Ajker Patrika

সিলেটে ভারতীয় ৫৫ বস্তা চিনিসহ গ্রেপ্তার ১ 

সিলেট প্রতিনিধি
আপডেট : ১০ জুলাই ২০২৪, ১৯: ০৭
সিলেটে ভারতীয় ৫৫ বস্তা চিনিসহ গ্রেপ্তার ১ 

সিলেটে ভারতীয় ৫৫ বস্তা চিনিসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের ধোপাগুলের কেওয়াছড়া চা-বাগান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় চিনি বহনের কাজে ব্যবহৃত দুটি পিকআপও জব্দ করা হয়।

আজ বুধবার বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তি হলেন—মো. মোরাদ হাসান (১৯)। তিনি গোয়াইনঘাটের বহর গ্রামের মো. জমির উদ্দিনের ছেলে। এ ঘটনায় করা পুলিশের মামলায় মোরাদসহ পলাতক ওই এলাকার রবিউল আলম জুয়েলের ছেলে মো. দিদারুল আলম রাফি (২৮) এবং অজ্ঞাতনামা দুজনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের ধোপাগুলের কেওয়াছড়া চা-বাগান এলাকায় আসা দুটি পিকআপ আটক করে। তল্লাশি চালালে গাড়ি থেকে নেমে তিনজন পালিয়ে যায়। এ সময় একজনকে আটক করে পুলিশ।

গ্রেপ্তার মো. মোরাদ হাসান। ছবি: সংগৃহীতওই দুটি পিকআপ থেকে ৫৫ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। যেখানে প্রতি বস্তা চিনির ওজন ৪৮ কেজি করে মোট ২ হাজার ৬৪০ কেজি। যেগুলোর আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ১৬ হাজার ৮০০ টাকা। এ সময় চিনি বহনের কাজে ব্যবহৃত পিকআপ দুটি জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি আজকের পত্রিকাকে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন-

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের খোঁজ মিলছে না

সশস্ত্র বাহিনীর সদস্যদের নতুন বেতন নির্ধারণে কমিটি

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

৫ দুর্বল ব্যাংক একীভূতকরণে অর্থায়ন নিয়ে শঙ্কা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত