প্রতিনিধি
ফেঞ্চুগঞ্জ (সিলেট): সিলেটের ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ সড়কের ফেঞ্চুগঞ্জ উপজেলার ৪ নম্বর উত্তর কুশিয়ারা ইউনিয়নের চানপুর-ডাইকের বাজার এলাকায় বহু দিন ধরে সড়কের মধ্যে ছোট-বড় অসংখ্য গর্ত ছিল। বৃষ্টি হলেই পানি জমে যেত। এতে যানবাহন ও পথচারী চলাচল ব্যাহত হচ্ছিল। যানবাহন গর্তে পড়ে প্রায় ঘটত দুর্ঘটনা। সমস্যা সমাধানে এবার স্থানীয় গাড়ি চালকেরা ইট, বালু ফেলে বিভিন্ন এলাকায় সড়কের গর্ত ভরাট করল।
আজ রোববার দুপুরে সরেজমিনে দেখা যায়, চানপুর অটোরিকশা (সিএনজি) উপ-শাখার উদ্যোগে ইট-বালু ফেলা হচ্ছে সড়কের ছোট-বড় গর্তে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, চানপুর এলাকায় সড়কের মধ্যে বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য আগে কালভার্ট ছিল। স্থানীয় কয়েকজন তাদের বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ ও মাটি ভরাট করায় কালভার্টটি ভরাট হয়ে যায়। পার না হতে পেরে পানি সড়কের মধ্যে এসে পড়ে। এ ছাড়া ফেঞ্চুগঞ্জ উপজেলার চানপুর থেকে ডাইকের বাজার পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ছিল। গত কয়েক দিনের বৃষ্টিপাতে এসব গর্তে পানি জমে যায়। সড়কের ওপর সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে যানবাহন চলাচল ব্যাহত হয়। দুর্ভোগে পড়েন স্থানীয়রা।
স্থানীয় যানবাহন চালকেরা জানান, ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ এই সড়ক দিয়ে প্রতিদিন ছোট-বড় হাজারো যানবাহন চলাচল করে। সড়কের মধ্যে বড় বড় গর্তের কারণে অনেক সময় গাড়ি উল্টে যায়।
উপজেলা উপ-সহকারী প্রকৌশলী ওয়াজিবুর রহমান বলেন, এই স্থানটিতে সড়কের পানি যাওয়ার ব্যবস্থা নেই। এ কারণে পানি জমে যায়। ফেঞ্চুগঞ্জ উপজেলার চানপুর-ডাইকের বাজার সড়কের এই দুই কিলোমিটার আমাদের আওতাধীন থাকলেও সড়ক মেরামতের কাজ ৫ বছরের জন্য বালাগঞ্জ এলজিইডির। আগামী জুন মাসে ৫ বছরের মেয়াদ শেষ হয়ে যাবে। তারপর রাস্তাটি সংস্কারের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাব।
তিনি আরও বলেন, আরসিসি ঢালাই করা সড়কের ওপর দিয়ে পানি গেলেও সড়ক ভাঙবে এবং গর্তের সৃষ্টি হবে। এ জন্য বৃষ্টির পানি যেন সড়কের পাশে এবং সড়কের মধ্যে জমে না থাকে, সে জন্য রাস্তার পাশে থাকা বাড়ির লোকজনদের উদ্যোগ নিয়ে বৃষ্টির পানি যাওয়ার ব্যবস্থা করতে হবে।
ফেঞ্চুগঞ্জ (সিলেট): সিলেটের ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ সড়কের ফেঞ্চুগঞ্জ উপজেলার ৪ নম্বর উত্তর কুশিয়ারা ইউনিয়নের চানপুর-ডাইকের বাজার এলাকায় বহু দিন ধরে সড়কের মধ্যে ছোট-বড় অসংখ্য গর্ত ছিল। বৃষ্টি হলেই পানি জমে যেত। এতে যানবাহন ও পথচারী চলাচল ব্যাহত হচ্ছিল। যানবাহন গর্তে পড়ে প্রায় ঘটত দুর্ঘটনা। সমস্যা সমাধানে এবার স্থানীয় গাড়ি চালকেরা ইট, বালু ফেলে বিভিন্ন এলাকায় সড়কের গর্ত ভরাট করল।
আজ রোববার দুপুরে সরেজমিনে দেখা যায়, চানপুর অটোরিকশা (সিএনজি) উপ-শাখার উদ্যোগে ইট-বালু ফেলা হচ্ছে সড়কের ছোট-বড় গর্তে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, চানপুর এলাকায় সড়কের মধ্যে বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য আগে কালভার্ট ছিল। স্থানীয় কয়েকজন তাদের বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ ও মাটি ভরাট করায় কালভার্টটি ভরাট হয়ে যায়। পার না হতে পেরে পানি সড়কের মধ্যে এসে পড়ে। এ ছাড়া ফেঞ্চুগঞ্জ উপজেলার চানপুর থেকে ডাইকের বাজার পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ছিল। গত কয়েক দিনের বৃষ্টিপাতে এসব গর্তে পানি জমে যায়। সড়কের ওপর সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে যানবাহন চলাচল ব্যাহত হয়। দুর্ভোগে পড়েন স্থানীয়রা।
স্থানীয় যানবাহন চালকেরা জানান, ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ এই সড়ক দিয়ে প্রতিদিন ছোট-বড় হাজারো যানবাহন চলাচল করে। সড়কের মধ্যে বড় বড় গর্তের কারণে অনেক সময় গাড়ি উল্টে যায়।
উপজেলা উপ-সহকারী প্রকৌশলী ওয়াজিবুর রহমান বলেন, এই স্থানটিতে সড়কের পানি যাওয়ার ব্যবস্থা নেই। এ কারণে পানি জমে যায়। ফেঞ্চুগঞ্জ উপজেলার চানপুর-ডাইকের বাজার সড়কের এই দুই কিলোমিটার আমাদের আওতাধীন থাকলেও সড়ক মেরামতের কাজ ৫ বছরের জন্য বালাগঞ্জ এলজিইডির। আগামী জুন মাসে ৫ বছরের মেয়াদ শেষ হয়ে যাবে। তারপর রাস্তাটি সংস্কারের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাব।
তিনি আরও বলেন, আরসিসি ঢালাই করা সড়কের ওপর দিয়ে পানি গেলেও সড়ক ভাঙবে এবং গর্তের সৃষ্টি হবে। এ জন্য বৃষ্টির পানি যেন সড়কের পাশে এবং সড়কের মধ্যে জমে না থাকে, সে জন্য রাস্তার পাশে থাকা বাড়ির লোকজনদের উদ্যোগ নিয়ে বৃষ্টির পানি যাওয়ার ব্যবস্থা করতে হবে।
খাগড়াছড়িতে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদ ও বিচারের দাবিতে কয়েক দিন ধরে বিক্ষোভ করছে মানুষ। ‘জুম্ম ছাত্র-জনতা’র ব্যানারে গত শনিবার থেকে জেলাজুড়ে চলছে অবরোধ কর্মসূচি। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সদর উপজেলা ও গুইমারা উপজেলা সদরে জারি করা হয়েছিল ১৪৪ ধারা।
১ ঘণ্টা আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেছেন, ‘ভারত শেষ ট্রাম্পকার্ড খেলে পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করে তুলেছে। একটা ঘটনার মধ্য দিয়ে তারা পাহাড়ি-বাঙালিদের মুখোমুখি দাঁড় করিয়েছে। পার্বত্য অঞ্চল নিয়ে ষড়যন্ত্র করছে। ভারত আমাদের এই পার্বত্য অঞ্চলকে কেড়ে নিতে চায়
২ ঘণ্টা আগেবগুড়ায় মহাসড়কে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই তরুণ নিহত হয়েছেন। আজ রোববার রাত সাড়ে ৯টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে সদর উপজেলার বাঘোপাড়া খোলারঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেখাগড়াছড়িতে সড়ক অবরোধের পর এবার আট দফা দাবিতে তিন পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের ডাক দিয়েছে ‘জুম্ম ছাত্র-জনতা’। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অবরোধ চলাকালে সব পর্যটন কার্যক্রম সাময়িক বন্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
২ ঘণ্টা আগে