Ajker Patrika

শাবির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৪ দিনের রিমান্ডে ২ শিক্ষার্থী

সিলেট প্রতিনিধি
আপডেট : ২৩ জুন ২০২৫, ১৫: ২৭
সংঘবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেপ্তার দুই শিক্ষার্থীকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। ফাইল ছবি
সংঘবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেপ্তার দুই শিক্ষার্থীকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। ফাইল ছবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেপ্তার দুই শিক্ষার্থীকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার (২৩ জুন) দুপুরে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. হারুন-অর-রশিদ এ রিমান্ড আদেশ দেন। রিমান্ড শুনানির সময় অভিযুক্ত দুই শিক্ষার্থী শান্ত তারা আদনান ও স্বাগত দাস পার্থ আদালতে উপস্থিত ছিলেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. আহসান হাবিব দুই শিক্ষার্থীর পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করে শাবিপ্রবির আইন উপদেষ্টা অ্যাডভোকেট মো. তাজ উদ্দিন জানান, আদালতে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হলেও চার দিন মঞ্জুর করা হয়েছে।

অভিযুক্ত শান্ত তারা আদনান ও স্বাগত দাস পার্থ উভয়েই বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের (২০২১-২২ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী। শান্ত ছাত্রলীগের নিষিদ্ধঘোষিত অংশের সক্রিয় কর্মী ছিলেন। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার মামলাসহ ক্যাম্পাসে বিশৃঙ্খলা, সাধারণ শিক্ষার্থীদের হয়রানিসহ তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। অপরদিকে স্বাগত দাস পার্থ বিশ্ববিদ্যালয়ের নাট্যসংগঠন ‘দিক থিয়েটার’-এর কোষাধ্যক্ষ।

ভুক্তভোগী ছাত্রী অভিযোগ করেছেন, ঈদের আগের রাতে সিলেটের রিকাবীবাজারে একটি কনসার্টে যাওয়ার আগে তাঁকে অচেতন করে ধর্ষণ করা হয়। অভিযুক্ত ব্যক্তিরা সেই ঘটনা ভিডিও করে নিয়মিত ব্ল্যাকমেল করছিলেন বলেও অভিযোগপত্রে উল্লেখ করেন তিনি।

ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে ১৯ জুন রাতে শান্ত ও স্বাগতকে আটক করে পুলিশ। পরদিন ভুক্তভোগী ছাত্রী সিলেট কোতোয়ালি থানায় তাঁদের দুজন এবং অজ্ঞাতনামা আরও তিনজনসহ মোট পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত