Ajker Patrika

চা-শ্রমিকদের দৈনিক মজুরি ৬০০ টাকা ঘোষণার দাবি 

নিজস্ব প্রতিবেদক, সিলেট
চা-শ্রমিকদের দৈনিক মজুরি ৬০০ টাকা ঘোষণার দাবি 

চা-শ্রমিকের ন্যূনতম মজুরি ১৭০ টাকা নির্ধারণ করে শ্রম মন্ত্রণালয়ের প্রকাশিত গেজেট বাতিল করে দৈনিক মজুরি ৬০০ টাকা নির্ধারণ করে নতুন গেজেট প্রকাশের দাবি জানিয়েছে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন। আজ রোববার বিকেলে ফেডারেশনের সিলেট জেলা শাখার উদ্যোগে নগরের আম্বরখানায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে এই দাবি জানানো হয়।

ফেডারেশনের জেলা আহ্বায়ক রত্না বসাক এতে সভাপতিত্ব করেন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর, চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা প্রণব জ্যোতি পাল, চা শ্রমিক ফেডারেশনের প্রজাপতি ছত্রী, সুগা মাহালী, সবিতা গোয়ালা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের মামুন বেপারি প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতিতে চা শ্রমিকেরা যখন জীবনমান রক্ষায় দৈনিক নগদ মজুরি ৬০০ টাকার ঘোষণার দাবিতে আন্দোলন করছেন, তখন সরকার চা-শ্রমিকদের পূর্বের মজুরি দৈনিক ১৭০ টাকা বহাল রাখার ঘোষণা দিয়েছেন।

এমন সিদ্ধান্ত চা শ্রমিকদের জন্য স্বার্থ বিরোধী ও পক্ষপাতদুষ্ট। শ্রমিকদের সঙ্গে আলোচনা না করে একতরফাভাবে ৫ শতাংশ হারে ইনক্রিমেন্ট পরিহাসের সমান বলে জানিয়েছেন বক্তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত