সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের শান্তিগঞ্জে অপহরণের এক মাস পর এক শিশুকে ধানের গোলা থেকে শিকল বাঁধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয় ব্যক্তিকে আটক করা হয়েছে।
আজ সোমবার ভোরে ছাতক উপজেলার হরিশ্বরণ গ্রামের একটি ঘরের ধানের গোলা থেকে ওই শিশুকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী।
উদ্ধার হওয়া শিশুটির নাম—ফাইজুর রহমান (১৩)। সে শান্তিগঞ্জ উপজেলার আসামপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে।
এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন—ছাতক উপজেলার হরিশ্বরণ গ্রামের আব্দুল সালামের ছেলে জুনেদ (২৫), আব্দুল কাদিরের ছেলে জিয়াউর রহমান (২২), মৃত মদরিছ আলীর ছেলে আব্দুল সালাম (৫২), আব্দুল সালামের মেয়ে খাদিজা বেগম (১৮), শান্তিগঞ্জ উপজেলার আসামপুর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে বিলাল মিয়া (৪২) ও তাঁর স্ত্রী মোছা. বেগম (৪৮)।
পুলিশ বলছে, গত ২৫ আগস্ট দুপুরে ফাইজুরকে কয়েকজন ব্যক্তি অপহরণ করে নিয়ে যান। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন তার বাবা। এ দিকে অপহরণকারীরা ফাইজুরকে নির্যাতনের ভিডিও ধারণ করে আত্মীয়স্বজনের মোবাইল ফোনে পাঠিয়ে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।
পুলিশ টাকা দেওয়ার নাম করে ছদ্মবেশে অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করে। অপহরণকারীরা ছাতক উপজেলার একটি গ্রামের ধানখেতে টাকা রেখে যেতে বলেন। পুলিশ সদস্যরা তাঁদের কথামতো সন্ধ্যায় টাকা রেখে ধানখেতে শুয়ে থাকেন। রাত সাড়ে ৮টার দিকে অপহরণকারী দলের সদস্য জুনেদ টাকা নিতে গেলে ওত পেতে থাকা পুলিশ সদস্যরা তাঁকে আটক করেন।
পরবর্তী সময়ে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে ফাইজুরকে উদ্ধার ও ছয়জনকে আটক করা হয়।
শান্তিগঞ্জ থানার ওসি খালেদ চৌধুরী বলেন, ‘শিশুটিকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।’
সুনামগঞ্জের শান্তিগঞ্জে অপহরণের এক মাস পর এক শিশুকে ধানের গোলা থেকে শিকল বাঁধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয় ব্যক্তিকে আটক করা হয়েছে।
আজ সোমবার ভোরে ছাতক উপজেলার হরিশ্বরণ গ্রামের একটি ঘরের ধানের গোলা থেকে ওই শিশুকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী।
উদ্ধার হওয়া শিশুটির নাম—ফাইজুর রহমান (১৩)। সে শান্তিগঞ্জ উপজেলার আসামপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে।
এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন—ছাতক উপজেলার হরিশ্বরণ গ্রামের আব্দুল সালামের ছেলে জুনেদ (২৫), আব্দুল কাদিরের ছেলে জিয়াউর রহমান (২২), মৃত মদরিছ আলীর ছেলে আব্দুল সালাম (৫২), আব্দুল সালামের মেয়ে খাদিজা বেগম (১৮), শান্তিগঞ্জ উপজেলার আসামপুর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে বিলাল মিয়া (৪২) ও তাঁর স্ত্রী মোছা. বেগম (৪৮)।
পুলিশ বলছে, গত ২৫ আগস্ট দুপুরে ফাইজুরকে কয়েকজন ব্যক্তি অপহরণ করে নিয়ে যান। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন তার বাবা। এ দিকে অপহরণকারীরা ফাইজুরকে নির্যাতনের ভিডিও ধারণ করে আত্মীয়স্বজনের মোবাইল ফোনে পাঠিয়ে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।
পুলিশ টাকা দেওয়ার নাম করে ছদ্মবেশে অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করে। অপহরণকারীরা ছাতক উপজেলার একটি গ্রামের ধানখেতে টাকা রেখে যেতে বলেন। পুলিশ সদস্যরা তাঁদের কথামতো সন্ধ্যায় টাকা রেখে ধানখেতে শুয়ে থাকেন। রাত সাড়ে ৮টার দিকে অপহরণকারী দলের সদস্য জুনেদ টাকা নিতে গেলে ওত পেতে থাকা পুলিশ সদস্যরা তাঁকে আটক করেন।
পরবর্তী সময়ে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে ফাইজুরকে উদ্ধার ও ছয়জনকে আটক করা হয়।
শান্তিগঞ্জ থানার ওসি খালেদ চৌধুরী বলেন, ‘শিশুটিকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।’
অত্যন্ত ব্যয়বহুল ও সুরক্ষিত ‘চট্টগ্রাম হতে ঢাকা পর্যন্ত পাইপলাইনে জ্বালানি তেল পরিবহন প্রকল্পে’র (সিডিপিএল) কুমিল্লা ডিপোর দুটি ট্যাংকে পানি ঢুকে পড়েছে। এতে আলোড়ন সৃষ্টি হয় জ্বালানি খাতে।
২ ঘণ্টা আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে প্রক্টর ও রেজিস্ট্রারের অব্যাহতি চেয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে শাখা ছাত্রদল। এদিকে নির্বাচনী কমিটিতে না থেকেও অব্যাহতির বিষয়ে ছাত্রদলের এমন বক্তব্য মানহানিকর দাবি করে
২ ঘণ্টা আগেমাদারীপুরের কালকিনিতে যাত্রীবাহী বাসের ধাক্কায় নসিমনচালক শাহাদাৎ হোসেন সরদার (৪০) মারা গেছেন। আজ সোমবার (২৫ আগস্ট) রাত ৮টার দিকে মাদারীপুরের কালকিনি উপজেলার কুন্ডুবাড়ি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগেভোলায় মেঘনা নদীর ভাঙন রোধে ও নদীর তীরে ব্লক ফেলার দাবিতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। এ সময় সড়ক অবরোধ করে সেখানে বিক্ষোভ করেছেন তাঁরা।
৩ ঘণ্টা আগে