Ajker Patrika

সিলেটে সানরাইজ টাওয়ারে আগুন, দগ্ধ নারীর ৩ দিন পর মৃত্যু

সিলেট প্রতিনিধি
সিলেটে সানরাইজ টাওয়ারে আগুন, দগ্ধ নারীর ৩ দিন পর মৃত্যু

সিলেট নগরের পাঠানটুলার সানরাইজ টাওয়ারের অগ্নিকাণ্ডে দগ্ধ এক নারীর তিনদিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ শনিবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। 

মারা যাওয়া সাহেরা বেগম (৫০) সিলেট সদর উপজেলার খাদিমনগরের বাইশটিলা এলাকার বাসিন্দা। তিনি গৃহকর্মী হিসেবে এই টাওয়ারে কাজ করতেন। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান। 

গত মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে নগরের পাঠানটুলার সানরাইজ টাওয়ারের পাঁচতলায় আগুন লাগে। এ সময় ওই নারী দগ্ধ হন। পরে তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু ঘটে। 

আগুনের সুত্রপাত নিয়ে প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস স্টেশন জানায়, গ্যাস থেকে আগুনের সূত্রপাত হয়েছে। পরে মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন। এ সময় পুরো এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করে। প্রায় ৪০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রনে আনেন তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত