Ajker Patrika

২ হাজার লিটার তেল জব্দ করে ন্যায্যমূল্যে বিক্রি, ক্রেতার ভিড়

হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৩ মে ২০২২, ১৫: ৫৬
২ হাজার লিটার তেল জব্দ করে ন্যায্যমূল্যে বিক্রি, ক্রেতার ভিড়

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় একটি ব্যবসাপ্রতিষ্ঠানের গোডাউনে অবৈধভাবে মজুত করে রাখা ২ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করে উপস্থিত লোকদের মধ্যে বিক্রি করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কয়েক হাজার মানুষ ন্যায্যমূল্যে তেল কেনার জন্য সেখানে ভিড় করেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পালের নেতৃত্বে চুনারুঘাট মধ্য বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, তেল জব্দ করে উপস্থিত লোকদের মধ্যে ন্যায্যমূল্যে বিক্রি শুরু করলে সেখানে কয়েক হাজার মানুষ জড়ো হন। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপস্থিত লোকদের মধ্যে তেল বিক্রি করা হয়। মজুত তেল শেষ হয়ে যাওয়ার পর অনেক মানুষ সেখান থেকে ফিরে যান। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল বলেন, নিবারণ স্টোর নামের একটি প্রতিষ্ঠানের গোডাউনে ৫ লিটার, ২ লিটার ও ১ লিটার বোতলের প্রায় ২ হাজার লিটার তেল মজুত পাওয়া যায়। খবর পেয়ে সেখানে কয়েক হাজার মানুষ ভিড় করলে জব্দ তেল ন্যায্যমূল্যে বিক্রি করে দেওয়া হয়। 

ম্যাজিস্ট্রেট আরও বলেন, দোকানের মালিক এসব তেল আগের মূল্যে কিনে রাখলেও নতুন বর্ধিত দামে বিক্রির জন্য মজুত করে রেখেছিলেন। ভবিষ্যতে এমন দুর্নীতি না করার জন্যও তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত