Ajker Patrika

৫ মামলায় রাতে গ্রেপ্তার হয়ে দুপুরে জামিন শ্রমিকনেতার, শহরে আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক, সিলেট  
জামিনে মুক্তির পর জাকারিয়া আহমদকে নিয়ে শ্রমিকদের আনন্দ মিছিল। ছবি: আজকের পত্রিকা
জামিনে মুক্তির পর জাকারিয়া আহমদকে নিয়ে শ্রমিকদের আনন্দ মিছিল। ছবি: আজকের পত্রিকা

ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগসহ পাঁচ মামলায় গতকাল সোমবার রাতে গ্রেপ্তার হয়ে আজ মঙ্গলবার দুপুরে জামিন পেয়েছেন সিলেট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকারিয়া আহমদ। পরে শ্রমিকেরা তাঁকে নিয়ে নগরে আনন্দ মিছিল বের করেন।

জাকারিয়া মঙ্গলবার সিলেট মহানগর ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিনে মুক্তি পান। এর আগে সোমবার রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখা তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁকে এসএমপির কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম। তিনি জানান, জাকারিয়ার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। তাঁকে সোমবার রাতে গোয়েন্দা পুলিশ নগরের মদিনা মার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করে। মঙ্গলবার সকালে তাঁকে সিলেট মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। পরে বিচারক জামিন মঞ্জুর করলে আদালতের সব প্রক্রিয়া সম্পন্ন করে তিনি মুক্তি লাভ করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, জাকারিয়ার বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হামলার অভিযোগ রয়েছে। এই অভিযোগে এসএমপির বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা আছে। এ ছাড়া শ্রমিক ইউনিয়নের সভাপতি থাকার সুবাদে তাঁর বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে দাপট দেখিয়ে শ্রমিকদের ব্যবহার করে কোনো কারণ ছাড়াই সড়ক অবরোধ করে জনভোগান্তির সৃষ্টি করতেন বলেও অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত