Ajker Patrika

পরিস্থিতি উন্নত হলে সব ভিসা চালু হবে: ভারতীয় হাইকমিশনার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ২১: ২৪
ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। ছবি: আজকের পত্রিকা
ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ‘বাংলাদেশের নাগরিকদের জন্য বিপুলসংখ্যক মেডিকেল ভিসা ইস্যু করা হচ্ছে। পরিস্থিতি উন্নত হলে অন্যান্য ভিসা চালু করা হবে।’

আজ সোমবার দুর্গাপূজার দ্বিতীয় দিন সপ্তমীতে ভারতীয় হাইকমিশনার টাঙ্গাইলের কুমুদিনী হাসপাতাল ক্যাম্পাসে এসে সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

এর আগে প্রণয় কুমার ভার্মা সেখানে পৌছালে তাঁকে স্বাগত জানান কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গলের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা এবং কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. দুলাল পোদ্দার, ডেপুটি জেনারেল ম্যানেজার অনিমেশ ভৌমিক প্রমুখ।

হাইকমিশনার বলেন, ‘এখানে তিনি সপ্তমী পূজা উদ্‌যাপন করতে এসেছেন। দুর্গাপূজা একটি মহোৎসব। বাংলাদেশ ও ভারত দুর্গাপূজার উৎসব একইভাবে পালন করে থাকে। আশা করি, দুর্গাপূজা আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে।’ তিনি সবাইকে দুর্গাপূজার শুভেচ্ছা জানান।

পরে হাইকমিশনার কুমুদিনী হাসপাতালের লাইব্রেরিতে চা-চক্র শেষে সন্ধ্যায় বজরায় লৌহজং নদী পার হয়ে দানবীর রণদা প্রসাদ সাহার দুর্গামণ্ডপ পরিদর্শন করেন এবং সেখানে ভারতেশ্বরী হোমসের মেয়েদের পরিবেশনায় আরতি নৃত্য উপভোগ করেন।

টাঙ্গাইলের কুমুদিনী হাসপাতাল ক্যাম্পাসে ভারতীয় হাইকমিশনার। ছবি: আজকের পত্রিকা
টাঙ্গাইলের কুমুদিনী হাসপাতাল ক্যাম্পাসে ভারতীয় হাইকমিশনার। ছবি: আজকের পত্রিকা

এদিকে একই দিন বিকেলে কুমুদিনী কমপ্লেক্সে পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত অজিত সিং, নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি ও বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী। তাঁদের স্বাগত জানান কুমুদিনী ওয়েলফেয়ার অব বেঙ্গলের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা। তাঁরা দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপ পরিদর্শন ও আরতি নৃত্য উপভোগ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বেসরকারি স্কুল-কলেজে কর্মচারী নিয়োগের কর্তৃত্ব হারাল পরিচালনা পর্ষদ

কারাবন্দী সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদের মৃত্যু

ঘুষ-দুর্নীতির অভিযোগ ভূমি কর্মকর্তার বিরুদ্ধে, অপবাদে কেঁদেছেন কর্মচারীও

খাগড়াছড়ি সহিংসতা: ‘ভুয়া ধর্ষণ’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন হান্নান মাসউদ

মুচলেকা দিয়ে ছাড়িয়ে নিয়েছিলেন হান্নান মাসউদ, সেই রাব্বি ফের চাঁদাবাজির অভিযোগে আটক‎

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত