নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও ব্যক্তি আক্রোশে নির্দোষ ব্যক্তিকে মামলার আসামি করার অভিযোগে গোয়াইনঘাট যুবদলের আহ্বায়ককে বহিষ্কার করা হয়েছে। আজ বৃহস্পতিবার জেলা যুবদলের সভাপতি-সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক আদেশে তাঁকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়ে সাময়িক বহিষ্কার করেন।
বহিষ্কৃত অ্যাডভোকেট শাহাজাহান সিদ্দিকী গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক। শাহাজাহান সিদ্দিকী অভিযোগ অস্বীকার করে আজকের পত্রিকাকে বলেন, ‘আমি কোনো মামলার বাদী, সাক্ষী ও আইনজীবী নই। আমার সঙ্গে অবিচার করা হয়েছে।’
জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন ও সাধারণ সম্পাদক মকসুদ আহমেদ স্বাক্ষরিত আদেশে বলা হয়, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও ব্যক্তি আক্রোশে চলমান দায়েরকৃত মামলায় নির্দোষ ব্যক্তিকে আসামি করা–সংক্রান্তে সরাসরি জড়িত থাকায় দলের ভাবমূর্তি বিনষ্টের সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গোয়াইঘাট উপজেলা শাখার আহ্বায়ক পদ থেকে আপনাকে অব্যাহতি প্রদান ও একই সঙ্গে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হলো।’
আদেশে আরও বলা হয়, ‘কেন আপনাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না—এই মর্মে আগামী সাত দিনের মধ্যে নিম্ন স্বাক্ষরকারী সিলেট জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সশরীরে উপস্থিত থেকে অভিযোগের সুস্পষ্ট জবাব দেওয়ার জন্য অনুরোধসহ নির্দেশ প্রদান করা হলো।’
আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেন, ‘ঢালাওভাবে নিরাপদ মানুষকে যেসব মামলায় জড়ানো হয়েছে, সেগুলো আমরা খোঁজখবর নিচ্ছি। সিদ্ধান্ত অমান্য করে যারা দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টায় লিপ্ত হয়ে এসব করছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। আর নিরাপদ মানুষ কোনো ধরনের মামলা-হয়রানির শিকার হলে আমাদের অবগত করার অনুরোধ করছি। আমরা তাদের সর্বোচ্চ সহযোগিতা করব।’
সিলেটে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও ব্যক্তি আক্রোশে নির্দোষ ব্যক্তিকে মামলার আসামি করার অভিযোগে গোয়াইনঘাট যুবদলের আহ্বায়ককে বহিষ্কার করা হয়েছে। আজ বৃহস্পতিবার জেলা যুবদলের সভাপতি-সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক আদেশে তাঁকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়ে সাময়িক বহিষ্কার করেন।
বহিষ্কৃত অ্যাডভোকেট শাহাজাহান সিদ্দিকী গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক। শাহাজাহান সিদ্দিকী অভিযোগ অস্বীকার করে আজকের পত্রিকাকে বলেন, ‘আমি কোনো মামলার বাদী, সাক্ষী ও আইনজীবী নই। আমার সঙ্গে অবিচার করা হয়েছে।’
জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন ও সাধারণ সম্পাদক মকসুদ আহমেদ স্বাক্ষরিত আদেশে বলা হয়, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও ব্যক্তি আক্রোশে চলমান দায়েরকৃত মামলায় নির্দোষ ব্যক্তিকে আসামি করা–সংক্রান্তে সরাসরি জড়িত থাকায় দলের ভাবমূর্তি বিনষ্টের সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গোয়াইঘাট উপজেলা শাখার আহ্বায়ক পদ থেকে আপনাকে অব্যাহতি প্রদান ও একই সঙ্গে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হলো।’
আদেশে আরও বলা হয়, ‘কেন আপনাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না—এই মর্মে আগামী সাত দিনের মধ্যে নিম্ন স্বাক্ষরকারী সিলেট জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সশরীরে উপস্থিত থেকে অভিযোগের সুস্পষ্ট জবাব দেওয়ার জন্য অনুরোধসহ নির্দেশ প্রদান করা হলো।’
আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেন, ‘ঢালাওভাবে নিরাপদ মানুষকে যেসব মামলায় জড়ানো হয়েছে, সেগুলো আমরা খোঁজখবর নিচ্ছি। সিদ্ধান্ত অমান্য করে যারা দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টায় লিপ্ত হয়ে এসব করছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। আর নিরাপদ মানুষ কোনো ধরনের মামলা-হয়রানির শিকার হলে আমাদের অবগত করার অনুরোধ করছি। আমরা তাদের সর্বোচ্চ সহযোগিতা করব।’
রাজধানীর কলাবাগান এলাকার একটি বাসা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে ডিপ ফ্রিজ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে ওই নারীর স্বামী নজরুল ইসলাম পলাতক।
২ ঘণ্টা আগেশেষ হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের প্রচার-প্রচারণা। দীর্ঘ ৩৫ বছর পর আগামীকাল বুধবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইশতেহার থেকে শুরু করে প্রচার—সবখানে প্রার্থীরা ছিলেন সরব। তবে শেষ মুহূর্তে প্রকাশ্যে এল ছাত্রদলের অন্তর্কোন্দল।
৯ ঘণ্টা আগেস্বামী-স্ত্রী দুজনই যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হন, তবে একসঙ্গে আবাসনের ব্যবস্থা; অনাবাসিক শিক্ষার্থীদের মাসিক ভর্তুকি প্রদান; লাইব্রেরি, সেমিনার ও রিডিং রুম ২৪ ঘণ্টা খোলা রাখা, প্রথম বর্ষ থেকে প্রত্যেক শিক্ষার্থীর বৈধ সিট নিশ্চিত করা—এমন শত শত প্রতিশ্রুতি উঠে এল রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ
৯ ঘণ্টা আগেঅব্যবস্থাপনাসহ নানা সংকট ও সমস্যায় জর্জরিত হয়ে আছে বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। খোঁজ নিয়ে জানা গেছে, হাসপাতালটিতে পর্যাপ্তসংখ্যক চিকিৎসক, নার্স, সহায়ক ও পরিচ্ছন্নতাকর্মী নেই। এ দিকে হাসপাতালের ইসিজি মেশিনসহ বিভিন্ন যন্ত্রপাতি বিকল হয়ে পড়ে আছে। এতে সেখানে ঠিকমতো পরীক্ষা-নিরীক্ষাও করা
৯ ঘণ্টা আগে