Ajker Patrika

কোম্পানীগঞ্জে ১৫টি ক্রাশার মিলের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন

সিলেট প্রতিনিধি
কোম্পানীগঞ্জে ১৫টি ক্রাশার মিলের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন। ছবি: আজকের পত্রিকা
কোম্পানীগঞ্জে ১৫টি ক্রাশার মিলের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন। ছবি: আজকের পত্রিকা

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ১৫টি ক্রাশার মিলের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আজ বুধবার উপজেলার পাড়ুয়া এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহার।

সম্প্রতি জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সিলেট সফরকালে অবৈধ পাথর উত্তোলন বন্ধ ও পাথর ভাঙার মিলের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেন।

এর পচর থেকে সিলেটের বিভিন্ন এলাকার ক্রাশার মিলের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করার কার্যক্রম শুরু হয়। এরই ধারাবাহিকতায় কোম্পানীগঞ্জ উপজেলায় ক্রাশার মিলে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান চালায় উপজেলা প্রশাসন।

কোম্পানীগঞ্জে ১৫টি ক্রাশার মিলের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন। ছবি: আজকের পত্রিকা
কোম্পানীগঞ্জে ১৫টি ক্রাশার মিলের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহার বলেন, অবৈধ পাথর ভাঙার মিলের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান শুরু হয়েছে। সব ক্রাশার মিলের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। এতগুলো ক্রাশার মিলে কীভাবে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়েছে, জানতে চাইলে তিনি বলেন, এটা বিদ্যুতের কর্তৃপক্ষ বলতে পারবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত