নিজস্ব প্রতিবেদক, সিলেট
সাত দিন ধরে নিখোঁজ সিলেটের লাক্কাতুরা সরকারি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সৈয়দ তাহসিন বকসের সন্ধান দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। একই সঙ্গে অপহরণকারীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।
‘স্টুডেন্ট অর্গানাইজেশন সিলেট’–এর ব্যানারে আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) লাক্কাতুরা সরকারি উচ্চবিদ্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। পরে তা নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে।
এর আগে, ২৭ জানুয়ারি সিলেট সরকারি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সৈয়দ তাহসিন বকস ছুটির পর স্কুলের প্রধান ফটক থেকে নিখোঁজ রয়েছে। সৈয়দ তাহসিন বকস সিলেট নগরের খাসদবীর এলাকার জুয়েল বকসের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, তিন মাস ধরে তাহসিনের মা-বাবার বনিবনা হচ্ছে না। তাঁরা পৃথক থাকছেন। জুয়েল বকস থানায় ছেলে নিখোঁজের জিডি করে স্ত্রীর বিদেশ যাওয়া ঠেকানোয় জোর দিচ্ছেন। আর স্ত্রী বলছেন, তিন মাস ধরে ছেলে-মেয়ের সঙ্গে তাঁর কোনো যোগাযোগ নাই। তাঁদের ছেলে-মেয়ে তিনজনই বাবার কাছে রয়েছে। স্ত্রী সুনামগঞ্জের ছাতকে বাবার বাড়িতে রয়েছেন।
মানববন্ধনে বক্তারা সৈয়দ তাহসিন বকসকে অপহরণে জড়িতদের দ্রুত আইনের আওতায় সর্বোচ্চ শাস্তি দাবি জানান। পাশাপাশি আন্দোলনকারীরা বিমানবন্দর থানা-পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন। বিমানবন্দর থানা-পুলিশের কাছে হারানোর সাধারণ ডায়েরি হয়েছে সেটা তদন্ত করে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান।
স্টুডেন্ট অর্গানাইজেশন সিলেটের সভাপতি তরিকুল ইসলাম আহসান এতে সভাপতিত্ব করেন। সিনিয়র যুগ্ম মহাসচিব ইমন আহমদের পরিচালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন সিলেট স্টুডেন্ট অর্গানাইজেশনের উপদেষ্টা মো. রেজাউল হক, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তরিকুল ইসলাম হাসান, যুগ্ম মহাসচিব মুহাইমিনুল ইসলাম আরাফ, ভাইস চেয়ারম্যান শাহান আলী তারিফ, সিলেট সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী জাওয়াদুর রহমান মাহদী, দেওয়ান ফাহমিদ বকসসহ স্টুডেন্ট অর্গানাইজেশন সিলেটের সব শিক্ষার্থী ও সিলেট সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘ছেলের বাবার পক্ষ থেকে জিডি করা হয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’
সাত দিন ধরে নিখোঁজ সিলেটের লাক্কাতুরা সরকারি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সৈয়দ তাহসিন বকসের সন্ধান দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। একই সঙ্গে অপহরণকারীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।
‘স্টুডেন্ট অর্গানাইজেশন সিলেট’–এর ব্যানারে আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) লাক্কাতুরা সরকারি উচ্চবিদ্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। পরে তা নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে।
এর আগে, ২৭ জানুয়ারি সিলেট সরকারি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সৈয়দ তাহসিন বকস ছুটির পর স্কুলের প্রধান ফটক থেকে নিখোঁজ রয়েছে। সৈয়দ তাহসিন বকস সিলেট নগরের খাসদবীর এলাকার জুয়েল বকসের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, তিন মাস ধরে তাহসিনের মা-বাবার বনিবনা হচ্ছে না। তাঁরা পৃথক থাকছেন। জুয়েল বকস থানায় ছেলে নিখোঁজের জিডি করে স্ত্রীর বিদেশ যাওয়া ঠেকানোয় জোর দিচ্ছেন। আর স্ত্রী বলছেন, তিন মাস ধরে ছেলে-মেয়ের সঙ্গে তাঁর কোনো যোগাযোগ নাই। তাঁদের ছেলে-মেয়ে তিনজনই বাবার কাছে রয়েছে। স্ত্রী সুনামগঞ্জের ছাতকে বাবার বাড়িতে রয়েছেন।
মানববন্ধনে বক্তারা সৈয়দ তাহসিন বকসকে অপহরণে জড়িতদের দ্রুত আইনের আওতায় সর্বোচ্চ শাস্তি দাবি জানান। পাশাপাশি আন্দোলনকারীরা বিমানবন্দর থানা-পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন। বিমানবন্দর থানা-পুলিশের কাছে হারানোর সাধারণ ডায়েরি হয়েছে সেটা তদন্ত করে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান।
স্টুডেন্ট অর্গানাইজেশন সিলেটের সভাপতি তরিকুল ইসলাম আহসান এতে সভাপতিত্ব করেন। সিনিয়র যুগ্ম মহাসচিব ইমন আহমদের পরিচালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন সিলেট স্টুডেন্ট অর্গানাইজেশনের উপদেষ্টা মো. রেজাউল হক, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তরিকুল ইসলাম হাসান, যুগ্ম মহাসচিব মুহাইমিনুল ইসলাম আরাফ, ভাইস চেয়ারম্যান শাহান আলী তারিফ, সিলেট সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী জাওয়াদুর রহমান মাহদী, দেওয়ান ফাহমিদ বকসসহ স্টুডেন্ট অর্গানাইজেশন সিলেটের সব শিক্ষার্থী ও সিলেট সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘ছেলের বাবার পক্ষ থেকে জিডি করা হয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’
গাজীপুর সিটি করপোরেশনে (জিসিসি) চীনের একটি প্রতিষ্ঠানের উদ্ভাবিত রক্ত আমাশয়ের (শিগেলা) টিকার ক্লিনিক্যাল ট্রায়াল দিতে চায় আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি)। চীনা প্রতিষ্ঠানটি এ বিষয়ে আইসিডিডিআরবির সহযোগিতা চেয়েছিল।
৪ ঘণ্টা আগেগাইবান্ধার সুন্দরগঞ্জে ছড়িয়ে পড়ছে অ্যানথ্রাক্স (তড়কা রোগ)। গবাদিপশুর এ রোগে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এ উপসর্গ নিয়ে মারাও গেছেন মোছা. রোজিনা বেগম নামের এক নারী। কিন্তু সে তুলনায় নেই সচেতনতা ও চিকিৎসার ব্যবস্থা। ফলে চরম উৎকণ্ঠা আর উদ্বিগ্নে দিন কাটছে সুন্দরগঞ্জবাসীর।
৪ ঘণ্টা আগেতিন বছর ধরে বরগুনার তালতলীর ফাতরার বনের উত্তর নিদ্রার চরের শত শত বিভিন্ন প্রজাতির বড় গাছ মরে যাচ্ছে। তবে সেগুলো বিক্রির কোনো উদ্যোগ নিচ্ছে না বন বিভাগ। অভিযোগ উঠেছে, কিছু অসাধু কর্মকর্তা সেসব গাছ চোরাই পথে বিক্রি করছেন।
৪ ঘণ্টা আগেবাংলাদেশের টেকসই উন্নয়নে স্থানীয় পর্যায়ের এনজিওগুলোর সক্ষমতা বৃদ্ধি ও তাদের সরাসরি তত্ত্বাবধানে প্রকল্প বাস্তবায়ন প্রয়োজন বলে জানিয়েছে এনজিও-বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ দাউদ মিয়া। রোববার (১২ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে স্থানীয়করণ-বিষয়ক এক জাতীয় সেমিনারে এসব কথা বলেন তিনি।
৫ ঘণ্টা আগে