কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি
সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালাতে গিয়ে বাধার মুখে পড়েন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিক আল শাফিন। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার ধলাই নদীর দয়ারবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, অভিযান চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য উপস্থিত ছিলেন না। উপজেলা ভূমি অফিসের কয়েকজন কর্মচারী তাতে অংশ নেন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, এসিল্যান্ডের নির্দেশে দয়ারবাজারসংলগ্ন ঘাটে রাখা বারকি নৌকা ভাঙা হচ্ছিল। এ সময় স্থানীয় হিজড়ারা নৌকাগুলো তাঁদের দাবি করে ভাঙতে বাধা দেন। একপর্যায়ে তাঁরা এসিল্যান্ডের সঙ্গে অসদাচরণ করেন। মোবাইল ফোনে ঘটনার ভিডিও করছিলেন এক যুবক। তাঁকে ধরতে গিয়ে ম্যাজিস্ট্রেট হাঁটুপানিতে পড়ে যান। পরে আটক ওই যুবককে ছাড়াতে গিয়ে স্থানীয়দের সঙ্গে ম্যাজিস্ট্রেটের ধস্তাধস্তি হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসি গিয়ে এসিল্যান্ডকে উদ্ধার করেন।
এদিকে সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে আজ মঙ্গলবার দুপুরে ভূমি অফিসের কর্মচারী সুকুমার রায় বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলা করেছেন। মামলায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে। মামলার আসামিরা হলেন নুরুল হক, রাসেল আহমদ ও আব্দুল আলীম।
এ বিষয়ে জানতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিক আল শাফিনের মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুসিকান্ত হাজং আজকের পত্রিকাকে বলেন, সাদা পাথর পর্যটন স্পট থেকে চোরাই পাথর দয়ারবাজারসংলগ্ন একটি ঘাটে স্তূপ করে রাখা হয়েছে। গোপন সূত্রে পাওয়া এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় তাতে বাধা দিলে কয়েকজনের নামে মামলা করা হয়। এখানে ধস্তাধস্তি বা হামলার মতো কোনো ঘটনা ঘটেনি।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় এ বিষয়ে বলেন, সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে মামলা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালাতে গিয়ে বাধার মুখে পড়েন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিক আল শাফিন। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার ধলাই নদীর দয়ারবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, অভিযান চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য উপস্থিত ছিলেন না। উপজেলা ভূমি অফিসের কয়েকজন কর্মচারী তাতে অংশ নেন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, এসিল্যান্ডের নির্দেশে দয়ারবাজারসংলগ্ন ঘাটে রাখা বারকি নৌকা ভাঙা হচ্ছিল। এ সময় স্থানীয় হিজড়ারা নৌকাগুলো তাঁদের দাবি করে ভাঙতে বাধা দেন। একপর্যায়ে তাঁরা এসিল্যান্ডের সঙ্গে অসদাচরণ করেন। মোবাইল ফোনে ঘটনার ভিডিও করছিলেন এক যুবক। তাঁকে ধরতে গিয়ে ম্যাজিস্ট্রেট হাঁটুপানিতে পড়ে যান। পরে আটক ওই যুবককে ছাড়াতে গিয়ে স্থানীয়দের সঙ্গে ম্যাজিস্ট্রেটের ধস্তাধস্তি হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসি গিয়ে এসিল্যান্ডকে উদ্ধার করেন।
এদিকে সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে আজ মঙ্গলবার দুপুরে ভূমি অফিসের কর্মচারী সুকুমার রায় বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলা করেছেন। মামলায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে। মামলার আসামিরা হলেন নুরুল হক, রাসেল আহমদ ও আব্দুল আলীম।
এ বিষয়ে জানতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিক আল শাফিনের মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুসিকান্ত হাজং আজকের পত্রিকাকে বলেন, সাদা পাথর পর্যটন স্পট থেকে চোরাই পাথর দয়ারবাজারসংলগ্ন একটি ঘাটে স্তূপ করে রাখা হয়েছে। গোপন সূত্রে পাওয়া এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় তাতে বাধা দিলে কয়েকজনের নামে মামলা করা হয়। এখানে ধস্তাধস্তি বা হামলার মতো কোনো ঘটনা ঘটেনি।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় এ বিষয়ে বলেন, সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে মামলা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সাংবাদিক মো. ফজলে রাব্বি বলেন, `আমরা পেশাগত দায়িত্ব থেকে তথ্য-প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশ করেছি। এ মামলা হয়রানিমূলক এবং সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা। অবিলম্বে এই হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’
৬ মিনিট আগে৫ মিনিট ২১ সেকেন্ডের ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শনিবার রাত ৯টার দিকে বুড়িরহাট উচ্চবিদ্যালয় মাঠে ভ্যানের ওপর শোয়া রুপলাল ও প্রদীপ লাল। ভ্যানটির তিন দিকে পুলিশ সদস্য। পুলিশ সদস্যরা হাত তুলে বাঁশিতে ফু দিয়ে লোকজনকে নিবৃত্ত করার চেষ্টা করছে। এতেই হৈ-চৈ বেড়ে যায়। পুলিশের সামনেই রুপলাল-প্রদীপকে মারধর শুর
১২ মিনিট আগেপানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, সকালে ৬টায় পানির উচ্চতা ছিল ৫২ দশমিক ২২ মিটার, যা ছিল বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে। সকাল ৯টার দিকে কিছুটা কমে তা এসে দাঁড়ায় বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে। বিপৎসীমা অতিক্রম করায় ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেয়া হয়েছে।
৩৭ মিনিট আগেসরেজমিনে জানা যায়, থানচিতে মোট চারটি গণশৌচাগার রয়েছে। এর মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নির্মিত দুটি শৌচাগার ব্যবসায়ীরা ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন। একটি শৌচাগার বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে এবং আরেকটি তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে।
৪০ মিনিট আগে