নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেট সিটির সদ্য সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর বাসভবনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টায় নগরীর কুমারপাড়া সাবেক মেয়রের বাসভবনে ঘটনাটি ঘটেছে বলে জানান সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর-গণমাধ্যম) আজবাহার আলী শেখ।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘তিনটি ককটেল ছুড়লে দুটি বিস্ফোরণ হয়। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দুষ্কৃতকারীদের শনাক্তের চেষ্টা করছি।’
সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘ব্যক্তিগত কাজে আমি খামারে ছিলাম, রাত সাড়ে ৮টার দিকে আমার স্ত্রী ফোন করে জানায়, বাসায় ককটেল চার্জ করা হয়েছে। পরে আমি বাসায় এসেছি। বাসার সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে পরপর তিনটি ককটেল গেটে চার্জ করছে তিন যুবক। দুটি বিস্ফোরণ হয়। হামলাকারী একজনকে ভিডিও করতেও দেখা গেছে।’
তিনি বলেন, ‘এ ঘটনার খবর পেয়ে প্রশাসনের লোকজন বাসায় এসে ফুটেজ সংগ্রহ করেছেন। আমার বাসায় যদি এটা হয় তাহলে দেশের মানুষের কি হবে। আমি নিরাপত্তাহীনতায় রয়েছি। সম্প্রীতির শহরে এসব বিষয় কাম্য নয়। ধর্মীয় ও রাজনৈতিক সম্প্রীতির শহরে এসব বিষয় ছিল না। শুনেছি ঢাকায় মির্জা আব্বাস ও যশোর শহরে বিএনপি নেতার বাসায় ককটেল বিস্ফোরণ হয়েছে।’
সাবেক মেয়র আরও বলেন, ‘তাৎক্ষণিকভাবে কারা কেন এই ঘটনা ঘটিয়েছে বুঝতেছি না। তবে তাদের আক্রমণের ধরন দেখে মনে হচ্ছে, তারা প্রশিক্ষিত এবং তাদের অ্যাসাইনমেন্ট দিয়ে পাঠানো হয়েছে।’
সিলেট সিটির সদ্য সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর বাসভবনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টায় নগরীর কুমারপাড়া সাবেক মেয়রের বাসভবনে ঘটনাটি ঘটেছে বলে জানান সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর-গণমাধ্যম) আজবাহার আলী শেখ।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘তিনটি ককটেল ছুড়লে দুটি বিস্ফোরণ হয়। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দুষ্কৃতকারীদের শনাক্তের চেষ্টা করছি।’
সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘ব্যক্তিগত কাজে আমি খামারে ছিলাম, রাত সাড়ে ৮টার দিকে আমার স্ত্রী ফোন করে জানায়, বাসায় ককটেল চার্জ করা হয়েছে। পরে আমি বাসায় এসেছি। বাসার সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে পরপর তিনটি ককটেল গেটে চার্জ করছে তিন যুবক। দুটি বিস্ফোরণ হয়। হামলাকারী একজনকে ভিডিও করতেও দেখা গেছে।’
তিনি বলেন, ‘এ ঘটনার খবর পেয়ে প্রশাসনের লোকজন বাসায় এসে ফুটেজ সংগ্রহ করেছেন। আমার বাসায় যদি এটা হয় তাহলে দেশের মানুষের কি হবে। আমি নিরাপত্তাহীনতায় রয়েছি। সম্প্রীতির শহরে এসব বিষয় কাম্য নয়। ধর্মীয় ও রাজনৈতিক সম্প্রীতির শহরে এসব বিষয় ছিল না। শুনেছি ঢাকায় মির্জা আব্বাস ও যশোর শহরে বিএনপি নেতার বাসায় ককটেল বিস্ফোরণ হয়েছে।’
সাবেক মেয়র আরও বলেন, ‘তাৎক্ষণিকভাবে কারা কেন এই ঘটনা ঘটিয়েছে বুঝতেছি না। তবে তাদের আক্রমণের ধরন দেখে মনে হচ্ছে, তারা প্রশিক্ষিত এবং তাদের অ্যাসাইনমেন্ট দিয়ে পাঠানো হয়েছে।’
আজ সোমবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গের এক কোণে বসে অঝোরে কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিলেন বালা দাস। তিনি নগরীতে পিকআপ ভ্যান দুর্ঘটনায় নিহত অজিত দাসের স্ত্রী। আজ সোমবার ভোরে নগরীর সিটি গেট এলাকায় থেমে থাকা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে নিয়ন্ত্রণ হারানো একটি পিকআপের সংঘর্ষ ঘটে।
১১ মিনিট আগেভোলাগঞ্জের সাদাপাথর লুটের ঘটনায় সিলেটের জেলা প্রশাসককে (ডিসি) সরানোর পর এবার কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহারকে বদলি করা হয়েছে। আজ সোমবার সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
১৯ মিনিট আগেদিনাজপুরের খানসামা উপজেলার একমাত্র চর মাঝিয়ালির বাসিন্দারা চলাচলের জন্য অবশেষে একটি নৌকা পেয়েছেন। আজ সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চরবাসীদের হাতে নৌকা বুঝিয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার।
২৭ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। প্রথম দিন আজ সোমবার ৪৭ জন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ ছাড়া হল সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৮৬ শিক্ষার্থী। সন্ধ্যায় জাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব...
৩৯ মিনিট আগে