Ajker Patrika

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে আহত বাংলাদেশি কিশোরের মৃত্যু

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১২: ৪৩
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে আহত বাংলাদেশি কিশোরের মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে আহত আল-আমিন (১৭) নামের এক বাংলাদেশি কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ক্লার্কসডর্প শহরের সেবকেঙ্গ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

আল-আমিনের বাড়ি সিলেটের বিশ্বনাথ পৌর এলাকার দক্ষিণ মিরেরচর গ্রামে। তার বাবার নাম মোবারক আলী।

আল-আমিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার মামা কামাল মুন্না জানান, প্রায় চার মাস আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমিয়েছিল আল-আমিন। সেখানে বড় ভাইয়ের সঙ্গে থাকত। ১০ সেপ্টেম্বর নর্থওয়েস্ট প্রদেশের ক্রিস্টিয়ানা শহরের একটি দোকানে কাজ শুরু করে আল-আমিন। সেদিনই ওই দোকানে ডাকাতেরা ঢুকে পড়ে। এ সময় কাউন্টারের দিকে এগিয়ে গেলে ডাকাতেরা তাকে গুলি করে। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ক্লার্কসডর্প শহরের সেবকেঙ্গ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে সে মারা যায়। 

কামাল মুন্না আরও জানান, বাড়ি মিরেরচরে হলেও উপজেলার রামপাশা ইউনিয়নের কাদিপুর গ্রামে মামার বাড়িতেই আল-আমিন বেড়ে উঠেছে। তার মরদেহ দেশে আনতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। 
 
এদিকে দক্ষিণ আফ্রিকায় আল-আমিনের মৃত্যুতে তার পরিবারে চলছে শোকের মাতম। দুই ভাই ও পাঁচ বোনের মধ্যে সে ছিল সবার ছোট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত