Ajker Patrika

সিলেটে তল্লাশি চৌকিতে বেপরোয়া বাস, পুলিশের ডিসিসহ ৬ জন আহত

নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটে তল্লাশি চৌকিতে বেপরোয়া বাস, পুলিশের ডিসিসহ ৬ জন আহত

সিলেটে সড়কে বিশেষ অভিযান পরিচালনা করার সময় বেপরোয়া বাসের চাপায় পুলিশের ডিসিসহ ছয়জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে সিলেট-সুনামগঞ্জ সড়কের তেমুখী এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় বাসচালক পালিয়ে গেলেও বাসসহ চালকের সহকারীকে আটক করা হয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপকমিশনার (ডিসি নর্থ) অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখ, অতিরিক্ত উপকমিশনার সাদেক কাওসার দস্তগীর, এয়ারপোর্ট থানার সহকারী কমিশনার (এসি) জহুরুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুনু মিয়া, উপপরিদর্শক (এএসআই) রেজাউল করিম ও গাড়িচালক নায়েক হাবিবুর রহমান।

পুলিশের গাড়িকে ধাক্কা দেওয়া বাস। ছবি: সংগৃহীতবিষয়টি নিশ্চিত করে এসএমপি কমিশনার জাকির হোসেন খান আজকের পত্রিকাকে বলেন, ‘ভোরে চাঁদাবাজিসহ বিভিন্ন মামলার আসামিদের ধরতে ডিসির নেতৃত্বে বিশেষ অভিযান চলছিল। সিলেট-সুনামগঞ্জের আঞ্চলিক মহাসড়কের তেমুখী সড়কে চৌকি বসিয়ে গাড়ি তল্লাশি করা হচ্ছিল। এ সময় সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা রিয়েল কোচ নামের বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ কর্মকর্তাদের চাপা দেয়। তাতে ঊর্ধ্বতন তিন কর্মকর্তাসহ ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। বাসের ধাক্কায় পুলিশের গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।’

আহত চারজনের অবস্থা গুরুতর জানিয়ে এসএমপি কমিশনার বলেন, ‘ডিসি আজবাহারকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁকে ডাক্তাররা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। ওসি নুনু মিয়ার পায়ে আঘাত লেগেছে। তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হচ্ছে। এএসআই রেজাউল করিমের কানের কাছে মাথায় লেগেছে। তাঁর অস্ত্রোপচার হয়েছে। গাড়িচালক নায়েক হাবিবুর রহমানেরও পায়ে গুরুতর আঘাত রয়েছে। বাকি দুজনের তেমন কোনো ক্ষতি হয়নি।’

জাকির হোসেন খান আরও বলেন, ঘটনার পর চালক পালিয়ে গেলেও বাসসহ চালকের সহকারীকে আটক করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত