Ajker Patrika

নির্মাণাধীন ভবনের পাইপ পড়ে সেনা সদস্যের মৃত্যু: সিসিকের দুই প্রকৌশলী ও ঠিকাদারের জামিন

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট : ০৮ জুন ২০২৩, ১৯: ০০
নির্মাণাধীন ভবনের পাইপ পড়ে সেনা সদস্যের মৃত্যু: সিসিকের দুই প্রকৌশলী ও ঠিকাদারের জামিন

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নির্মাণাধীন ভবনের ছাদ থেকে স্টিলের পাইপ পড়ে সেনা সদস্য মৃত্যু ঘটনার মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন ঠিকাদার ও দুই প্রকৌশলী। 

আজ বৃহস্পতিবার বিকেলে সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

জামিন পেয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠান জামাল অ্যান্ড কোম্পানি-এর মালিক মো. জামাল উদ্দিন, সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর। 

তিনি বলেন, ‘উচ্চ আদালতে আমরা জামিনের আবেদন করেছিলাম। আদালত ছয় সপ্তাহের জামিন দিয়েছেন।’ 

গত শনিবার নগরের বন্দরবাজার এলাকার সিটি সুপার মার্কেটের নিচতলা দিয়ে হেঁটে যাওয়ার সময় সিসিকের নির্মাণাধীন ভবনের ১২ তলা থেকে স্টিলের পাইপ পড়ে মো. দেলোয়ার হোসেন গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

দেলোয়ার মেহেরপুরের গাংনী উপজেলার জগিরগোফার রায়পুর গ্রামের মো. আতিয়ার রহমানের ছেলে। তিনি ল্যান্স করপোরাল হিসেবে সিলেট ক্যান্টনমেন্টের ৫০ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টে কর্মরত ছিলেন। ওই দিন রাতে ৫০ ফিল্ড রেজিমেন্ট সিলেট সেনানিবাসের জেসিও আব্দুল মান্নান বাদী হয়ে উদাসীনতা ও কর্তব্য অবহেলাজনিত কারণে কোতোয়ালি থানায় মামলা করেন। 

ঠিকাদারি প্রতিষ্ঠান জামাল অ্যান্ড কোম্পানি-এর মালিক মো. জামাল উদ্দিন, সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর, জামাল অ্যান্ড কোম্পানি-এর সাইড ইঞ্জিনিয়ার আবদুর রাজ্জাক, ক্রেনচালক মো. সাদেক, জামাল অ্যান্ড কোম্পানি-এর অজ্ঞাত ম্যানেজার ও সাব-কন্ট্রাক্টর দুজনকে আসামি করে মামলা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত