ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগরের প্রধান নদী সোমেশ্বরীসহ এর বিভিন্ন শাখা নদীতে নাব্যতা সংকট দেখা দিয়েছে। এতে স্বাভাবিক নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। এ ছাড়া কৃষকেরা ফসল আবাদের জন্য জমিতে ঠিকমতো সেচ দিতে পারছেন না।
পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. সানু আহমেদ জানান, গত ডিসেম্বর মাসের শেষের দিকে সোমেশ্বরীসহ এর শাখা নদী উবদাখালী ও মনাইয়ের পানি কমতে শুরু করে। অনেক স্থানে প্রায় শুকিয়ে গেছে। এসব কারণে বিভিন্ন নৌযান এসব নদীতে স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না।
মধ্যনগর উপজেলার মধ্যনগর ইউনিয়নের কৃষক নজরুল ইসলাম বলেন, ‘জমিতে পানি সেচের সময় উবদাখালী নদী শুকিয়ে গেছে। এতে আমার ধানের আবাদের ব্যাপক ক্ষতি হচ্ছে। তাই নদীটি দ্রুত খনন করলে আমাদের বড় উপকার হতো।’
ইঞ্জিনচালিত নৌকার মাঝি ও মধ্যনগর উপজেলার গলইখালী এলাকার বাসিন্দা জামাল মিয়া বলেন, ‘সোমেশ্বরী নদীতে পানি কমে যাওয়ার কারণে পণ্য পরিবহনে সমস্যা হচ্ছে। নদীর বিভিন্ন অংশে চর জেগে উঠেছে। আমরা ঠিকমতো ভাড়া খাটতে পারি না। অচিরেই নদীটি খনন করা হলে কম খরচে পণ্য পরিবহন করতে পারব।’
মধ্যনগর বাজারের ব্যবসায়ী আলাউদ্দিন বলেন, ‘হাওরাঞ্চলের মানুষের জীবনমানের টেকসই উন্নয়ন প্রয়োজন। এই জন্য নদী খনন করা জরুরি। নদীর নাব্যতা সংকটের কারণে প্রতিবছর বন্যায় হাওরে ফসলের ক্ষতি হয়। এ ছাড়া নৌপথে পণ্য পরিবহনের জন্য মোটা অঙ্কের ভাড়া গুনতে হয়। তাই হাওরাঞ্চলের প্রতিটি নদী খনন করা জরুরি।’
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার আজকের পত্রিকা জানান, জেলার ১৪টি নদী খননের প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন হওয়ার পরপরই সোমেশ্বরীসহ এর শাখা নদীগুলোর খননকাজ শুরু করা হবে।
সুনামগঞ্জের মধ্যনগরের প্রধান নদী সোমেশ্বরীসহ এর বিভিন্ন শাখা নদীতে নাব্যতা সংকট দেখা দিয়েছে। এতে স্বাভাবিক নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। এ ছাড়া কৃষকেরা ফসল আবাদের জন্য জমিতে ঠিকমতো সেচ দিতে পারছেন না।
পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. সানু আহমেদ জানান, গত ডিসেম্বর মাসের শেষের দিকে সোমেশ্বরীসহ এর শাখা নদী উবদাখালী ও মনাইয়ের পানি কমতে শুরু করে। অনেক স্থানে প্রায় শুকিয়ে গেছে। এসব কারণে বিভিন্ন নৌযান এসব নদীতে স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না।
মধ্যনগর উপজেলার মধ্যনগর ইউনিয়নের কৃষক নজরুল ইসলাম বলেন, ‘জমিতে পানি সেচের সময় উবদাখালী নদী শুকিয়ে গেছে। এতে আমার ধানের আবাদের ব্যাপক ক্ষতি হচ্ছে। তাই নদীটি দ্রুত খনন করলে আমাদের বড় উপকার হতো।’
ইঞ্জিনচালিত নৌকার মাঝি ও মধ্যনগর উপজেলার গলইখালী এলাকার বাসিন্দা জামাল মিয়া বলেন, ‘সোমেশ্বরী নদীতে পানি কমে যাওয়ার কারণে পণ্য পরিবহনে সমস্যা হচ্ছে। নদীর বিভিন্ন অংশে চর জেগে উঠেছে। আমরা ঠিকমতো ভাড়া খাটতে পারি না। অচিরেই নদীটি খনন করা হলে কম খরচে পণ্য পরিবহন করতে পারব।’
মধ্যনগর বাজারের ব্যবসায়ী আলাউদ্দিন বলেন, ‘হাওরাঞ্চলের মানুষের জীবনমানের টেকসই উন্নয়ন প্রয়োজন। এই জন্য নদী খনন করা জরুরি। নদীর নাব্যতা সংকটের কারণে প্রতিবছর বন্যায় হাওরে ফসলের ক্ষতি হয়। এ ছাড়া নৌপথে পণ্য পরিবহনের জন্য মোটা অঙ্কের ভাড়া গুনতে হয়। তাই হাওরাঞ্চলের প্রতিটি নদী খনন করা জরুরি।’
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার আজকের পত্রিকা জানান, জেলার ১৪টি নদী খননের প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন হওয়ার পরপরই সোমেশ্বরীসহ এর শাখা নদীগুলোর খননকাজ শুরু করা হবে।
কক্সবাজার থেকে যাত্রীবেশে পাকস্থলীতে করে ইয়াবা বড়ি নিয়ে এসে ধরা পড়েছেন রাজু মোল্লা নামের এক মাদক কারবারি। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।
৬ মিনিট আগেরাঙামাটির সাজেকে চান্দের গাড়ি দুর্ঘটনায় ছাত্রী নিহতের ঘটনায় আগামীকাল বৃহস্পতিবার খুলনা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুল সাদাত এ তথ্য জানিয়েছেন।
১ ঘণ্টা আগেচাঁদপুর পৌর কবরস্থানে দাফনের জন্য জীবিত নবজাতক রেখে যাওয়া এবং পরে মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হন শহরের তালতলায় দি ইউনাইটেড হাসপাতালের ওয়ার্ড বয় ফারুক হোসেন গাজী (৪৫)। এই ঘটনায় হাসপাতালটির কার্যক্রম বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তবে ভর্তি থাকা রোগীদের ২৪ ঘণ্টার মধ্যে অন্য স্থানে সেবার ব্যবস্থা করার
১ ঘণ্টা আগেকক্সবাজারের চকরিয়া উপজেলায় অপহরণের শিকার নারীকে উদ্ধার করতে গিয়ে অস্ত্র-গুলিসহ রমজান আলী (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অপহরণের শিকার নারীকে উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে