Ajker Patrika

একদিনের মাথায় ফের সিলেটে ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ২ 

নিজস্ব প্রতিবেদক, সিলেট
একদিনের মাথায় ফের সিলেটে ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ২ 

সিলেটে কিছুতেই থামছে না ভারতীয় চিনি চোরাচালান। প্রতিদিনই সীমান্তের বিভিন্ন চোরাই পথ দিয়ে একাধিক চক্র লাখ লাখ টাকার ভারতীয় চিনি অবৈধভাবে নিয়ে আসছে সিলেটে। পরে সেগুলো ছড়িয়ে পড়ছে সারা দেশে। একদিনের মাথায় সিলেটে আবারও ১৩০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। 

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা বাজার থেকে চিনিভর্তি একটি ট্রাক জব্দ করে। ট্রাকে ১৩০ বস্তায় সাড়ে ৬ হাজার কেজি চিনি ছিল। যার বাজারমূল্য ৭ লাখ ৮০ হাজার টাকা। 

গ্রেপ্তার দুজন। ছবি: আজকের পত্রিকা অভিযানকালে দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করে ডিবি। তাঁরা হলেন—সিলেটের গোয়াইনঘাট উপজেলার পাইকরাজ (তোয়াকুল) গ্রামের বাবুল আহমদের ছেলে আফজল হোসেন (২৪) ও কোম্পানীগঞ্জ উপজেলার বরম সিদ্ধিপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো. রুহুল আমিন (৩৩)। পরে তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়। 

উল্লেখ্য, গতকাল বুধবার সকালে সিলেট-কোম্পানীগঞ্জ বাইপাস সড়কে অভিযান চালিয়ে ২৯৫ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত