Ajker Patrika

ফেঞ্চুগঞ্জে গাড়ি চালকদের উদ্যোগে সড়কের গর্ত ভরাট

প্রতিনিধি
আপডেট : ৩০ মে ২০২১, ১৭: ৩৬
ফেঞ্চুগঞ্জে গাড়ি চালকদের উদ্যোগে সড়কের গর্ত ভরাট

ফেঞ্চুগঞ্জ (সিলেট): সিলেটের ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ সড়কের ফেঞ্চুগঞ্জ উপজেলার ৪ নম্বর উত্তর কুশিয়ারা ইউনিয়নের চানপুর-ডাইকের বাজার এলাকায় বহু দিন ধরে সড়কের মধ্যে ছোট-বড় অসংখ্য গর্ত ছিল। বৃষ্টি হলেই পানি জমে যেত। এতে যানবাহন ও পথচারী চলাচল ব্যাহত হচ্ছিল। যানবাহন গর্তে পড়ে প্রায় ঘটত দুর্ঘটনা। সমস্যা সমাধানে এবার স্থানীয় গাড়ি চালকেরা ইট, বালু ফেলে বিভিন্ন এলাকায় সড়কের গর্ত ভরাট করল।

আজ রোববার দুপুরে সরেজমিনে দেখা যায়, চানপুর অটোরিকশা (সিএনজি) উপ-শাখার উদ্যোগে ইট-বালু ফেলা হচ্ছে সড়কের ছোট-বড় গর্তে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, চানপুর এলাকায় সড়কের মধ্যে বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য আগে কালভার্ট ছিল। স্থানীয় কয়েকজন তাদের বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ ও মাটি ভরাট করায় কালভার্টটি ভরাট হয়ে যায়। পার না হতে পেরে পানি সড়কের মধ্যে এসে পড়ে। এ ছাড়া ফেঞ্চুগঞ্জ উপজেলার চানপুর থেকে ডাইকের বাজার পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ছিল। গত কয়েক দিনের বৃষ্টিপাতে এসব গর্তে পানি জমে যায়। সড়কের ওপর সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে যানবাহন চলাচল ব্যাহত হয়। দুর্ভোগে পড়েন স্থানীয়রা।

স্থানীয় যানবাহন চালকেরা জানান, ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ এই সড়ক দিয়ে প্রতিদিন ছোট-বড় হাজারো যানবাহন চলাচল করে। সড়কের মধ্যে বড় বড় গর্তের কারণে অনেক সময় গাড়ি উল্টে যায়।

উপজেলা উপ-সহকারী প্রকৌশলী ওয়াজিবুর রহমান বলেন, এই স্থানটিতে সড়কের পানি যাওয়ার ব্যবস্থা নেই। এ কারণে পানি জমে যায়। ফেঞ্চুগঞ্জ উপজেলার চানপুর-ডাইকের বাজার সড়কের এই দুই কিলোমিটার আমাদের আওতাধীন থাকলেও সড়ক মেরামতের কাজ ৫ বছরের জন্য বালাগঞ্জ এলজিইডির। আগামী জুন মাসে ৫ বছরের মেয়াদ শেষ হয়ে যাবে। তারপর রাস্তাটি সংস্কারের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাব।

তিনি আরও বলেন, আরসিসি ঢালাই করা সড়কের ওপর দিয়ে পানি গেলেও সড়ক ভাঙবে এবং গর্তের সৃষ্টি হবে। এ জন্য বৃষ্টির পানি যেন সড়কের পাশে এবং সড়কের মধ্যে জমে না থাকে, সে জন্য রাস্তার পাশে থাকা বাড়ির লোকজনদের উদ্যোগ নিয়ে বৃষ্টির পানি যাওয়ার ব্যবস্থা করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

এলাকার খবর
Loading...