Ajker Patrika

মির্জাপুরে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 
আপডেট : ২৮ মার্চ ২০২৫, ১৬: ১৫
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে গরু চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে গোড়াই ইউনিয়নের বাইমাইল পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মনির মোল্লা ওরফে আবুল মোল্লা ওরফে আকু (৪০)। তিনি পাবনার সুজানগর উপজেলার রায়পুর মাছপাড়া গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে। ক্রাইম ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) সূত্রে পুলিশ জানিয়েছে, মনিরের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১২-১৪টি মামলা রয়েছে।

বাইমাইল পশ্চিমপাড়ার বাসিন্দা দেওয়ান মো. মিলন বলেন, ‘রাত ৩টার দিকে তিন-চারজন চোরের একটি দল আমাদের গোয়ালঘরের টিন কেটে গরু চুরি করতে ভেতরে প্রবেশ করে। বিষয়টি আমার দাদা বুঝতে পেরে প্রথমে আমার মাকে ডেকে তোলেন। এরপর তাঁরা চোর চোর বলে চিৎকার করলে আমিও ঘর থেকে বের হই। এ সময় চোরের দল দৌড়ে পালিয়ে যেতে পারলেও একজন এলাকাবাসীর হাতে ধরা পড়ে। ক্ষুব্ধ এলাকাবাসী ওই চোরকে পিটুনি দিলে তাঁর মৃত্যু হয়।’

বিষয়টি নিশ্চিত করে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ