Ajker Patrika

সিলেটে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ঝুলছিল যুবকের লাশ

সিলেট প্রতিনিধি
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৪: ৫০
সিলেটে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ঝুলছিল যুবকের লাশ

সিলেট নগরে একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে নগরের পাঠানটোলার পল্লবী মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে মরদেহ উদ্ধার করা হয়। 

পুলিশ বলছে, ওই যুবক আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

ওই যুবকের নাম আদিল আহমদ (২৯)। তিনি সিলেটের ওসমানীনগর উপজেলার মান্দারুকা গ্রামের আব্দুল মসব্বিরের ছেলে। তিনি পল্লবী মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি ছিলেন। 

পুলিশ বলছে, নিরাময় কেন্দ্র কর্তৃপক্ষের দেওয়া খবরের ভিত্তিতে রাত ৩টার দিকে জালালাবাদ থানা-পুলিশ গিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে। সেখানে তাঁর শোয়ার ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি প্যাঁচানো অবস্থায় ঝুলে ছিলেন তিনি। মাদকাসক্তের পাশাপাশি আদিল কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলেও জানা গেছে। 

এ বিষয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে-এটি আত্মহত্যা। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। শেষ হলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত