সিলেট প্রতিনিধি
সিলেট সীমান্ত দিয়ে ৭০ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আজ বৃহস্পতিবার ভোরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশ ইন করে বিএসএফ। যাদের মধ্যে ২২ জন পুরুষ, ১৮ জন মহিলা ও ৩০টি শিশু রয়েছে। এর মধ্যে ৪৩ জনের বাড়ি কুড়িগ্রাম ও ২৭ জনের বাড়ি লালমনিরহাট জেলায়।
বিজিবি জানায়, সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীনস্থ নোয়াকোট, কালাইরাগ, শ্রীপুর ও মিনাটিলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে ২ ও ৪ ব্যাটালিয়ন বিএসএফ কর্তৃক মোট ৭০ জনকে পুশ ইন করে এবং সবাইকেই বিজিবির টহল দল আটক করে। প্রাথমিক তথ্য অনুযায়ী পুশ ইন করা সবাই বাংলাদেশি নাগরিক, যাঁরা ইতিপূর্বে অবৈধভাবে বিভিন্ন সময়ে ভারতে গমন করে।
আটক ব্যক্তিদের মধ্যে সিলেট জেলার অন্তর্গত ৫৩ জন ও সুনামগঞ্জ জেলার অন্তর্গত সীমান্ত দিয়ে ১৭ জনকে বাংলাদেশে পুশ ইন করা হয়। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ থেকে দুটি পরিবারের চার পুরুষ, তিন নারী, ছয় শিশুসহ মোট ১৩ জনকে আটক করা হয়। যাদের বাড়ি কুড়িগ্রাম জেলায়।
জৈন্তাপুরের মোকামপুঞ্জি নামক স্থান থেকে দুটি পরিবারের চার পুরুষ, চার নারী, ৯ শিশুসহ মোট ১৭ জনকে আটক করা হয়। যার সাতজন কুড়িগ্রাম জেলার ও লালমনিরহাট জেলার ১০ জন। একই উপজেলার কেন্দ্রি নামক স্থান থেকে চারটি পরিবারের ৯ পুরুষ, সাত নারী, সাত শিশুসহ মোট ২৩ জনকে আটক করা হয়। যাদের সবার বাড়ি কুড়িগ্রাম জেলায়।
এদিকে সুনামগঞ্জের ছাতক উপজেলার ছনবাড়ী নামক স্থান থেকে চারটি পরিবারের পাঁচ পুরুষ, চার নারী, আট শিশুসহ মোট ১৭ জনকে আটক করা হয়। যাদের বাড়ি লালমনিরহাট জেলায়।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক। তিনি জানান, বিএসএফ মধ্যরাতে তাদের পুশ ইন করলে বিজিবি সংশ্লিষ্ট ওই চারটি স্থান থেকে তাদের আটক করে। তারা আগে থেকেই ভারতে থাকত। তাদের বাড়ি কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলায়। তাদের সংশ্লিষ্ট থানায় পাঠানো হচ্ছে।
সিলেট সীমান্ত দিয়ে ৭০ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আজ বৃহস্পতিবার ভোরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশ ইন করে বিএসএফ। যাদের মধ্যে ২২ জন পুরুষ, ১৮ জন মহিলা ও ৩০টি শিশু রয়েছে। এর মধ্যে ৪৩ জনের বাড়ি কুড়িগ্রাম ও ২৭ জনের বাড়ি লালমনিরহাট জেলায়।
বিজিবি জানায়, সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীনস্থ নোয়াকোট, কালাইরাগ, শ্রীপুর ও মিনাটিলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে ২ ও ৪ ব্যাটালিয়ন বিএসএফ কর্তৃক মোট ৭০ জনকে পুশ ইন করে এবং সবাইকেই বিজিবির টহল দল আটক করে। প্রাথমিক তথ্য অনুযায়ী পুশ ইন করা সবাই বাংলাদেশি নাগরিক, যাঁরা ইতিপূর্বে অবৈধভাবে বিভিন্ন সময়ে ভারতে গমন করে।
আটক ব্যক্তিদের মধ্যে সিলেট জেলার অন্তর্গত ৫৩ জন ও সুনামগঞ্জ জেলার অন্তর্গত সীমান্ত দিয়ে ১৭ জনকে বাংলাদেশে পুশ ইন করা হয়। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ থেকে দুটি পরিবারের চার পুরুষ, তিন নারী, ছয় শিশুসহ মোট ১৩ জনকে আটক করা হয়। যাদের বাড়ি কুড়িগ্রাম জেলায়।
জৈন্তাপুরের মোকামপুঞ্জি নামক স্থান থেকে দুটি পরিবারের চার পুরুষ, চার নারী, ৯ শিশুসহ মোট ১৭ জনকে আটক করা হয়। যার সাতজন কুড়িগ্রাম জেলার ও লালমনিরহাট জেলার ১০ জন। একই উপজেলার কেন্দ্রি নামক স্থান থেকে চারটি পরিবারের ৯ পুরুষ, সাত নারী, সাত শিশুসহ মোট ২৩ জনকে আটক করা হয়। যাদের সবার বাড়ি কুড়িগ্রাম জেলায়।
এদিকে সুনামগঞ্জের ছাতক উপজেলার ছনবাড়ী নামক স্থান থেকে চারটি পরিবারের পাঁচ পুরুষ, চার নারী, আট শিশুসহ মোট ১৭ জনকে আটক করা হয়। যাদের বাড়ি লালমনিরহাট জেলায়।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক। তিনি জানান, বিএসএফ মধ্যরাতে তাদের পুশ ইন করলে বিজিবি সংশ্লিষ্ট ওই চারটি স্থান থেকে তাদের আটক করে। তারা আগে থেকেই ভারতে থাকত। তাদের বাড়ি কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলায়। তাদের সংশ্লিষ্ট থানায় পাঠানো হচ্ছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শিবগঞ্জ-বেগমপুর সড়কের সংস্কারকাজ গত ১০ বছরেও শেষ হয়নি। বিগত সরকারের শাসনামলে সড়কের সংস্কারকাজ একাধিকবার শুরু হলেও শেষ আর হয়নি। সর্বশেষ গত বছরের অক্টোবর মাসে সড়কের দুই কিলোমিটার অংশে সংস্কারকাজ শুরু হয়, কিন্তু আংশিক কাজ করে চলে যায় ঠিকাদার।
১ ঘণ্টা আগেঢাকা থেকে পাটুরিয়া ফেরিঘাটে যাওয়ার পথে গাবতলী পার হলেই চোখে পড়ে প্লাস্টিক, পচা খাবার আর নানা রকম বর্জ্যের স্তূপ। সাভারের আমিনবাজার পাওয়ার গ্রিড সাবস্টেশনের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের একপাশের কয়েক শ ফুটজুড়ে ছড়িয়ে থাকা ওই আবর্জনার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধ এলাকার পরিবেশ দূষিত করছে।
১ ঘণ্টা আগেগাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে মো. মারুফ হাসান মিরাজ (১৯) নামের এক কলেজশিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। মো. মারুফ হাসান মিরাজ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র গ্রামের মো. ফুল মিয়ার ছেলে।
৫ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় কনসার্ট চলাকালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়েছেন অন্তত তিনজন। তবে পুলিশ বলছে, স্লোগান দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। কনসার্টে যাওয়া উচ্ছৃঙ্খল কয়েকজন যুবক ভাঙচুর করায় পুলিশ অ্যাকশনে গেছে।
৫ ঘণ্টা আগে