Ajker Patrika

লোকসানের অজুহাতে সিলেটে গরু-ছাগলের মাংস বিক্রি বন্ধ

সিলেট প্রতিনিধি
আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ১৭: ০০
লোকসানের অজুহাতে সিলেটে গরু-ছাগলের মাংস বিক্রি বন্ধ

প্রশাসন দাম নির্ধারণ করে দেওয়ার প্রতিবাদে আজ বৃহস্পতিবার থেকে গরু ও ছাগলের মাংস বিক্রি করবেন না বলে ঘোষণা দিয়েছেন সিলেট নগরীর ব্যবসায়ীরা। গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে এক জরুরি বৈঠক শেষে সিলেট মহানগর মাংস ব্যবসায়ী সমবায় সমিতির নেতারা এ ঘোষণা দেন।

সমিতির সাধারণ সম্পাদক আব্দুল খালিক বলেন, সিলেট সিটি করপোরেশন (সিসিক) কর্তৃপক্ষ মহানগরী এলাকায় গরুর মাংস ৬০০ ও ছাগলের মাংস ৮৫০ টাকা নির্ধারণ করে দিয়েছে। কিন্তু আমরা যে দামে গরু ও ছাগল কিনি, সে অনুযায়ী সিসিকের নির্ধারিত দামে মাংস বিক্রি করলে আমাদের লোকসান গুনতে হয়।

সাধারণ সম্পাদক আরও বলেন, ‘আমরা গত এক মাস থেকে সিসিকের মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে দাম বাড়ানোর দাবি জানাই। কিন্তু সর্বশেষ সিসিক কর্তৃক ধার্যকৃত দাম ওই ৬০০ ও ৮৫০ টাকাই রেখে দেওয়া হয়েছে। তাই বাধ্য হয়ে আমরা আজ থেকে গরু ও ছাগলের মাংস বিক্রি বন্ধ করে দিয়েছি। আমরা লোকসান দিয়ে তো ব্যবসা করতে পারব না।’

সিলেটের বাইরে অন্যান্য স্থানে এই দামের চেয়ে বেশি টাকায় গরু ও ছাগলের মাংস বিক্রি করা হয় দাবি করে আব্দুল খালিক বলেন, ‘আমরা গরু-ছাগল সিলেটের বাইরে থেকে কিনি। তাই পশুর দাম পড়ে বেশি। সারা দেশে এক দাম নির্ধারণ করে দেওয়ার জন্য আমরা সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি।’

ব্যবসায়ীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত সিলেটে গরু ও ছাগলের মাংস বিক্রি বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন সিলেট মহানগর মাংস ব্যবসায়ী সমবায় সমিতির নেতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত