Ajker Patrika

শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে স্ত্রীকে হত্যা, লাশ পুকুরে ফেলে পালান স্বামী

নিজস্ব প্রতিবেদক, সিলেট  
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সিলেটের গোলাপগঞ্জে সাবিনা বেগম (৩০) নামের এক নারীকে গলা টিপে হত্যার পর তাঁর স্বামী লাশ পুকুরে ফেলে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় লোকজন লাশ দেখতে পেয়ে খবর দিলে পুলিশ এসে সাবিনার লাশ উদ্ধার এবং তাঁর স্বামীকে গ্রেপ্তার করে।

সাবিনা বেগম গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের সুনামপুর গ্রামের বাসিন্দা। তাঁর স্বামী আনুর আলী (৩৫) একই উপজেলার সুনামপুর গ্রামের বলাই মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, গত মঙ্গলবার সাবিনা স্বামীকে নিয়ে একই উপজেলার বাদেপাশা ইউনিয়নের নোয়াই গ্রামে তাঁর বাবার বাড়িতে বেড়াতে যান। পর দিন গতকাল বুধবার সকালে বাড়িতে ফেরার পথে স্বামী আনুর আলী স্ত্রীকে হত্যা করে তাঁর লাশ পুকুরে ফেলে পালিয়ে যান। পরে স্থানীয়রা পুকুরে লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। পরে পুলিশ তাঁর স্বামীকে গ্রেপ্তার করে।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনুর আলী জানিয়েছেন, পারিবারিক কলহের জের ধরে তিনি তাঁর স্ত্রীকে গলা টিপে হত্যা করেন। লাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। গ্রেপ্তারের পর তিনি অস্বাভাবিক আচরণ করছেন। তাঁকে আদালতে হাজির করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপনে সহপাঠীদের অপ্রীতিকর ছবি তুলে সিনিয়র ভাইকে পাঠাতেন বাকৃবি ছাত্রী

রেফারি হয়েও গোল দিল জাতীয় ঐকমত্য কমিশন, অভিযোগ সালাহউদ্দিনের

পোশাক রপ্তানি: বাংলাদেশ ও চীনকে পেছনে ফেলার পরিকল্পনা করছে ভারত

রং মিশিয়ে মুগ ডাল নামে বিক্রি, সতর্ক করল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

মোদি আকর্ষণীয়, পিতার মতো, কিন্তু খুব কঠিন: ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ