মাহিদুল ইসলাম, কমলগঞ্জ
হরতাল-অবরোধ ও রাজনৈতিক অস্থিরতায় ভরা মৌসুমেও মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়াসহ স্থানীয় পর্যটনকেন্দ্রগুলোতে আশানুরূপ পর্যটক নেই। ফলে পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী ও হোটেল-রিসোর্টের মালিকেরা পড়েছেন বিপাকে।
উপজেলার পর্যটকসংশ্লিষ্টরা জানান, শীতের আগমনের সঙ্গে সঙ্গেই পর্যটকে ভরপুর থাকে কমলগঞ্জের পর্যটনকেন্দ্রগুলো। কিন্তু গত এক মাস ধরে হরতাল-অবরোধ ও রাজনৈতিক অস্থিরতার কারণে পর্যটকের আগমন কমে গেছে। এভাবে চলতে থাকলে পর্যটনশিল্প ক্ষতির সম্মুখীন হবে বলে জানান তাঁরা।
সরেজমিন উপজেলার লাউয়াছড়ায় জাতীয় উদ্যান, মাধবপুর লেক, বীরশ্রেষ্ঠ সিপাহি হামিদুর রহমান স্মৃতি কমপ্লেক্স ও বিভিন্ন চা-বাগান ঘুরে দেখা গেছে, পর্যটকের আগমন খুবই কম। হাতে গোনা কয়েকজন পর্যটক দেখা গেলেও তাঁরা সবাই স্থানীয়। লাউয়াছড়া টিকিট কাউন্টার সূত্রে জানা গেছে, কয়েক সপ্তাহ ধরে লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রায় ৯০ শতাংশ পর্যটক কমে গেছে। হরতাল-অবরোধের আগে পর্যটক স্বাভাবিক ছিল। আগে প্রতিদিন ৫০০ থেকে ৬০০ পর্যটক উদ্যানে টিকিট কেটে প্রবেশ করতেন। এখন প্রতিদিন মাত্র ৬০ থেকে ৭০ জন পর্যটক প্রবেশ করেন। তবে শুক্রবার কিছু স্থানীয় পর্যটক আসেন।
উপজেলার বিভিন্ন রিসোর্টের মালিকেরা বলেন, ‘এখন আমাদের করোনার সময়ের মতো অবস্থা যাচ্ছে।’ অরণ্যনিবাস ইকো রিসোর্টের অপারেশন ম্যানেজার সাইফুল ইসলাম শাওন বলেন, ‘হরতাল-অবরোধে পর্যটক একেবারে নেই। স্টাফদের অক্টোবর মাসের বেতন এখনো দিতে পারিনি। গত বছরের নভেম্বর মাসে পর্যটকে ভরপুর ছিল, কিন্তু এ বছর একেবারে শূন্য। কেউ কেউ রুম বুকিং দিয়ে পরে আবার বাতিল করে দেন।’
কমলগঞ্জ থানার ওসি সঞ্চয় চক্রবর্তী বলেন, ‘হরতাল-অবরোধে অন্যান্য শিল্পের পাশাপাশি পর্যটনশিল্পেও প্রভাব পড়েছে। পর্যটকের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় প্রস্তুত আছে।’
হরতাল-অবরোধ ও রাজনৈতিক অস্থিরতায় ভরা মৌসুমেও মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়াসহ স্থানীয় পর্যটনকেন্দ্রগুলোতে আশানুরূপ পর্যটক নেই। ফলে পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী ও হোটেল-রিসোর্টের মালিকেরা পড়েছেন বিপাকে।
উপজেলার পর্যটকসংশ্লিষ্টরা জানান, শীতের আগমনের সঙ্গে সঙ্গেই পর্যটকে ভরপুর থাকে কমলগঞ্জের পর্যটনকেন্দ্রগুলো। কিন্তু গত এক মাস ধরে হরতাল-অবরোধ ও রাজনৈতিক অস্থিরতার কারণে পর্যটকের আগমন কমে গেছে। এভাবে চলতে থাকলে পর্যটনশিল্প ক্ষতির সম্মুখীন হবে বলে জানান তাঁরা।
সরেজমিন উপজেলার লাউয়াছড়ায় জাতীয় উদ্যান, মাধবপুর লেক, বীরশ্রেষ্ঠ সিপাহি হামিদুর রহমান স্মৃতি কমপ্লেক্স ও বিভিন্ন চা-বাগান ঘুরে দেখা গেছে, পর্যটকের আগমন খুবই কম। হাতে গোনা কয়েকজন পর্যটক দেখা গেলেও তাঁরা সবাই স্থানীয়। লাউয়াছড়া টিকিট কাউন্টার সূত্রে জানা গেছে, কয়েক সপ্তাহ ধরে লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রায় ৯০ শতাংশ পর্যটক কমে গেছে। হরতাল-অবরোধের আগে পর্যটক স্বাভাবিক ছিল। আগে প্রতিদিন ৫০০ থেকে ৬০০ পর্যটক উদ্যানে টিকিট কেটে প্রবেশ করতেন। এখন প্রতিদিন মাত্র ৬০ থেকে ৭০ জন পর্যটক প্রবেশ করেন। তবে শুক্রবার কিছু স্থানীয় পর্যটক আসেন।
উপজেলার বিভিন্ন রিসোর্টের মালিকেরা বলেন, ‘এখন আমাদের করোনার সময়ের মতো অবস্থা যাচ্ছে।’ অরণ্যনিবাস ইকো রিসোর্টের অপারেশন ম্যানেজার সাইফুল ইসলাম শাওন বলেন, ‘হরতাল-অবরোধে পর্যটক একেবারে নেই। স্টাফদের অক্টোবর মাসের বেতন এখনো দিতে পারিনি। গত বছরের নভেম্বর মাসে পর্যটকে ভরপুর ছিল, কিন্তু এ বছর একেবারে শূন্য। কেউ কেউ রুম বুকিং দিয়ে পরে আবার বাতিল করে দেন।’
কমলগঞ্জ থানার ওসি সঞ্চয় চক্রবর্তী বলেন, ‘হরতাল-অবরোধে অন্যান্য শিল্পের পাশাপাশি পর্যটনশিল্পেও প্রভাব পড়েছে। পর্যটকের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় প্রস্তুত আছে।’
চট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল। জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর ডিসি রদবদল হলে সেই উদ্ধার করা জায়গা আরেক দখলদারের
৪ ঘণ্টা আগেসিলেটের ১৩৩ বছরের পুরোনো এমসি কলেজ। এর ছাত্রাবাসের সপ্তম ব্লকে ১২৮ জন শিক্ষার্থীর পাশাপাশি কলেজের কয়েকজন কর্মচারীও থাকেন। কিন্তু বেশ কয়েক দিন ধরে পানির তীব্র সংকট থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। গোসল করা দূরে থাক, প্রয়োজনীয় খাওয়ার পানিও পাচ্ছেন না তাঁরা। তাই অনেকে বাধ্য হয়ে নিজ নিজ বাড়িতে চলে
৪ ঘণ্টা আগেটানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
৪ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
৪ ঘণ্টা আগে