Ajker Patrika

৪০ লাখ টাকার হেরোইনসহ কারবারি আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১০ জুন ২০২২, ১৪: ৪৪
৪০ লাখ টাকার হেরোইনসহ কারবারি আটক

মাদকবিরোধী অভিযান চালিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলঙ্গা থেকে ৪০৫ গ্রাম হেরোইনসহ মামুনুর রশীদ (৪২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব। উদ্ধার করা ৪০৫ গ্রাম হেরোইনের আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা বলে জানানো হয়েছে। আজ শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র‍্যাব-১২-এর মিডিয়া অফিসার মেজর এম. রিফাত-বিন-আসাদ।

আটক মামুনুর রশীদ রাজশাহী জেলার মাটিকাটা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

মেজর এম. রিফাত-বিন-আসাদ জানান, গোপন সাংবাদের ভিত্তিতে আজ ভোররাতে ঢাকা-রাজশাহী মহাসড়কের উল্লাপাড়ার সলঙ্গায় র‍্যাব-১২ হেডকোয়ার্টারের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় ৪০৫ গ্রাম হেরোইনসহ মামুনুর রশীদ নামের ওই মাদক কারবারিকে আটক করা হয়। সেই সঙ্গে তাঁর কাছ থেকে মাদক কেনাবেচার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও নগদ ৯০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ৪০৫ গ্রাম হেরোইনের আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা।

র‍্যাবের এ কর্মকর্তা আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাব জেনেছে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য কেনাবেচা করে আসছিল। উদ্ধারকৃত আলামতসহ মাদক কারবারিকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২০৫০ সাল নাগাদ ইনফ্লুয়েন্সারদের চেহারা কেমন হবে, ধারণা দিলেন গবেষকেরা

দেশে প্রথমবারের মতো চালু হলো ভয়েস ওভার ওয়াই-ফাই, সুবিধা কী

জাতিসংঘ সাধারণ অধিবেশনে যাচ্ছেন না মোদি, কী বার্তা দিচ্ছে দিল্লি

প্রিজন ভ্যান থামিয়ে ছাগল-কাণ্ডের মতিউরকে অনৈতিক সুবিধা, ১১ পুলিশ সদস্য বরখাস্ত

মেডিকেল কলেজ: মানের ঘাটতিতে হবে বন্ধ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত