Ajker Patrika

হবিগঞ্জে সালিস বৈঠকে ছুরিকাঘাতে প্রবাসী নিহত

হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ১০: ২১
হবিগঞ্জে সালিস বৈঠকে ছুরিকাঘাতে প্রবাসী নিহত

মাধবপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে সালিস বৈঠকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কাতারপ্রবাসী ফারুক মিয়া (৪৫) নিহত হয়েছেন। হামলায় তার ভাতিজা রবি মিয়া গুরুতর আহত হন। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বহরা ইউনিয়নের দলগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।

নিহত ফারুক মিয়া মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের দলগাঁও গ্রামের আব্দুল মালেকের ছেলে। গুরুতর আহত রবি মিয়া ওই গ্রামের আনোয়ার আলীর ছেলে। ফারুক মিয়া কাতারপ্রবাসী। ১৫ দিন আগে কাতার থেকে ছুটিতে বাড়ি এসেছিলেন।

ফারুকের খালাতো ভাই আনোয়ার আলী বলেন, ফারুক মিয়া ও একই গ্রামের হামিদ মিয়ার মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। ফারুক মিয়া ওই জমিতে লাগানো গাছ কাটতে গেলে হামিদ মিয়ার লোকজন বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে স্থানীয় কয়েকজন মুরুব্বি বিষয়টি মীমাংসার জন্য উভয় পক্ষকে নিয়ে সোমবার মাগরিবের নামাজের পরে একটি সালিস বৈঠকে বসেন। সালিসের একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। এ সময় প্রতিপক্ষের লোকজন ফারুক মিয়া ও তার খালাতো ভাইয়ের ছেলে রবি মিয়াকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় ফারুক মিয়া ও রবিকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসক ফারুক মিয়াকে মৃত ঘোষণা করেন। রবি মিয়াকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল পাঠান।

হামিদ মিয়া ও তাঁর লোকজন পলাতক থাকায় তাঁদের বক্তব্য পাওয়া যায়নি। 

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, সালিসের সময় ছুরিকাঘাতে একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত