Ajker Patrika

হবিগঞ্জ শহরে পুকুর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০১ মে ২০২৩, ১৩: ০৬
হবিগঞ্জ শহরে পুকুর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার

হবিগঞ্জ শহরের একটি পুকুর থেকে পঞ্চাশোর্ধ্ব অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে শহরের বদিউজ্জামান খান সড়কের আমির চান কমপ্লেক্সের পাশের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

জানা গেছে, আজ সোমবার সকালে পথচারী ও স্থানীয়রা ওই পুকুরে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মর্তুজা বলেন, পুকুর থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। তাঁর বয়স ৫০-এর ওপর হবে বলে ধারণা করা হচ্ছে। পরিচয় শনাক্ত করার পাশাপাশি তাঁর মৃত্যুর কারণ উদ্‌ঘাটনে কাজ করছে পুলিশ।

এর আগে গত বুধবার শহরের আরডি হল এলাকার একটি পুকুর থেকে আনু বেগম (২৫) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত