সিলেট প্রতিনিধি
সিলেটের কোম্পানীগঞ্জে শিক্ষার্থীদের নামে উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আক্তার হোসেনের কাছে ৫০০০ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে। গতকাল সোমবার এ টাকা দাবি করা হয় বলে জানান ভুক্তভোগী। তবে অভিযুক্ত ব্যক্তি অভিযাগ অস্বীকার করেছেন।
জানা যায়, সোমবার রাতে উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক আব্দুল হক উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আক্তার হোসেনের মোবাইল ফোনে কল দেন। ওই সময় তিনি তাঁকে বলেন, বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-জনতা বিভিন্ন সরকারি অফিসে গিয়ে দুর্নীতির বিষয় খতিয়ে দেখছে এবং নিয়মিত অভিযান চালাচ্ছেন।
তাঁরা আপনার অফিসেও আসবে। এখন তাঁদের কিছু টাকা দিয়ে দিলে তাঁরা আর আপনাকে ডিস্টার্ব করবে না। তখন তাঁর কাছে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করে হোয়াটসঅ্যাপে বিকাশ নম্বর দেন আব্দুল হক।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক আব্দুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘না ভাই এ ধরনের কিছু নয়। আমি তো কাউকে ফোন দিছি না। আমি কখনো এ রকমভাবে কাউকে ফোন দেই না। আর আমার এ রকম কোনো রেকর্ডও নাই।’
বৈষম্যবিরোধী আন্দোলন কোম্পানীগঞ্জের অন্যতম সমন্বয়ক খালেকুজ্জামান বলেন, ‘আমাদের নাম ভাঙিয়ে অনেকে বিভিন্ন ফায়দা লুটতে চাইতেছে। আমি এটা আধা ঘণ্টা আগে জেনেছি। আমরা এ ব্যাপারে ইউএনওর সঙ্গে কথা বলব। আমরা দেশের স্বার্থে কাজ করছি। আমাদের কেউই এ রকম ঘৃণ্য কাজের সঙ্গে জড়িত না। কেউ এ রকম কিছু দাবি করলে জানানোর অনুরোধ রইল।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবিদা সুলতানা বলেন, ‘আমার একজন অফিসার ফোনে জানিয়েছেন, ওনার কাছে একটা কল এসেছিল। কে বা কারা কল দিয়েছে, সেটা আমি জানি না। উনাকে নাকি কল দিয়ে স্থানীয় কেউ পরিচয় দিয়েছে যে, ছাত্রদের পক্ষ থেকে উনি কথা বলছেন। এটা তো অথেনটিক কিছু না। একটা মানুষ ফোন করে বললেই তো হয় না।’
তিনি আরও বলেন, ‘আসলেই কি তিনি ছাত্রদের পক্ষ থেকে কথা বলছেন, নাকি মাঝখান থেকে বেনিফিট নেওয়ার চেষ্টা করছেন। আমার মনে হয় না আমাদের কোম্পানীগঞ্জের ছাত্ররা এ রকম।
আমি উনাকে বলেছি, ছাত্ররা আমার কাছে বিভিন্ন সময় এসেছে। তাদের উদ্যোগগুলো মহৎ। তারা ভালো কাজ করছে। ধরে নিচ্ছি ওই ব্যক্তি যেটা ফোন দিয়ে দাবি করছেন সেটা ভুয়া। ছাত্রদের সঙ্গে তার সম্পর্ক আছে বলে আমার মনে হয় না। যদি আর এ রকম কেউ করে থাকে, তাহলে আমরা ব্যবস্থা নেব।’
সিলেটের কোম্পানীগঞ্জে শিক্ষার্থীদের নামে উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আক্তার হোসেনের কাছে ৫০০০ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে। গতকাল সোমবার এ টাকা দাবি করা হয় বলে জানান ভুক্তভোগী। তবে অভিযুক্ত ব্যক্তি অভিযাগ অস্বীকার করেছেন।
জানা যায়, সোমবার রাতে উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক আব্দুল হক উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আক্তার হোসেনের মোবাইল ফোনে কল দেন। ওই সময় তিনি তাঁকে বলেন, বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-জনতা বিভিন্ন সরকারি অফিসে গিয়ে দুর্নীতির বিষয় খতিয়ে দেখছে এবং নিয়মিত অভিযান চালাচ্ছেন।
তাঁরা আপনার অফিসেও আসবে। এখন তাঁদের কিছু টাকা দিয়ে দিলে তাঁরা আর আপনাকে ডিস্টার্ব করবে না। তখন তাঁর কাছে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করে হোয়াটসঅ্যাপে বিকাশ নম্বর দেন আব্দুল হক।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক আব্দুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘না ভাই এ ধরনের কিছু নয়। আমি তো কাউকে ফোন দিছি না। আমি কখনো এ রকমভাবে কাউকে ফোন দেই না। আর আমার এ রকম কোনো রেকর্ডও নাই।’
বৈষম্যবিরোধী আন্দোলন কোম্পানীগঞ্জের অন্যতম সমন্বয়ক খালেকুজ্জামান বলেন, ‘আমাদের নাম ভাঙিয়ে অনেকে বিভিন্ন ফায়দা লুটতে চাইতেছে। আমি এটা আধা ঘণ্টা আগে জেনেছি। আমরা এ ব্যাপারে ইউএনওর সঙ্গে কথা বলব। আমরা দেশের স্বার্থে কাজ করছি। আমাদের কেউই এ রকম ঘৃণ্য কাজের সঙ্গে জড়িত না। কেউ এ রকম কিছু দাবি করলে জানানোর অনুরোধ রইল।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবিদা সুলতানা বলেন, ‘আমার একজন অফিসার ফোনে জানিয়েছেন, ওনার কাছে একটা কল এসেছিল। কে বা কারা কল দিয়েছে, সেটা আমি জানি না। উনাকে নাকি কল দিয়ে স্থানীয় কেউ পরিচয় দিয়েছে যে, ছাত্রদের পক্ষ থেকে উনি কথা বলছেন। এটা তো অথেনটিক কিছু না। একটা মানুষ ফোন করে বললেই তো হয় না।’
তিনি আরও বলেন, ‘আসলেই কি তিনি ছাত্রদের পক্ষ থেকে কথা বলছেন, নাকি মাঝখান থেকে বেনিফিট নেওয়ার চেষ্টা করছেন। আমার মনে হয় না আমাদের কোম্পানীগঞ্জের ছাত্ররা এ রকম।
আমি উনাকে বলেছি, ছাত্ররা আমার কাছে বিভিন্ন সময় এসেছে। তাদের উদ্যোগগুলো মহৎ। তারা ভালো কাজ করছে। ধরে নিচ্ছি ওই ব্যক্তি যেটা ফোন দিয়ে দাবি করছেন সেটা ভুয়া। ছাত্রদের সঙ্গে তার সম্পর্ক আছে বলে আমার মনে হয় না। যদি আর এ রকম কেউ করে থাকে, তাহলে আমরা ব্যবস্থা নেব।’
চট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল। জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর ডিসি রদবদল হলে সেই উদ্ধার করা জায়গা আরেক দখলদারের
২ ঘণ্টা আগেসিলেটের ১৩৩ বছরের পুরোনো এমসি কলেজ। এর ছাত্রাবাসের সপ্তম ব্লকে ১২৮ জন শিক্ষার্থীর পাশাপাশি কলেজের কয়েকজন কর্মচারীও থাকেন। কিন্তু বেশ কয়েক দিন ধরে পানির তীব্র সংকট থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। গোসল করা দূরে থাক, প্রয়োজনীয় খাওয়ার পানিও পাচ্ছেন না তাঁরা। তাই অনেকে বাধ্য হয়ে নিজ নিজ বাড়িতে চলে
২ ঘণ্টা আগেটানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
২ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
২ ঘণ্টা আগে