বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের তিন নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে আরও দুজনকে কারণ দর্শাতে (শোকজ) বলা হয়েছে।
গতকাল রোববার রাতে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, আগামী ১৭ জুলাই উপজেলার পাঁচ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন হতে যাচ্ছে। সেই নির্বাচনে দল মনোনীত চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী হয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ গঠনতন্ত্র অমান্য করায় জেলা আওয়ামী লীগের পরামর্শে তিন নেতাকে বহিষ্কার করা হয়।
এ ছাড়া দল মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রকাশ্যে অন্য প্রার্থীদের পক্ষে সভা-সমাবেশে ভোট চাওয়া এবং প্রচার-প্রচারণায় অংশ নিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ গঠনতন্ত্র লঙ্ঘন করায় আরও দুই নেতাকে শোকজ করা হয়।
দল থেকে সাময়িকভাবে বহিষ্কৃত নেতারা হলেন উপজেলার রামপাশা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান; স্বতন্ত্র প্রার্থী, উপজেলার রামপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য ইমাম উদ্দিন; উপজেলার দেওকলস ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ফখরুল আহমদ মহসিন।
এদিকে শোকজ করা নেতারা হলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান লিলু।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমেদ আজকের পত্রিকাকে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্র অমান্য করায় জেলা আওয়ামী লীগের পরামর্শে তাঁদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এটা দলীয় সভানেত্রীরই নির্দেশ।
সিলেটের বিশ্বনাথ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের তিন নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে আরও দুজনকে কারণ দর্শাতে (শোকজ) বলা হয়েছে।
গতকাল রোববার রাতে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, আগামী ১৭ জুলাই উপজেলার পাঁচ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন হতে যাচ্ছে। সেই নির্বাচনে দল মনোনীত চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী হয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ গঠনতন্ত্র অমান্য করায় জেলা আওয়ামী লীগের পরামর্শে তিন নেতাকে বহিষ্কার করা হয়।
এ ছাড়া দল মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রকাশ্যে অন্য প্রার্থীদের পক্ষে সভা-সমাবেশে ভোট চাওয়া এবং প্রচার-প্রচারণায় অংশ নিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ গঠনতন্ত্র লঙ্ঘন করায় আরও দুই নেতাকে শোকজ করা হয়।
দল থেকে সাময়িকভাবে বহিষ্কৃত নেতারা হলেন উপজেলার রামপাশা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান; স্বতন্ত্র প্রার্থী, উপজেলার রামপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য ইমাম উদ্দিন; উপজেলার দেওকলস ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ফখরুল আহমদ মহসিন।
এদিকে শোকজ করা নেতারা হলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান লিলু।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমেদ আজকের পত্রিকাকে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্র অমান্য করায় জেলা আওয়ামী লীগের পরামর্শে তাঁদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এটা দলীয় সভানেত্রীরই নির্দেশ।
রাজশাহীতে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে পদ্মার পানি। ফুলে-ফেঁপে ওঠা পদ্মার পানি বিভাগীয় এই শহরের বিপৎসীমা থেকে মাত্র ৭৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই অবস্থায় শহরের টি-বাঁধে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সরিয়ে নিতে বলা হয়েছে দোকানপাট।
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে খুলনায় রাষ্ট্রদ্রোহের মামলা করেছে ডিবি পুলিশ। সোমবার (১১ আগস্ট) দুপুরে খুলনার সোনাডাঙ্গা থানায় মামলাটি করেন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই বিধান চন্দ্র রায়।
২ ঘণ্টা আগের্যাব মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান বলেছেন, ‘আমরা এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে কাজ করছি। র্যাব বিলুপ্ত হবে কি না এ নিয়ে চিন্তাভাবনা করছি না। এটি সরকার দেখবে।’
২ ঘণ্টা আগেসিলেটের এমসি কলেজ ছাত্রদলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন খান মোহাম্মদ সামি এবং সাধারণ সম্পাদক হয়েছেন জুনেদুর রহমান জুনেদ। সোমবার কলেজ অডিটরিয়ামে দীর্ঘ ২১ বছর পর কাউন্সিলের মাধ্যমে ভোটারদের সরাসরি ভোটে তাঁরা নির্বাচিত হন। পরে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
৩ ঘণ্টা আগে