Ajker Patrika

জেলা প্রশাসকের সভায় প্রধানমন্ত্রীকে কটূক্তি, ইউপি চেয়ারম্যান কারাগারে

হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৮: ৩৩
জেলা প্রশাসকের সভায় প্রধানমন্ত্রীকে কটূক্তি, ইউপি চেয়ারম্যান কারাগারে

হবিগঞ্জ জেলা প্রশাসকের মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীকে কটূক্তির দায়ে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার পুলিশ তাঁকে আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গতকাল মঙ্গলবার মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ (৬০) মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও জেলা বিএনপির নেতা।

পুলিশ জানায়, ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা চৌধুরী কাসেদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাঁকে আটক করা হয়। এর আগে গতকাল মঙ্গলবার মাধবপুর উপজেলা প্রশাসন আয়োজিত জেলা প্রশাসক মোছা. জিলুফা সুলতানার সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করেন। যাতে ক্ষোভ প্রকাশ করেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। পরে উপজেলা নির্বাহী কর্রমকর্তার নির্দেশে ইউপি চেয়ারম্যান চৌধুরী কাসেদকে আটক করা হয়।

এ বিষয়ে উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠান আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ যে বক্তব্য দিয়েছেন, তা দেশবিরোধী। একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি কোনো অবস্থাতেই এমন বক্তব্য দিতে পারেন না।’

এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, চেয়ারম্যান কাসেদ চৌধুরীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। আপাতত ৫৪ ধারায় তাঁকে পাঠানো হয়েছে। পরবর্তীকালে অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলায় অন্তর্ভুক্ত করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভিসা ছাড়া পাকিস্তান সফরের চুক্তি হতে পারে শিগগির

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

সাদাপাথর লুট: ৫১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা পেয়েছে দুদক

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত