Ajker Patrika

জৈন্তাপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
জৈন্তাপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

সিলেটের জৈন্তাপুরে ৫ বছর বয়সী একটি মেয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় মাসউদ আজহার নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। জৈন্তাপুর মডেল থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

পুলিশ সূত্রে জানা যায়, মাসউদ আজহার উপজেলার একটি মাদ্রাসা পরিচালনা করেন। গত বৃহস্পতিবার তার মাদ্রাসার এক শিশু শিক্ষার্থীকে সকালে একা পেয়ে কৌশলে তার কক্ষে নিয়ে ধর্ষণ করেন। পরের দিন শুক্রবার শিশুটি মাকে বিষয়টি জানায়। গতকাল রোববার সকালে তিনি জৈন্তাপুর মডেল থানায় ওই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দেন। পরে সেটি মামলা হিসেবে নেওয়া হয়। 

পুলিশ জানায়, শিশুর মায়ের অভিযোগের প্রেক্ষিতে মাসুদ আজহার নামের ওই মাদ্রাসা পরিচালক ও শিক্ষককে গ্রেপ্তারে অভিযানে নামে জৈন্তাপুর মডেল থানা-পুলিশ। রোববার সন্ধ্যা ৬টার দিকে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়। 

জৈন্তাপুর মডেল থানার ওসি তাজুল ইসলাম বলেন, ইতিপূর্বে ২০২৩ সালে ২৮ ফেব্রুয়ারি ধর্ষণের অভিযোগে মাওলানা মাসুউদ আযহারকে আটক করেছিল পুলিশ। শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। 

শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন এই পুলিশ কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...