Ajker Patrika

মধ্যনগরে উপজেলা চেয়ারম্যান হয়েই পরাজিত প্রার্থীর ওপর হামলা

সুনামগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৮ জুন ২০২৪, ২২: ০৬
মধ্যনগরে উপজেলা চেয়ারম্যান হয়েই পরাজিত প্রার্থীর ওপর হামলা

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা পরিষদ নির্বাচনে প্রথমবার চেয়ারম্যান নির্বাচিত হয়েই পরাজিত প্রার্থী সাইদুর রহমানের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে আব্দুর রাজ্জাক ভূঁইয়ার বিরুদ্ধে। গতকাল শুক্রবার (৭ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের দাতিয়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রাজ্জাক ভূঁইয়া রংপুর পুলিশের ডিআইজি আব্দুল বাতেনের ভাই। 

গত বৃহস্পতিবার (৫ জুন) চতুর্থ ধাপের উপজেলা নির্বাচন অনুষ্ঠিত ও ফলাফল ঘোষণা করা হয়। এ নির্বাচনে জয়লাভ করেন রংপুর পুলিশের ডিআইজি আব্দুল বাতেনের ভাই আব্দুর রাজ্জাক ভূঁইয়া। নির্বাচনের ফলাফলের ৪৮ ঘণ্টা না পেরোতেই শুক্রবার বিকেল তাঁর নির্দেশে এলাকায় অস্ত্রের মহড়া ও পরাজিত প্রার্থী সাইদুর রহমানের বাড়িতে হামলা চালানো হয়। 

এ সময় রামদার কোপে পরাজিত প্রার্থী সাইদুর রহমান (৬০), তাঁর ছেলে আরিফুর রহমান ঝিনুক (২৭), প্রার্থীর ভাই আজিজুর রহমান (৫৫), ভাগনে কামাল মিয়া (৪০), রানা আহমেদ (১৮) সহ আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৭ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য একজন নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। 

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে নির্বাচনে পরাজিত প্রার্থী সাইদুর রহমান নিজ বাড়ির সামনের পুকুরপাড়ে কয়েকজন কর্মী-সমর্থকদের সঙ্গে আলাপ করছিলেন। এ সময় বিজয়ী প্রার্থী মো. আবদুর রাজ্জাক ভূঁইয়ার ভাতিজা সাবেক ইউপি চেয়ারম্যান আজিম মাহমুদের নেতৃত্বে অর্ধশতাধিক লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। 

জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে সুনামগঞ্জের নতুন উপজেলা হিসেবে প্রথমবার নির্বাচন অনুষ্ঠিত হয় মধ্যনগরে। এ নির্বাচনকে ঘিরে চেয়ারম্যান পদে প্রার্থিতা জমা দেন ৮ জন। কিন্তু নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় আলোচনায় ছিলেন ডিআইজির আব্দুল বাতেনের ভাই আব্দুর রাজ্জাক ও অপর চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান। নির্বাচনে সময় প্রার্থী সাইদুর রহমান নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছে নিজ বাড়িতে এসে রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেনের প্রভাব বিস্তার, মসজিদে ভোট চেয়ে খাবার বিতরণ এবং টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ দায়ের করেন। এতেই ক্ষুব্ধ হয়ে পড়েন ডিআইজি আবদুল বাতেন ও তাঁর ভাই বর্তমান চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ভূঁইয়া। 

এ ছাড়া নির্বাচনে আগের রাতে টাকা বিলি করতে গিয়ে স্থানীয়দের হাতে ডিআইজি বাতেনের ভাগনে পুলিশের এসআই সাইদুর রহমান আটক হওয়ার পর ক্ষেপে যান চেয়ারম্যান ও ডিআইজি। এতে নির্বাচনের আগের দিন থেকেই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করতে থাকলেও পুলিশের ভূমিকা ছিল নীরব। নির্বাচনের ফলাফল প্রকাশের পর গত বৃহস্পতিবার দলবল নিয়ে নিজে উপস্থিত থেকে সাইদুর রহমান ও তাঁর পরিবারের ওপর হামলা চালান নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ভূঁইয়া। 

জয়ী পক্ষের হামলায় আহত আরও দুজন। ছবি: আজকের পত্রিকা এ ব্যাপারে আহত পরাজিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের ছেলে আরিফুর রহমান ঝিনুক বলেন, ‘আমার পরিবারের ৭ জনের ওপর হামলা চালানো হয়েছে, আমার বাবাকে কোপানো হয়েছে আমাকে কোপানো হয়েছে। এগুলোর পেছনে চেয়ারম্যান সাহেবের লোকজন জড়িত। নির্বাচনের সময়ে ডিআইজি ও নিকটাত্মীয় এসআইয়ের বিরুদ্ধে অভিযোগ করায় চেয়ারম্যান হয়েই বড় ভাইয়ের নির্দেশে আমাদের ওপর হামলা চালিয়েছে। মধ্যনগর থানা-পুলিশ ডিআইজির ভাই হওয়ায় তাঁরা বিষয়টি গুরুত্ব না দিয়ে এখন আমাদের হয়রানি করছে।’ 

এ বিষয়ে পরাজিত চেয়ারম্যান সাইদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, এমন ঘটনা ঘটবে আমরা তা কল্পনাও করতে পারিনি, নির্বাচনের বিরোধ নিয়ে ডিআইজি আব্দুল বাতেন ও তার ভাই চেয়ারম্যান আব্দুর রাজ্জাক আমাদের বাড়িতে হামলা চালিয়েছে, আমাকে কুপিয়েছে, আমার পরিবারের লোকজনকে কুপিয়েছে, নারী শিশুর ওপর হাত তুলেছে। তাঁরা এখন ক্ষমতা দেখাবে, আমাদের প্রাণে মেরে ফেলবে। আমরা এখন ভয়ে পালিয়ে বেড়াচ্ছি। ডিআইজির নির্দেশে পুলিশ সদস্যরা আমাদের খুঁজছে। তাঁরা আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে।’ 

অন্যদিকে, ডিআইজি আব্দুল বাতেনের পরিবারের হামলা ঘটনা মধ্যনগর থানা-পুলিশকে অবগত করলেও থানা-পুলিশ বিষয়টি নিয়ে কোনো গুরুত্ব দেয়নি বলেও অভিযোগ করেন সাইদুর রহমানের ছেলে আরিফুর রহমান ঝিনুক। পরে বিষয়টি পুলিশের আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে জানালে তিনি দ্রুত পুলিশ ঘটনাস্থলে পাঠালে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। 

এ বিষয়ে মধ্যনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ভূঁইয়া বলেন, ‘আমার নির্দেশে এ রকম কোনো হামলা চালানো হয়নি। যে সময় এই ঘটনা ঘটেছে তখন আমি এলাকায় ছিলাম না। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাইদুর রহমান আগে থেকেই আমার সঙ্গে একটি সমস্যা করতে প্রস্তুতি নিয়ে রেখেছিল। ফলে তাঁরাই প্রথমে আমার এক লোককে কুপিয়ে জখম করে। আমার লোকেরা রাগান্বিত হয়ে হামলা চালালেও অস্ত্রশস্ত্র নিয়ে তাঁরাই এসেছিল, আমরা না।’ 

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস বলেছেন, ‘পুলিশের দায়িত্বে অবহেলার কোনো প্রশ্নই আসে না। ঘটনা জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ধর্মাপাশা সার্কেল অফিসার ওসিসহ ২০ জন পুলিশের সদস্য যায়। এখন পর্যন্ত আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। তবে অন্য পক্ষ থেকে একটি অভিযোগ এসেছে শুনেছি।’ 

ডিআইজির প্রভাব বিস্তারের বিষয়টি সম্পর্কে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘এ রকম করার সুযোগ নেই। তিনিও একজন সম্মানিত পুলিশ কর্মকর্তা। এটা উনিও বোঝেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি  
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

‎রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের মক্তাগাড়ি গ্রাম থেকে ওমরপুরগামী কাঁচা রাস্তার পাশে ধানখেত থেকে এক অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‎নিহত ব্যক্তি হলেন উপজেলার চতরা ইউনিয়নের সোনাতলা গোবিন্দপাড়া গ্রামের মোয়াজ্জেম আলীর ছেলে নুরুল ইসলাম (৫৫)।

‎স্থানীয় বাসিন্দারা জানান, সকালে ধানখেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পীরগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ‎

‎এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
জুলাই রেভেলস সংগঠনের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার মো. মাসুম ও মো. ফাহিম খান। ছবি: বিজ্ঞপ্তি
জুলাই রেভেলস সংগঠনের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার মো. মাসুম ও মো. ফাহিম খান। ছবি: বিজ্ঞপ্তি

রাজধানীর উত্তরায় জুলাই রেভেলস নামক একটি সংগঠনের সদস্য মোহাম্মদ রেজওয়ানের ওপর হামলার ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। গ্রেপ্তাররা হলেন—মো. মাসুম ও মো. ফাহিম খান।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

উত্তরা-পূর্ব থানা সূত্রে জানা যায়, গতকাল শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে উত্তরার ৬ নম্বর সেক্টর এলাকায় জুলাই রেভেলস সংগঠনের সদস্য মোহাম্মদ রেজওয়ানের ওপর হামলা চালায় কতিপয় দুর্বৃত্ত। এতে তিনি আহত হলে দ্রুত তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

হামলাকারীদের গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশ রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে আজ রোববার (১৪ ডিসেম্বর) ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটের দিকে রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে উত্তরা পূর্ব থানা পুলিশ।

তালেবুর রহমান জানান, মামলার সুষ্ঠু তদন্ত এবং এজাহারনামীয় অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

গতকাল শনিবার বিকেলে উত্তরার বিএনএস সেন্টারের সামনে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধনে অংশ নিয়েছিলেন মোহাম্মদ রেজওয়ান। সেখান থেকে জুলাই রেভেলসের অফিসে এসে বসেছিলেন।

এ বিষয়ে জুলাই রেভেলসের সহসংগঠক মো. পারভেজ জানান, ‘হাদি ভাইয়ের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন শেষ করে সন্ধ্যায় অফিসে বিশ্রাম নেওয়ার জন্য গিয়েছিলেন রেজওয়ান। এ সময় কিছু সন্ত্রাসী রেজওয়ানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। আহত রেজওয়ান সংগঠনের প্রস্তাবিত সহসংগঠক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

সিরাজদিখানে প্রবাসীর বাড়িতে ককটেল বিস্ফোরণ, অস্ত্রের মুখে ৫০ লাখ টাকার মালপত্র লুট

মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুখোশ পরা অস্ত্রধারী ডাকাত দল। ছবি: সিসিটিভির ফুটেজ থেকে নেওয়া
মুখোশ পরা অস্ত্রধারী ডাকাত দল। ছবি: সিসিটিভির ফুটেজ থেকে নেওয়া

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ৫০ লাখ টাকার মালপত্র লুটের অভিযোগ পাওয়া গেছে। শনিবার দিবাগত রাত ২টা থেকে ৩টার মধ্যে উপজেলার বালুচর ইউনিয়নের চান্দেরচর গ্রামের কুয়েতপ্রবাসী মো. আল-আমিনের ডুপ্লেক্স বাড়িতে এই ঘটনা ঘটে। নৌপথে ট্রলারযোগে এসে ১২-১৫ জন মুখোশ পরা ডাকাত এই ডাকাতি করে।

ভুক্তভোগী পরিবার জানায়, কুয়েত থেকে দেশে ফেরার মাত্র পাঁচ দিনের মাথায় ডাকাতির কবলে পড়েন মো. আল-আমিন। ডাকাতেরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র প্রদর্শন করে এবং একাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের আতঙ্কিত করে তোলে। এ সময় তারা আনুমানিক ২৬ ভরি স্বর্ণালংকার, নগদ প্রায় ৫ লাখ টাকা, কুয়েতি মুদ্রা প্রায় ১০০ দিনার এবং দুটি মোবাইল ফোন লুট করে নেয়। লুট হওয়া মালপত্রের আনুমানিক মূল্য প্রায় ৫০ লাখ টাকা বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

আল-আমিনের বাবা আব্দুর রাজ্জাক জানান, ডাকাতদের হাতে দা, চায়নিজ কুড়াল ও আগ্নেয়াস্ত্র (শটগান) ছিল। ডাকাতি শেষে ডাকাত দলটি পুনরায় নৌপথে ট্রলারযোগে পালিয়ে যায়।

এই ঘটনায় বাড়ির সিসিটিভি ফুটেজ উদ্ধার করা হয়েছে। ফুটেজে ১০-১৫ জনের একটি সশস্ত্র ডাকাত দলকে বাড়িতে প্রবেশ করতে দেখা গেছে।

তছনছ করে রাখা আসবাবপত্র। ছবি: আজকের পত্রিকা
তছনছ করে রাখা আসবাবপত্র। ছবি: আজকের পত্রিকা

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আ. হান্নান বলেন, ‘ডাকাতির খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছি। ঊর্ধ্বতন কর্মকর্তা ও অন্য কর্মকর্তারাও ঘটনাস্থলে রয়েছেন। এই ঘটনায় আমরা তদন্ত শুরু করেছি। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে ডাকাতদের শনাক্ত করতে পারব। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কোনো লিখিত অভিযোগ বা মামলা হয়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

গাংনীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল। ছবি: আজকের পত্রিকা
দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল। ছবি: আজকের পত্রিকা

মেহেরপুরের গাংনীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাকেশ আহমেদ নামের একজন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও দুজন।

রোববার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার বামন্দী বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে। নিহত রাকেশ আহমেদ উপজেলার তেরাইল গ্রামের মো. কামরুল ইসলামের ছেলে। সে স্থানীয় বামন্দী নিশিপুর স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল।

আহত ব্যক্তিরা হলো মেহেরপুর মল্লিকপাড়ার আব্দুল বাকির ছেলে অভিক আহমেদ (২৮) ও বামন্দী মিনকুল ইসলামের ছেলে শয়ন আলী (১৬)।

প্রত্যক্ষদর্শী হাসেম আলী বলেন, দুটি মোটরসাইকেল বামন্দী বাসস্ট্যান্ডে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অন্যজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর কর হয়। একজন স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

বামন্দী সেন্ট্রাল হাসপাতালের চিকিৎসক মাহফুজুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় আহত হওয়া রাকেশ আহমেদ নামের একজন মারা গেছে। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। আহত একজনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আরেকজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

এলাকার খবর
Loading...

সম্পর্কিত