফু জুলেখা বেগম বলেন, ‘বছরে বড় ছুটি পেলে গ্রামের বাড়িতে এলেই তানভীর আমাদের বাড়িতে যেত। দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলত, ফুফু, আমি এসেছি। আমার জন্য দোয়া করবে। আমি যেন তোমার মুখ উজ্জ্বল করতে পারি।’ তানভীরের চাচা গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন জানান, গতকাল দুপুরে বিমান বিধ্বস্তের খবর পেয়ে তিনি মাইলস্টোন স্কুলে ছুটে যান। সেখান গিয়ে তানভীরকে না পেয়ে সঙ্গে সঙ্গে তিনি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারিতে চলে যান। সেখানে গিয়ে তানভীরের লাশ শনাক্ত করেন। তিনি বলেন, ‘ভাতিজার মৃত্যুর খবর কীভাবে ভাইকে বলব, তা ভেবে পাচ্ছিলাম না। কিন্তু তারপরও বলতে হয়েছে। তাঁকে কীভাবে সান্ত্বনা দেব।’
আজ সকাল ১০টায় আন্দিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তানভীরের জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম আরিফুর ইসলাম, গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, জেলা জামায়াতে ইসলামীর শিক্ষাবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ তালুকদার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইয়াহইয়া খান মারুফ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদ প্রমুখ অংশ নেন।
ঝিনাইদহ সদর উপজেলার মধুপুর বাজারে সবুজ পাতা ছড়িয়ে দাঁড়িয়ে রয়েছে একটি রেইনট্রিগাছ। স্থানীয় বাসিন্দাদের মতে, গাছটির বয়স ১৫০ বছর হবে। প্রাচীন গাছটি এখন কাটতে চাইছে প্রশাসন। তবে তাতে বাধ সেধেছেন এলাকাবাসী।
২৩ মিনিট আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক কাজী এনাম আহমেদকে যশোর ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য করার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন জেলার ক্রীড়া সংগঠকেরা। আজ বুধবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত যশোর শামসুল হুদা স্টেডিয়ামের আমেনা খাতুন গ্যালারির নিচে তাঁরা এই কর্মসূচি পালন করেন।
১ ঘণ্টা আগেফরিদপুরের ভাঙ্গা থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় সাবেক সংসদ সদস্য ও যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। আজ বুধবার বিকেলে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. শামসুল আজম।
১ ঘণ্টা আগেলালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বাড়াইপাড়া সীমান্তে ঘাস কাটতে যাওয়া রবিনাশ নামের এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাড়াইপাড়া সীমান্তের মেইন পিলার ৯৫-এর কাছে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে