সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
সুস্থ থাকার পাশাপাশি মানুষকে হাঁটতে উদ্বুদ্ধ করতে চান বিপ্লব হোসেন মল্লিক (২৮)। তাই নিজের জন্মদিনে হাঁটার গুরুত্ব বোঝাতে ৩২ কিলোমিটার পদযাত্রা করলেন টাঙ্গাইলের সখীপুর উপজেলার এই যুবক।
আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সখীপুর সদর থেকে তিনি পদযাত্রা শুরু করেন। বেলা সাড়ে ৩টার দিকে টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনে পৌঁছান। এতে তিনি ৩২ কিলোমিটার হেঁটে গন্তব্যে পৌঁছান। বিপ্লব মল্লিক উপজেলার প্রতিমা বংকী গ্রামের বাহাদুর হোসেন মল্লিকের ছেলে।
জানতে চাইলে বিপ্লব হোসেন মল্লিক আজকের পত্রিকাকে বলেন, ‘ছোটবেলা থেকেই সকালে হাঁটার অভ্যাস রয়েছে। আমার কাছে গ্রাম ও প্রকৃতির কাছাকাছি থাকা সব সময়ই আনন্দের। পায়ে হাঁটলে মন ও শরীর ভালো থাকে। সুস্থ থাকার সঙ্গে সরাসরি সংযোগ রয়েছে এই হেঁটে চলা প্রক্রিয়ার। পায়ে হাঁটার গুরুত্ব বোঝাতে ও জন্মদিনকে স্মরণীয় করে রাখতেই আজকের এই পদযাত্রা।’
বিপ্লব মল্লিক আরও বলেন, ‘প্রথমে সখীপুর থেকে টাঙ্গাইল সদর পর্যন্ত ৩৭ কিলোমিটার হাঁটার পরিকল্পনা ছিল। কিন্তু নলুয়া-বাসাইল সড়ক হয়ে বাংড়া এলাকায় পৌঁছালে পায়ে তলায় ফোসকা পড়ে যায়। পরে দাপনাজোর রেললাইন ধরে পায়ের গোড়ালিতে ভর করে ধীরে ধীরে টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশন পর্যন্ত যাই। এতে আমার ৩২ কিলোমিটার হাঁটা হয়েছে। একটু কষ্ট হয়েছে, তবে লক্ষ্যে পৌঁছাতে পেরে খুব ভালো লাগছে। যাত্রাপথে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচিত-অপরিচিত অনেকেই সঙ্গ দিয়েছেন ও উৎসাহ জুগিয়েছেন।’
বিষয়টি জেনে সখীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রুহুল আমিন মুকুল আজকের পত্রিকাকে বলেন, ‘বিপ্লব হোসেন মল্লিকের পদযাত্রা অন্যদের জন্য অনুপ্রেরণা হবে। তাঁকে দেখে তরুণ প্রজন্ম সুস্বাস্থ্যের জন্য হাঁটতে উদ্বুদ্ধ হবেন বলে আশা করি। কারণ, নিয়মিত পায়ে হাঁটলে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকা যায়। আমি ব্যক্তিগতভাবে বিপ্লব মল্লিককে অভিনন্দন জানাই। এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমকে পৃষ্ঠপোষকতা করা আমাদের সকলের দায়িত্ব।’
সুস্থ থাকার পাশাপাশি মানুষকে হাঁটতে উদ্বুদ্ধ করতে চান বিপ্লব হোসেন মল্লিক (২৮)। তাই নিজের জন্মদিনে হাঁটার গুরুত্ব বোঝাতে ৩২ কিলোমিটার পদযাত্রা করলেন টাঙ্গাইলের সখীপুর উপজেলার এই যুবক।
আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সখীপুর সদর থেকে তিনি পদযাত্রা শুরু করেন। বেলা সাড়ে ৩টার দিকে টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনে পৌঁছান। এতে তিনি ৩২ কিলোমিটার হেঁটে গন্তব্যে পৌঁছান। বিপ্লব মল্লিক উপজেলার প্রতিমা বংকী গ্রামের বাহাদুর হোসেন মল্লিকের ছেলে।
জানতে চাইলে বিপ্লব হোসেন মল্লিক আজকের পত্রিকাকে বলেন, ‘ছোটবেলা থেকেই সকালে হাঁটার অভ্যাস রয়েছে। আমার কাছে গ্রাম ও প্রকৃতির কাছাকাছি থাকা সব সময়ই আনন্দের। পায়ে হাঁটলে মন ও শরীর ভালো থাকে। সুস্থ থাকার সঙ্গে সরাসরি সংযোগ রয়েছে এই হেঁটে চলা প্রক্রিয়ার। পায়ে হাঁটার গুরুত্ব বোঝাতে ও জন্মদিনকে স্মরণীয় করে রাখতেই আজকের এই পদযাত্রা।’
বিপ্লব মল্লিক আরও বলেন, ‘প্রথমে সখীপুর থেকে টাঙ্গাইল সদর পর্যন্ত ৩৭ কিলোমিটার হাঁটার পরিকল্পনা ছিল। কিন্তু নলুয়া-বাসাইল সড়ক হয়ে বাংড়া এলাকায় পৌঁছালে পায়ে তলায় ফোসকা পড়ে যায়। পরে দাপনাজোর রেললাইন ধরে পায়ের গোড়ালিতে ভর করে ধীরে ধীরে টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশন পর্যন্ত যাই। এতে আমার ৩২ কিলোমিটার হাঁটা হয়েছে। একটু কষ্ট হয়েছে, তবে লক্ষ্যে পৌঁছাতে পেরে খুব ভালো লাগছে। যাত্রাপথে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচিত-অপরিচিত অনেকেই সঙ্গ দিয়েছেন ও উৎসাহ জুগিয়েছেন।’
বিষয়টি জেনে সখীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রুহুল আমিন মুকুল আজকের পত্রিকাকে বলেন, ‘বিপ্লব হোসেন মল্লিকের পদযাত্রা অন্যদের জন্য অনুপ্রেরণা হবে। তাঁকে দেখে তরুণ প্রজন্ম সুস্বাস্থ্যের জন্য হাঁটতে উদ্বুদ্ধ হবেন বলে আশা করি। কারণ, নিয়মিত পায়ে হাঁটলে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকা যায়। আমি ব্যক্তিগতভাবে বিপ্লব মল্লিককে অভিনন্দন জানাই। এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমকে পৃষ্ঠপোষকতা করা আমাদের সকলের দায়িত্ব।’
গাইবান্ধায় এক নারীকে কৌশলে ডেকে নিয়ে শারীরিক নির্যাতন ও চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে ধর্ষণ মামলার আসামি আব্দুল আজিজ খোকনের বিরুদ্ধে। আব্দুল আজিজ খোকন গাইবান্ধা সাঘাটা উপজেলার উত্তর উল্লা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
৩ মিনিট আগেনিখোঁজ হওয়ার পাঁচ দিনেও সন্ধান মেলেনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তুরাগ থানার সাবেক যুগ্ম আহ্বায়ক কে এম মামুনুর রশিদের। রাজধানীর উত্তরার কামারপাড়া এলাকা থেকে গত রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে নিখোঁজ হন তিনি। পরদিন মামুনের স্ত্রী খাদিজা আক্তার তুরাগ থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন।
৬ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে স্ত্রীর দাবি নিয়ে আসা এক তরুণীকে (২৭) গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। পরে পরিবারের লোকজন ওই তরুণীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেন। ঘটনাটি ঘটে আজ বৃহস্পতিবার উপজেলার হতেয়া রাজাবাড়ি ইউনিয়নের বাজাইল এলাকায়।
২৯ মিনিট আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীর আমবাগ এলাকায় একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে আগুন আশপাশের আরও ছয়টি ঝুটের গুদামে ছড়িয়ে পড়ে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
৩৫ মিনিট আগে