শাবিপ্রবি প্রতিনিধি
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ এবং ঘটনার ভিডিও ধারণের অভিযোগে দুই ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযুক্তরা হলেন সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের (২০২১-২২ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী শান্ত তারা আদনান ও স্বাগত দাস পার্থ। গতকাল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে একজনকে ক্যাম্পাস থেকে এবং অন্যজনকে সুরমা আবাসিক এলাকা থেকে আটক করা হয়। আজ শুক্রবার তাঁদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন ভুক্তভোগী ছাত্রী।
মামলা, ভুক্তভোগী ও অন্য শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, ঈদের আগে রিকাবীবাজারে একটি কনসার্টে যাওয়ার আগে ভুক্তভোগী শিক্ষার্থীকে পূর্বপরিকল্পিতভাবে ফাঁদে ফেলে অচেতন করে সুরমা আবাসিক এলাকার একটি মেসে নিয়ে যান শান্ত ও স্বাগত। পরে রাতভর তাঁকে নির্যাতন এবং ভিডিও ধারণ করেন।
সকালে ভুক্তভোগী শিক্ষার্থীর সংজ্ঞা ফিরলে তিনি নিজেকে শোচনীয় অবস্থায় অভিযুক্তদের কক্ষে আবিষ্কার করেন। তখন দুজন মেয়েটিকে জানান, তাঁরা তাঁকে ধর্ষণ এবং ঘটনার ভিডিও ও ছবি ধারণ করেছেন। এরপর সেই ভিডিও ও ছবি দিয়ে তাঁরা ভুক্তভোগীকে নিয়মিত ব্ল্যাকমেল করতে থাকেন।
ভুক্তভোগী শিক্ষার্থী পরে ঘটনাটি এক সহপাঠীকে জানালে তা কয়েকজনের মধ্যে জানাজানি হয়। শেষে প্রক্টরিয়াল বডি ও পুলিশের সহায়তায় অভিযুক্তদের আটক করে প্রক্টরের কার্যালয়ে নিয়ে আসা হয়। এরপর তাঁদের পুলিশের হেফাজতে দেওয়া হয়।
অভিযুক্তদের মধ্যে শান্ত নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনকালে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে মামলার আসামি। এ ছাড়া সাধারণ শিক্ষার্থীদের হয়রানি, ক্যাম্পাসে বিশৃঙ্খলাসহ একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। অপর দিকে স্বাগত বিশ্ববিদ্যালয়ের নাট্য সংগঠন দিক থিয়েটারের কোষাধ্যক্ষ।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ইসমাইল হোসেন বলেন, ‘ঘটনার বিষয়ে একটি অভিযোগ পাই। অভিযোগ পাওয়ার ২ ঘণ্টার মধ্যে ডিজিটাল ট্র্যাকিংয়ের মাধ্যমে অভিযুক্তদের (অবস্থান) শনাক্ত করে প্রক্টর অফিসে হাজির করা হয়।’
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, ‘জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহায়তায় পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ এবং ঘটনার ভিডিও ধারণের অভিযোগে দুই ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযুক্তরা হলেন সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের (২০২১-২২ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী শান্ত তারা আদনান ও স্বাগত দাস পার্থ। গতকাল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে একজনকে ক্যাম্পাস থেকে এবং অন্যজনকে সুরমা আবাসিক এলাকা থেকে আটক করা হয়। আজ শুক্রবার তাঁদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন ভুক্তভোগী ছাত্রী।
মামলা, ভুক্তভোগী ও অন্য শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, ঈদের আগে রিকাবীবাজারে একটি কনসার্টে যাওয়ার আগে ভুক্তভোগী শিক্ষার্থীকে পূর্বপরিকল্পিতভাবে ফাঁদে ফেলে অচেতন করে সুরমা আবাসিক এলাকার একটি মেসে নিয়ে যান শান্ত ও স্বাগত। পরে রাতভর তাঁকে নির্যাতন এবং ভিডিও ধারণ করেন।
সকালে ভুক্তভোগী শিক্ষার্থীর সংজ্ঞা ফিরলে তিনি নিজেকে শোচনীয় অবস্থায় অভিযুক্তদের কক্ষে আবিষ্কার করেন। তখন দুজন মেয়েটিকে জানান, তাঁরা তাঁকে ধর্ষণ এবং ঘটনার ভিডিও ও ছবি ধারণ করেছেন। এরপর সেই ভিডিও ও ছবি দিয়ে তাঁরা ভুক্তভোগীকে নিয়মিত ব্ল্যাকমেল করতে থাকেন।
ভুক্তভোগী শিক্ষার্থী পরে ঘটনাটি এক সহপাঠীকে জানালে তা কয়েকজনের মধ্যে জানাজানি হয়। শেষে প্রক্টরিয়াল বডি ও পুলিশের সহায়তায় অভিযুক্তদের আটক করে প্রক্টরের কার্যালয়ে নিয়ে আসা হয়। এরপর তাঁদের পুলিশের হেফাজতে দেওয়া হয়।
অভিযুক্তদের মধ্যে শান্ত নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনকালে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে মামলার আসামি। এ ছাড়া সাধারণ শিক্ষার্থীদের হয়রানি, ক্যাম্পাসে বিশৃঙ্খলাসহ একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। অপর দিকে স্বাগত বিশ্ববিদ্যালয়ের নাট্য সংগঠন দিক থিয়েটারের কোষাধ্যক্ষ।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ইসমাইল হোসেন বলেন, ‘ঘটনার বিষয়ে একটি অভিযোগ পাই। অভিযোগ পাওয়ার ২ ঘণ্টার মধ্যে ডিজিটাল ট্র্যাকিংয়ের মাধ্যমে অভিযুক্তদের (অবস্থান) শনাক্ত করে প্রক্টর অফিসে হাজির করা হয়।’
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, ‘জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহায়তায় পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
রাজধানীর মিরপুরের পল্লবীতে মেট্রোরেল স্টেশনের পিলারে মোটরসাইকেলের ধাক্কা লেগে ইমন মোল্লা (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ১২টার দিকে পল্লবীতে মেট্রোরেল স্টেশনের নিচে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ২টার...
৫ মিনিট আগেবিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
৩৩ মিনিট আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
৩৮ মিনিট আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
৪২ মিনিট আগে