Ajker Patrika

সিলেটে অটোরিকশা-পিকআপ-প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২ 

সিলেট প্রতিনিধি
আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৮: ৪৯
সিলেটে অটোরিকশা-পিকআপ-প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২ 

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা, পিকআপ ও প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষে নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

আজ বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ সুরমার লালাবাজার এলাকার ভরাউটের রাস্তার মুখের সিলেট-ঢাকা মহাসড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দলইরগাঁওয়ের সোনা মিয়ার স্ত্রী নাজমা বেগম (৪৩) ও অটোরিকশাচালক বিশ্বনাথের পীরেরবাজার বর্ণী গ্রামের ধনাই মিয়ার ছেলে মনসুর আলী (২৭)।

সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান আজকের পত্রিকাকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট থেকে ছেড়ে যাওয়া নিবন্ধনহীন অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ও প্রাইভেট কারের সংঘর্ষ হয়। এতে চালক ও তাঁর পাঁচ যাত্রী আহত হন। এর মধ্যে নাজমা বেগম ও মনসুর আলীর অবস্থা আশঙ্কাজনক ছিল। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পরে নাজমা ও মনসুর মারা যান।

নাজমা বেগমের স্বামী সোনা মিয়া জানান, বাড়ি কোম্পানীগঞ্জ হলেও তাঁরা বিশ্বনাথে বসবাস করেন। তাঁর স্ত্রী অসুস্থ থাকায় সিলেটে ডাক্তার দেখিয়ে অটোরিকশায় বিশ্বনাথ যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এ সময় তাঁর স্ত্রী মারা যান।

ওসি জানান, সড়ক দুর্ঘটনায় দুজন মারা গেছেন। আহত হয়েছেন আরও তিনজন। লাশ দুটি ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে তাঁদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত