সিলেট প্রতিনিধি
সিলেটের জকিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে কুপিয়ে আহতের দুদিন পর রুবেল আহমদ (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোরে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এর আগে, গত শনিবার রাত সাড়ে আটটার দিকে পূর্ব বিরোধের জেরে তাঁকে কুপিয়ে জখম করা হয়। তালতো ভাই সাজু আহমদের (২৩) বিরুদ্ধে তাঁকে জখমের অভিযোগ উঠে। সাজু উপজেলার সদর ইউনিয়নের কান্দিগ্রামের ফুরু মিয়ার ছেলে।
নিহত রুবেল আহমদ জুবেল (৩৮) ধানচাল ব্যবসায়ী। তিনি পৌর এলাকার গন্ধদত্ত গ্রামের হারই মিয়ার ছেলে ও পৌরশহরের পুরোনো লঞ্চঘাট রোডের একটি দোকানে ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
স্বজনদের বরাতে পুলিশ জানায়, গত মাসে রুবেলের চাচাতো বোনের একটি ছেলে সন্তানের মৃত্যু হয় তাদের বাড়িতে। ওই শিশুর বাবা প্রবাসে থাকেন। তখন তার লাশ দাফন নিয়ে দুই পরিবারের মধ্যে কথা–কাটাকাটি হয়। পরে শিশুটির মায়ের বাড়িতে তাকে দাফন করা হয়। এ নিয়ে তাদের দুই পরিবারের মধ্যে একটা মনোমালিন্য চলছিল। যার ক্ষোভে গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে সাজু বাটালি দিয়ে জুবেলকে উপর্যুপরি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহত রুবেলকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় জুবেলের ভাই আব্দুল করিম জকিগঞ্জ থানায় মামলা করেন।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ। তিনি জানান, লাশ সিলেট এমএজি ওসমানীতে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় অভিযুক্ত ওই সাজুকে আসামি করে মামলা করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সিলেটের জকিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে কুপিয়ে আহতের দুদিন পর রুবেল আহমদ (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোরে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এর আগে, গত শনিবার রাত সাড়ে আটটার দিকে পূর্ব বিরোধের জেরে তাঁকে কুপিয়ে জখম করা হয়। তালতো ভাই সাজু আহমদের (২৩) বিরুদ্ধে তাঁকে জখমের অভিযোগ উঠে। সাজু উপজেলার সদর ইউনিয়নের কান্দিগ্রামের ফুরু মিয়ার ছেলে।
নিহত রুবেল আহমদ জুবেল (৩৮) ধানচাল ব্যবসায়ী। তিনি পৌর এলাকার গন্ধদত্ত গ্রামের হারই মিয়ার ছেলে ও পৌরশহরের পুরোনো লঞ্চঘাট রোডের একটি দোকানে ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
স্বজনদের বরাতে পুলিশ জানায়, গত মাসে রুবেলের চাচাতো বোনের একটি ছেলে সন্তানের মৃত্যু হয় তাদের বাড়িতে। ওই শিশুর বাবা প্রবাসে থাকেন। তখন তার লাশ দাফন নিয়ে দুই পরিবারের মধ্যে কথা–কাটাকাটি হয়। পরে শিশুটির মায়ের বাড়িতে তাকে দাফন করা হয়। এ নিয়ে তাদের দুই পরিবারের মধ্যে একটা মনোমালিন্য চলছিল। যার ক্ষোভে গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে সাজু বাটালি দিয়ে জুবেলকে উপর্যুপরি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহত রুবেলকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় জুবেলের ভাই আব্দুল করিম জকিগঞ্জ থানায় মামলা করেন।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ। তিনি জানান, লাশ সিলেট এমএজি ওসমানীতে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় অভিযুক্ত ওই সাজুকে আসামি করে মামলা করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গাজীপুরের শ্রীপুরে ঘুমন্ত মাদকাসক্ত ছেলেকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যার পর থানায় এসে বৃদ্ধ বাবা আত্মসমর্পণ করেছেন। মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন বৃদ্ধ বাবা। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল।
৩ মিনিট আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে অবস্থিত তৈরি পোশাক কারখানা এম এম নিটওয়্যার ও মামুন নিটওয়্যার লিমিটেড শ্রমিক বিক্ষোভের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ বুধবার সকাল ৮টায় শ্রমিকেরা কারখানার গেটে টানানো বন্ধ ঘোষণার নোটিশ দেখতে পান। নোটিশ দেখার পর শ্রমিকদের মধ্যে চাপা উত্তেজনা...
৪০ মিনিট আগেকারও হাতে খাতা, কারও বইয়ের ভাঁজে গুঁজে রাখা কলম। হঠাৎ হাওয়ার ঝাপটা এসে উড়িয়ে দেয় কাগজ। মাথায় হাত দিয়ে ধরে রাখতে হয় বই। শিক্ষক একটু থেমে যান। শব্দ থেমে যায়। কয়েক সেকেন্ড পরে আবারও
১ ঘণ্টা আগে২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে পয়লা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলার ঘটনা ঘটে। ওই হামলায় ঘটনাস্থলেই নয়জন নিহত হন। হাসপাতালে মারা যান আরও একজন। রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলায় ২০১৪ সালের ২৩ জুন রায় দেন বিচারিক আদালত। রায়ে মুফতি হান্নানসহ আটজনের মৃত্যুদণ্ড এবং ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড
১ ঘণ্টা আগে