সিলেট প্রতিনিধি
সিলেটে এক দিনে (শনিবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা) রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। যার কারণে নদ-নদীর পানি আরও বেড়েছে। সুরমা-কুশিয়ারাসহ নদ-নদীর পানি বিপৎসীমা ছাড়িয়েছে। সারা রাতের বৃষ্টিপাতের কারণে নগরীর বিভিন্ন এলাকায় পানি আটকে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বেশির ভাগ এলাকার বাসাবাড়িতে পানি ঢুকেছে। ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা।
নগরীর দাঁড়িয়াপাড়া এলাকার বাসিন্দা শহিদুল ইসলাম জানান, টানা বৃষ্টিপাতের কারণে রাত আড়াইটার দিকে বাসায় পানি ঢোকে। পরে এটি সকালে নেমে যায়। প্রায় এক ফুট পানি ছিল। বৃষ্টি হলেই বাসায় পানি ঢোকে। এই ভোগান্তির মধ্য দিয়ে দিন যাচ্ছে আমাদের।
সিলেট আবহাওয়া অধিদপ্তর জানায়, গতকাল শনিবার সকাল ৬টা থেকে আজ রোববার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেটে রেকর্ড পরিমাণ ৪০৪.৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আর রোববার সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ২৯.৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা শাহ মো. সজীব হোসাইন বলেন, সিলেটের আকাশে মেঘ রয়েছে। আগামী দুদিন বৃষ্টি হতে পারে। এরপর এই পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
পানি উন্নয়ন বোর্ড সিলেট জানায়, সিলেটের তিনটি নদীর ৫ পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ৮৩ সেন্টিমিটার, কুশিয়ারা নদীর অমলশীদ পয়েন্টে ১৪৩ সেন্টিমিটার, শেওলা পয়েন্টে ১৭ সেন্টিমিটার ও ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ১ সেন্টিমিটার এবং লোভা নদীর লোভাছড়ার ১০৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
একই সময়ে সুরমা নদীর সিলেট পয়েন্টে পানি বিপৎসীমার ৪৪ সেন্টিমিটার, কুশিয়ারার শেরপুর পয়েন্টে ৩৫ সেন্টিমিটার, ডাউকির জাফলং পয়েন্টে ২৫১ সেন্টিমিটার, সারি-গোয়াইনের গোয়াইনঘাট পয়েন্টে ৭৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ আজকের পত্রিকাকে বলেন, ‘ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল সাড়ে ৮টা থেকে রোববার সকাল সাড়ে ৮টা) ১২২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে আসামে ৪১৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যার কারণে সিলেটের নদ-নদীতে পানি বাড়বে। ইতিমধ্যে তিনটি নদীর তিন পয়েন্টে পানি বিপৎসীমা ছাড়িয়েছে। আর প্রায় সব পয়েন্টে নদ-নদীর পানি বাড়ছে। এখন পানি বৃদ্ধি পাওয়া স্বাভাবিক।’
সিলেটে এক দিনে (শনিবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা) রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। যার কারণে নদ-নদীর পানি আরও বেড়েছে। সুরমা-কুশিয়ারাসহ নদ-নদীর পানি বিপৎসীমা ছাড়িয়েছে। সারা রাতের বৃষ্টিপাতের কারণে নগরীর বিভিন্ন এলাকায় পানি আটকে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বেশির ভাগ এলাকার বাসাবাড়িতে পানি ঢুকেছে। ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা।
নগরীর দাঁড়িয়াপাড়া এলাকার বাসিন্দা শহিদুল ইসলাম জানান, টানা বৃষ্টিপাতের কারণে রাত আড়াইটার দিকে বাসায় পানি ঢোকে। পরে এটি সকালে নেমে যায়। প্রায় এক ফুট পানি ছিল। বৃষ্টি হলেই বাসায় পানি ঢোকে। এই ভোগান্তির মধ্য দিয়ে দিন যাচ্ছে আমাদের।
সিলেট আবহাওয়া অধিদপ্তর জানায়, গতকাল শনিবার সকাল ৬টা থেকে আজ রোববার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেটে রেকর্ড পরিমাণ ৪০৪.৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আর রোববার সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ২৯.৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা শাহ মো. সজীব হোসাইন বলেন, সিলেটের আকাশে মেঘ রয়েছে। আগামী দুদিন বৃষ্টি হতে পারে। এরপর এই পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
পানি উন্নয়ন বোর্ড সিলেট জানায়, সিলেটের তিনটি নদীর ৫ পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ৮৩ সেন্টিমিটার, কুশিয়ারা নদীর অমলশীদ পয়েন্টে ১৪৩ সেন্টিমিটার, শেওলা পয়েন্টে ১৭ সেন্টিমিটার ও ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ১ সেন্টিমিটার এবং লোভা নদীর লোভাছড়ার ১০৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
একই সময়ে সুরমা নদীর সিলেট পয়েন্টে পানি বিপৎসীমার ৪৪ সেন্টিমিটার, কুশিয়ারার শেরপুর পয়েন্টে ৩৫ সেন্টিমিটার, ডাউকির জাফলং পয়েন্টে ২৫১ সেন্টিমিটার, সারি-গোয়াইনের গোয়াইনঘাট পয়েন্টে ৭৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ আজকের পত্রিকাকে বলেন, ‘ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল সাড়ে ৮টা থেকে রোববার সকাল সাড়ে ৮টা) ১২২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে আসামে ৪১৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যার কারণে সিলেটের নদ-নদীতে পানি বাড়বে। ইতিমধ্যে তিনটি নদীর তিন পয়েন্টে পানি বিপৎসীমা ছাড়িয়েছে। আর প্রায় সব পয়েন্টে নদ-নদীর পানি বাড়ছে। এখন পানি বৃদ্ধি পাওয়া স্বাভাবিক।’
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শিবগঞ্জ-বেগমপুর সড়কের সংস্কারকাজ গত ১০ বছরেও শেষ হয়নি। বিগত সরকারের শাসনামলে সড়কের সংস্কারকাজ একাধিকবার শুরু হলেও শেষ আর হয়নি। সর্বশেষ গত বছরের অক্টোবর মাসে সড়কের দুই কিলোমিটার অংশে সংস্কারকাজ শুরু হয়, কিন্তু আংশিক কাজ করে চলে যায় ঠিকাদার।
৩ ঘণ্টা আগেঢাকা থেকে পাটুরিয়া ফেরিঘাটে যাওয়ার পথে গাবতলী পার হলেই চোখে পড়ে প্লাস্টিক, পচা খাবার আর নানা রকম বর্জ্যের স্তূপ। সাভারের আমিনবাজার পাওয়ার গ্রিড সাবস্টেশনের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের একপাশের কয়েক শ ফুটজুড়ে ছড়িয়ে থাকা ওই আবর্জনার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধ এলাকার পরিবেশ দূষিত করছে।
৩ ঘণ্টা আগেগাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে মো. মারুফ হাসান মিরাজ (১৯) নামের এক কলেজশিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। মো. মারুফ হাসান মিরাজ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র গ্রামের মো. ফুল মিয়ার ছেলে।
৭ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় কনসার্ট চলাকালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়েছেন অন্তত তিনজন। তবে পুলিশ বলছে, স্লোগান দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। কনসার্টে যাওয়া উচ্ছৃঙ্খল কয়েকজন যুবক ভাঙচুর করায় পুলিশ অ্যাকশনে গেছে।
৭ ঘণ্টা আগে