Ajker Patrika

উল্লাপাড়ায় করোনার সঙ্গে ডেঙ্গু রোগীও শনাক্ত হচ্ছে

প্রতিনিধি, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) 
আপডেট : ৩১ আগস্ট ২০২১, ১৮: ৫১
উল্লাপাড়ায় করোনার সঙ্গে ডেঙ্গু রোগীও শনাক্ত হচ্ছে

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করোনার পাশাপাশি ডেঙ্গু রোগের প্রকোপও দেখা দিয়েছে। করোনা রোগীর পাশাপাশি শনাক্ত হচ্ছে ডেঙ্গু রোগীও। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, এ উপজেলায় ৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজন পূর্নিমাগাতী ইউনিয়নের ঘিয়ালা গ্রামের বাসিন্দা। ঢাকা থেকে গ্রামে আসার পরে তাঁর শরীরে জ্বর দেখা দেয়। সোমবার (৩০ আগস্ট) স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর ডেঙ্গু শনাক্ত হয়। তিনি বর্তমানে হাসপাতালের সংক্রমণ ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। বাকি দুজন পৌর শহরের কাওয়াক ও সদর ইউনিয়নের চালা গ্রামের বাসিন্দা। চিকিৎসা শেষে সুস্থ হয়ে তাঁরা বাসায় ফিরেছেন। 

স্থানীয় পৌর শহরের বাসিন্দা কায়ুম হোসেন জুয়েল বলেন, ডেঙ্গুর হাত থেকে রক্ষা পেতে মশা নিধন করার জন্য পৌরসভার পক্ষ থেকে মেয়র এস এম নজরুল ইসলাম কার্যক্রম অব্যাহত রেখেছেন। পৌর শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে এ কার্যক্রম চোখে পড়ার মত। তিনি পৌরসভা এলাকার নাগরিকদের ডেঙ্গু থেকে রক্ষা করতে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। 

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনোয়ার হোসেন বলেন, ডেঙ্গু ভেক্টরগন রোগ। এ রোগ থেকে বাঁচতে সচেতন থাকা দরকার। বাড়ির আশপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখা, নারিকেলের খোসা, বাসার টবে পানি জমতে না দেওয়া জরুরি। এখন ঢাকায় ডেঙ্গুর সংক্রমণ বেশি। ঢাকা থেকে কেউ এলাকায় এলে মশারি ব্যবহারের পরামর্শও দেন তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মেঘমল্লারের জবাবের পর ডাকসু ও বাংলাদেশের রাজনীতি নিয়ে যা লিখলেন শশী থারুর

সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডে স্থায়ী বসবাসের আবেদন করবেন যেভাবে

নির্বাচনের তফসিল ঘোষণার আগেই দুই উপদেষ্টার পদত্যাগ চাইলেন ফখরুল

শ্বশুরবাড়ি যাওয়া হলো না জাবি শিক্ষক মৌমিতার

অনিয়মের অভিযোগ এনে জাকসু নির্বাচন কমিশন সদস্যের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত