নিজস্ব প্রতিবেদক, সিলেট থেকে
সিলেট সিটি করপোরেশনে (সিসিক) ভোট শুরু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে নগরীর ৪২ ওয়ার্ডের ১৯০টি কেন্দ্রে এই ভোট শুরু হয়। নগরীর শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসায় সকাল সাড়ে ৮টার সময় ভোট দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী নজরুল ইসলাম বাবুল ভোট দিয়েছেন আনন্দ নিকেতন কেন্দ্রে।
জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে নারী ও পুরুষ ভোটারদের উপস্থিতি ছিল। সাংবাদিকদের উপস্থিতিও ছিল অনেক বেশি। অন্যদিকে আনন্দ নিকেতন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি চোখে পড়েনি। সেখানে সাংবাদিকদের অনেক ভিড় দেখা গেছে।
সকাল ৯টা ২০ মিনিটের সময় আনন্দ নিকেতন কেন্দ্রের আনসার সদস্য আবুল কালাম বলেন, এখনো ভোটার আসা শুরু হয়নি। দুই-একজন এসে ভোট দিয়ে চলে যাচ্ছেন।
বৃষ্টি না থাকায় নগরীর ভোটকেন্দ্রগুলোতে ভোটারের আনাগোনা দেখা গেছে। গত কয়েক দিন টানা বৃষ্টি থাকায় ভোটসংশ্লিষ্ট অনেকে ভোটার উপস্থিতি কম হওয়ার আশঙ্কা করেছিলেন।
নির্বাচনে এবার আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থীসহ মোট আটজন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা মাহমুদুল হাসান (হাতপাখা) নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়ায় মাঠে রয়েছেন সাতজন প্রার্থী। অন্যরা হলেন জাকের পার্টির মো. জহিরুল আলম (গোলাপ ফুল) এবং স্বতন্ত্র মো. আবদুল হানিফ কুটু (ঘোড়া), মো. শাহ জামান মিয়া (বাস), মো. ছালাহ উদ্দিন রিমন (ক্রিকেট ব্যাট) ও মোশতাক আহমেদ রউফ মোস্তফা (হরিণ প্রতীক)।
সিসিক নির্বাচনে নগরীর ৪২টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৭২ জন ও ১৪টি সংরক্ষিত ওয়ার্ডে ৮৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সিলেট সিটি করপোরেশনে (সিসিক) ভোট শুরু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে নগরীর ৪২ ওয়ার্ডের ১৯০টি কেন্দ্রে এই ভোট শুরু হয়। নগরীর শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসায় সকাল সাড়ে ৮টার সময় ভোট দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী নজরুল ইসলাম বাবুল ভোট দিয়েছেন আনন্দ নিকেতন কেন্দ্রে।
জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে নারী ও পুরুষ ভোটারদের উপস্থিতি ছিল। সাংবাদিকদের উপস্থিতিও ছিল অনেক বেশি। অন্যদিকে আনন্দ নিকেতন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি চোখে পড়েনি। সেখানে সাংবাদিকদের অনেক ভিড় দেখা গেছে।
সকাল ৯টা ২০ মিনিটের সময় আনন্দ নিকেতন কেন্দ্রের আনসার সদস্য আবুল কালাম বলেন, এখনো ভোটার আসা শুরু হয়নি। দুই-একজন এসে ভোট দিয়ে চলে যাচ্ছেন।
বৃষ্টি না থাকায় নগরীর ভোটকেন্দ্রগুলোতে ভোটারের আনাগোনা দেখা গেছে। গত কয়েক দিন টানা বৃষ্টি থাকায় ভোটসংশ্লিষ্ট অনেকে ভোটার উপস্থিতি কম হওয়ার আশঙ্কা করেছিলেন।
নির্বাচনে এবার আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থীসহ মোট আটজন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা মাহমুদুল হাসান (হাতপাখা) নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়ায় মাঠে রয়েছেন সাতজন প্রার্থী। অন্যরা হলেন জাকের পার্টির মো. জহিরুল আলম (গোলাপ ফুল) এবং স্বতন্ত্র মো. আবদুল হানিফ কুটু (ঘোড়া), মো. শাহ জামান মিয়া (বাস), মো. ছালাহ উদ্দিন রিমন (ক্রিকেট ব্যাট) ও মোশতাক আহমেদ রউফ মোস্তফা (হরিণ প্রতীক)।
সিসিক নির্বাচনে নগরীর ৪২টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৭২ জন ও ১৪টি সংরক্ষিত ওয়ার্ডে ৮৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নতুন এমপিওভুক্তির জন্য সম্প্রতি ১৫২টি আবেদন পড়েছে। এগুলো প্রথমে পরিচালক মোহা. আছাদুজ্জামানের কাছে দাখিল হয়। এর মধ্যে ত্রুটিপূর্ণ ৪৭টি ফাইল প্রথমেই বাতিল হয়। এরপর পরিচালক আছাদুজ্জামান ১০৫টি ফাইল সহকারী পরিচালক আলমাস উদ্দিনের কাছে পাঠান। আলমাস উদ্দিন এসব ফাইল দেখে ডিডি আলমগীর কবিরের কাছে পাঠিয়েছেন,
১ মিনিট আগেমানিকগঞ্জের সিঙ্গাইরে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় থানায় অভিযোগ করেন স্বজনেরা। এতে ক্ষিপ্ত হয়ে ওই ছাত্রীর নানাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের রায়দক্ষিণ গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আজগর আলী (৬০) রায়দক্ষিণ গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি এলাকায়
১৬ মিনিট আগেরাজধানীর উত্তরায় এক যুবককে প্রাইভেটকারে তুলে অপহরণের ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর প্রাইভেটকারসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন—মো. হাসানুজ্জামান শাওন (৩৬) ও মো. আমির হোসেন (৩২)। দুজনকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
১৭ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর গুলশানে ভ্যানচালক জব্বার আলী হাওলাদারকে হত্যাচেষ্টা মামলায় ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহ এই রিমান্ড মঞ্জুর করেন।
৩২ মিনিট আগে