প্রতিনিধি
ফেঞ্চুগঞ্জ (সিলেট): সিলেটের ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ সড়কের ফেঞ্চুগঞ্জ উপজেলার ৪ নম্বর উত্তর কুশিয়ারা ইউনিয়নের চানপুর-ডাইকের বাজার এলাকায় বহু দিন ধরে সড়কের মধ্যে ছোট-বড় অসংখ্য গর্ত ছিল। বৃষ্টি হলেই পানি জমে যেত। এতে যানবাহন ও পথচারী চলাচল ব্যাহত হচ্ছিল। যানবাহন গর্তে পড়ে প্রায় ঘটত দুর্ঘটনা। সমস্যা সমাধানে এবার স্থানীয় গাড়ি চালকেরা ইট, বালু ফেলে বিভিন্ন এলাকায় সড়কের গর্ত ভরাট করল।
আজ রোববার দুপুরে সরেজমিনে দেখা যায়, চানপুর অটোরিকশা (সিএনজি) উপ-শাখার উদ্যোগে ইট-বালু ফেলা হচ্ছে সড়কের ছোট-বড় গর্তে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, চানপুর এলাকায় সড়কের মধ্যে বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য আগে কালভার্ট ছিল। স্থানীয় কয়েকজন তাদের বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ ও মাটি ভরাট করায় কালভার্টটি ভরাট হয়ে যায়। পার না হতে পেরে পানি সড়কের মধ্যে এসে পড়ে। এ ছাড়া ফেঞ্চুগঞ্জ উপজেলার চানপুর থেকে ডাইকের বাজার পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ছিল। গত কয়েক দিনের বৃষ্টিপাতে এসব গর্তে পানি জমে যায়। সড়কের ওপর সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে যানবাহন চলাচল ব্যাহত হয়। দুর্ভোগে পড়েন স্থানীয়রা।
স্থানীয় যানবাহন চালকেরা জানান, ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ এই সড়ক দিয়ে প্রতিদিন ছোট-বড় হাজারো যানবাহন চলাচল করে। সড়কের মধ্যে বড় বড় গর্তের কারণে অনেক সময় গাড়ি উল্টে যায়।
উপজেলা উপ-সহকারী প্রকৌশলী ওয়াজিবুর রহমান বলেন, এই স্থানটিতে সড়কের পানি যাওয়ার ব্যবস্থা নেই। এ কারণে পানি জমে যায়। ফেঞ্চুগঞ্জ উপজেলার চানপুর-ডাইকের বাজার সড়কের এই দুই কিলোমিটার আমাদের আওতাধীন থাকলেও সড়ক মেরামতের কাজ ৫ বছরের জন্য বালাগঞ্জ এলজিইডির। আগামী জুন মাসে ৫ বছরের মেয়াদ শেষ হয়ে যাবে। তারপর রাস্তাটি সংস্কারের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাব।
তিনি আরও বলেন, আরসিসি ঢালাই করা সড়কের ওপর দিয়ে পানি গেলেও সড়ক ভাঙবে এবং গর্তের সৃষ্টি হবে। এ জন্য বৃষ্টির পানি যেন সড়কের পাশে এবং সড়কের মধ্যে জমে না থাকে, সে জন্য রাস্তার পাশে থাকা বাড়ির লোকজনদের উদ্যোগ নিয়ে বৃষ্টির পানি যাওয়ার ব্যবস্থা করতে হবে।
ফেঞ্চুগঞ্জ (সিলেট): সিলেটের ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ সড়কের ফেঞ্চুগঞ্জ উপজেলার ৪ নম্বর উত্তর কুশিয়ারা ইউনিয়নের চানপুর-ডাইকের বাজার এলাকায় বহু দিন ধরে সড়কের মধ্যে ছোট-বড় অসংখ্য গর্ত ছিল। বৃষ্টি হলেই পানি জমে যেত। এতে যানবাহন ও পথচারী চলাচল ব্যাহত হচ্ছিল। যানবাহন গর্তে পড়ে প্রায় ঘটত দুর্ঘটনা। সমস্যা সমাধানে এবার স্থানীয় গাড়ি চালকেরা ইট, বালু ফেলে বিভিন্ন এলাকায় সড়কের গর্ত ভরাট করল।
আজ রোববার দুপুরে সরেজমিনে দেখা যায়, চানপুর অটোরিকশা (সিএনজি) উপ-শাখার উদ্যোগে ইট-বালু ফেলা হচ্ছে সড়কের ছোট-বড় গর্তে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, চানপুর এলাকায় সড়কের মধ্যে বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য আগে কালভার্ট ছিল। স্থানীয় কয়েকজন তাদের বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ ও মাটি ভরাট করায় কালভার্টটি ভরাট হয়ে যায়। পার না হতে পেরে পানি সড়কের মধ্যে এসে পড়ে। এ ছাড়া ফেঞ্চুগঞ্জ উপজেলার চানপুর থেকে ডাইকের বাজার পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ছিল। গত কয়েক দিনের বৃষ্টিপাতে এসব গর্তে পানি জমে যায়। সড়কের ওপর সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে যানবাহন চলাচল ব্যাহত হয়। দুর্ভোগে পড়েন স্থানীয়রা।
স্থানীয় যানবাহন চালকেরা জানান, ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ এই সড়ক দিয়ে প্রতিদিন ছোট-বড় হাজারো যানবাহন চলাচল করে। সড়কের মধ্যে বড় বড় গর্তের কারণে অনেক সময় গাড়ি উল্টে যায়।
উপজেলা উপ-সহকারী প্রকৌশলী ওয়াজিবুর রহমান বলেন, এই স্থানটিতে সড়কের পানি যাওয়ার ব্যবস্থা নেই। এ কারণে পানি জমে যায়। ফেঞ্চুগঞ্জ উপজেলার চানপুর-ডাইকের বাজার সড়কের এই দুই কিলোমিটার আমাদের আওতাধীন থাকলেও সড়ক মেরামতের কাজ ৫ বছরের জন্য বালাগঞ্জ এলজিইডির। আগামী জুন মাসে ৫ বছরের মেয়াদ শেষ হয়ে যাবে। তারপর রাস্তাটি সংস্কারের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাব।
তিনি আরও বলেন, আরসিসি ঢালাই করা সড়কের ওপর দিয়ে পানি গেলেও সড়ক ভাঙবে এবং গর্তের সৃষ্টি হবে। এ জন্য বৃষ্টির পানি যেন সড়কের পাশে এবং সড়কের মধ্যে জমে না থাকে, সে জন্য রাস্তার পাশে থাকা বাড়ির লোকজনদের উদ্যোগ নিয়ে বৃষ্টির পানি যাওয়ার ব্যবস্থা করতে হবে।
গত ২৮ জুলাই নাট্যকলা বিভাগের শিক্ষক নিয়োগের লিখিত, মৌখিক ও প্রেজেন্টেশন পরীক্ষায় তারা উত্তীর্ণ হন। পরে নিয়ম অনুযায়ী ডোপ টেস্টে অংশ নিলে দুজনের শরীরে গাঁজা জাতীয় মাদকের উপস্থিতি মেলে।
৪ মিনিট আগেমুফিজুল হক সিকদার দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। শুক্রবার (৮ আগস্ট) আসরের নামাজের পর রাউজান উপজেলার নোয়াজিশপুর ইউনিয়নের ফতেহনগর গ্রামের ফতেহ মোহাম্মদ সিকদার বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
৯ মিনিট আগেসুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থীসহ ৩ জনের প্রাণ কেড়ে নেওয়া ঘাতক বাসচালককে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব। বৃহস্পতিবার দিবাগত রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাকির আলম (৩৫) সিলেটের বিশ্বনাথের...
১ ঘণ্টা আগেমাদারীপুর সদর, রাজৈর, কালকিনি, শিবচর ও ডাসার উপজেলায় কাগজে-কলমে ১৭টি নদনদী থাকলেও বর্তমানে দৃশ্যমান ১০টি। এর মধ্যে পদ্মা, পালরদী, আড়িয়াল খাঁ, ময়নাকাটা, বিষারকান্দি ও কুমার নদ উল্লেখযোগ্য। এসব নদনদী ঘিরে জেলার ৫ উপজেলায় ৩৪টি স্লুইস গেট নির্মাণ করা হয়েছিল। এর মধ্যে ২৯টি পুরোপুরি অকেজো, আর বাকি ৫টিও
১ ঘণ্টা আগে