Ajker Patrika

সিলেটে ২১ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ২ 

সিলেট প্রতিনিধি
সিলেটে ২১ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ২ 

সিলেটের ২১ বোতল ভারতীয় মদসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে সিলেটের বড়শালার ফরিদাবাদ আবাসিক এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বুধবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার ভবেরচর (বড়কান্দি) গ্রামের আব্দুল আলীর ছেলে মাজাহারুল ইসলাম (৩০) ও ঢাকা জেলার দক্ষিণ খান থানার উজানপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে শাহীন ইসলাম আল আমিন (২২)।

পুলিশ জানায়, সিলেটের এয়ারপোর্ট থানাধীন বড়শালার ফরিদাবাদ আবাসিক এলাকার প্রবেশ মুখে কোম্পানীগঞ্জ থেকে সিলেটগামী পাকা রাস্তার ওপর চেকপোস্ট স্থাপন করে তাদের দুজনকে তল্লাশি করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ২১ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। যার বাজারমূল্য ৪৫ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, তাঁদের কাছ থেকে ২১ বোতল বিদেশি মদ জব্দ করে পুলিশ। পরে তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত