কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
মাস তিনেক আগে বন্ধুদের সঙ্গে বাংলাদেশে ঘুরতে আসেন চীনা যুবক চেং নাং। কয়েকটি স্থান ঘোরার পর অবস্থার করেন গাজীপুর জেলায়। সেখানে এক রেস্তোরাঁয় দেখা হয় সিরাজগঞ্জের কাজীপুরের তরুণী অন্তরা খাতুনের সঙ্গে। যেই দেখা সেই প্রেম—তবে বিপত্তি বাধে ভাষায়। চেং নাং বাংলা জানেন না, আর অন্তরা জানেন না চীনা ভাষা। তবে কথায় আছে, প্রেম মানে না কোনো বাধা, প্রযুক্তির সাহায্য নেন চেং নাং। গুগল ট্রান্সলেটরের মাধ্যমে জানান ভালো লাগার কথা।
অন্তরা খাতুন উপজেলার বিয়ারা গ্রামের আব্দুর রশিদের মেয়ে। চেং নাং মুসলিম ধর্ম গ্রহণের পর গত ২২ নভেম্বর নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করেন অন্তরাকে। অন্তরা স্বামীকে নিয়ে গত রোববার বাড়িতে আসেন। এদিকে বিষয়টি জানাজানি হলে চীনা জামাতাকে একনজর দেখতে ভিড় জমান উৎসুক জনতারা।
অন্তরা খাতুনের পরিবার সূত্রে জানা গেছে, বনিবনা না হওয়ায় গত ঈদুল আজহায় স্বামীকে ডিভোর্স দেন এক কন্যাসন্তানের জননী অন্তরা খাতুন। এরপরই চলে যান গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করতে। সেখানে একটি রেস্তোরাঁয় মেয়েকে নিয়ে যান অন্তরা। রেস্তোরাঁটিতে আগে থেকেই বন্ধুদের সঙ্গে অবস্থান করছিলেন চেং নাং। অন্তরাকে দেখে ভালো লেগে যায় চেং নাংয়ের। ভালো লাগার কথা বলতে যান অন্তরাকে। তবে তিনি বাংলা না জানায় বিপাকে পড়েন। তাৎক্ষণিক সাহায্য নেন গুগল ট্রান্সলেটরের। চীনা ভাষায় লিখে বাংলায় মনের কথা জানান অন্তরাকে।
পরে একে অপরের মোবাইল নম্বর ও ফেসবুকের আইডি আদান-প্রদান হয়। কথা বলার একপর্যায়ে শুরু হয় প্রেম। চেং নাং বিয়ের প্রস্তাব দেন অন্তরাকে। পরে পারিবারিক সিদ্ধান্তের মাধ্যমেই তাঁদের বিয়ে হয়। ভিনদেশি জামাতা পেয়ে খুশি অন্তরার পরিবার।
অন্তরা খাতুন বলেন, ‘আমার মেয়েকে নিয়ে গাজীপুরের একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম। সেখানে চেং নাং ও তার বন্ধুরাও যায়। আমাকে দেখে সে পছন্দ করেন। পরে নম্বর আদান-প্রদান হয়। তারপর প্রেমের সম্পর্কে জড়াই আমরা।’
অন্তরা বলেন, ‘আমি ডিভোর্সি মেয়ে এবং আমার একটা ৯ বছরের মেয়ে আছে জেনেও সে আমাকে বিয়ে করতে রাজি হয়। পরে আমি বিষয়টি নিয়ে আমার পরিবারের সঙ্গে কথা বললে তারা রাজি হন। আমি চেং নাংকে বলি আমাকে বিয়ে করতে হলে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। পরে সে ইসলাম ধর্ম গ্রহণ করলে আমরা বিয়ে করি। আমি খুশি চেং নাংকে বিয়ে করে।’
চীনা যুবক চেং নাং বলেন, ‘আমি অন্তরাকে বিয়ে করে খুশি। পরিবারও খুশি। কয়েক দিন পর তাকে চীনে নিয়ে যাব।’
অন্তরা খাতুনের বাবা আব্দুর রশিদ বলেন, ‘প্রথমে আমাদের সন্দেহ ছিল তারা অ্যাডজাস্ট (মানিয়ে নেওয়া) হতে পারবে কি না। কিন্তু তারা যেহেতু অ্যাডজাস্ট হয়েছে, তখন আর দ্বিমত করি নাই। বিয়ের সম্মতি দিয়েছি। আলহামদুলিল্লাহ আমরা খুশি।’
অন্তরার মা বলেন, ‘মেয়ে করবে সংসার, ভাগ্যে ছিল হয়ে গেছে। আমি দোয়া করি তারা সুখে সংসার করুক।’
আমিনুল ইসলাম নামের এক প্রতিবেশী বলেন, ‘এটাই প্রথম আমাদের কাজীপুরে। গতকাল তারা বাড়িতে এসেছে। লোকজন ভিড় করছে তাদের একনজর দেখতে।’
মাস তিনেক আগে বন্ধুদের সঙ্গে বাংলাদেশে ঘুরতে আসেন চীনা যুবক চেং নাং। কয়েকটি স্থান ঘোরার পর অবস্থার করেন গাজীপুর জেলায়। সেখানে এক রেস্তোরাঁয় দেখা হয় সিরাজগঞ্জের কাজীপুরের তরুণী অন্তরা খাতুনের সঙ্গে। যেই দেখা সেই প্রেম—তবে বিপত্তি বাধে ভাষায়। চেং নাং বাংলা জানেন না, আর অন্তরা জানেন না চীনা ভাষা। তবে কথায় আছে, প্রেম মানে না কোনো বাধা, প্রযুক্তির সাহায্য নেন চেং নাং। গুগল ট্রান্সলেটরের মাধ্যমে জানান ভালো লাগার কথা।
অন্তরা খাতুন উপজেলার বিয়ারা গ্রামের আব্দুর রশিদের মেয়ে। চেং নাং মুসলিম ধর্ম গ্রহণের পর গত ২২ নভেম্বর নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করেন অন্তরাকে। অন্তরা স্বামীকে নিয়ে গত রোববার বাড়িতে আসেন। এদিকে বিষয়টি জানাজানি হলে চীনা জামাতাকে একনজর দেখতে ভিড় জমান উৎসুক জনতারা।
অন্তরা খাতুনের পরিবার সূত্রে জানা গেছে, বনিবনা না হওয়ায় গত ঈদুল আজহায় স্বামীকে ডিভোর্স দেন এক কন্যাসন্তানের জননী অন্তরা খাতুন। এরপরই চলে যান গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করতে। সেখানে একটি রেস্তোরাঁয় মেয়েকে নিয়ে যান অন্তরা। রেস্তোরাঁটিতে আগে থেকেই বন্ধুদের সঙ্গে অবস্থান করছিলেন চেং নাং। অন্তরাকে দেখে ভালো লেগে যায় চেং নাংয়ের। ভালো লাগার কথা বলতে যান অন্তরাকে। তবে তিনি বাংলা না জানায় বিপাকে পড়েন। তাৎক্ষণিক সাহায্য নেন গুগল ট্রান্সলেটরের। চীনা ভাষায় লিখে বাংলায় মনের কথা জানান অন্তরাকে।
পরে একে অপরের মোবাইল নম্বর ও ফেসবুকের আইডি আদান-প্রদান হয়। কথা বলার একপর্যায়ে শুরু হয় প্রেম। চেং নাং বিয়ের প্রস্তাব দেন অন্তরাকে। পরে পারিবারিক সিদ্ধান্তের মাধ্যমেই তাঁদের বিয়ে হয়। ভিনদেশি জামাতা পেয়ে খুশি অন্তরার পরিবার।
অন্তরা খাতুন বলেন, ‘আমার মেয়েকে নিয়ে গাজীপুরের একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম। সেখানে চেং নাং ও তার বন্ধুরাও যায়। আমাকে দেখে সে পছন্দ করেন। পরে নম্বর আদান-প্রদান হয়। তারপর প্রেমের সম্পর্কে জড়াই আমরা।’
অন্তরা বলেন, ‘আমি ডিভোর্সি মেয়ে এবং আমার একটা ৯ বছরের মেয়ে আছে জেনেও সে আমাকে বিয়ে করতে রাজি হয়। পরে আমি বিষয়টি নিয়ে আমার পরিবারের সঙ্গে কথা বললে তারা রাজি হন। আমি চেং নাংকে বলি আমাকে বিয়ে করতে হলে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। পরে সে ইসলাম ধর্ম গ্রহণ করলে আমরা বিয়ে করি। আমি খুশি চেং নাংকে বিয়ে করে।’
চীনা যুবক চেং নাং বলেন, ‘আমি অন্তরাকে বিয়ে করে খুশি। পরিবারও খুশি। কয়েক দিন পর তাকে চীনে নিয়ে যাব।’
অন্তরা খাতুনের বাবা আব্দুর রশিদ বলেন, ‘প্রথমে আমাদের সন্দেহ ছিল তারা অ্যাডজাস্ট (মানিয়ে নেওয়া) হতে পারবে কি না। কিন্তু তারা যেহেতু অ্যাডজাস্ট হয়েছে, তখন আর দ্বিমত করি নাই। বিয়ের সম্মতি দিয়েছি। আলহামদুলিল্লাহ আমরা খুশি।’
অন্তরার মা বলেন, ‘মেয়ে করবে সংসার, ভাগ্যে ছিল হয়ে গেছে। আমি দোয়া করি তারা সুখে সংসার করুক।’
আমিনুল ইসলাম নামের এক প্রতিবেশী বলেন, ‘এটাই প্রথম আমাদের কাজীপুরে। গতকাল তারা বাড়িতে এসেছে। লোকজন ভিড় করছে তাদের একনজর দেখতে।’
রাজশাহীতে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর একটি মামলা হয়েছে। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সময়ের ব্যবধান ছাড়াও এজাহারভুক্ত আসামিদের পরিচয় এ মামলা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আসামিদের অনেকেই ‘পয়সাওয়ালা ব্যক্তি’ হিসেবে পরিচিত হওয়ায় অভিযোগ...
৩ ঘণ্টা আগেমৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই প্রতিষ্ঠান ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে। একাডেমিতে মৈতৈ, বিষ্ণুপ্রিয়া এবং পাঙন—এই তিন সম্প্রদায়ের সমান সুযোগ-সুবিধা থাকার কথা থাকলেও শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রতিনিধিত্ব রয়েছে। এতে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে...
৪ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে ভূমি অফিসের সহায়ক রশিদুজ্জামান বিপ্লবের ঘুষ নেওয়ার ভিডিও দিয়ে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বিবৃতিতে মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও জামায়াত। ইতিমধ্যে অভিযুক্ত কর্মচারীকে অন্যত্র বদলি...
৪ ঘণ্টা আগেপিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্র (৫০) গুরুতর আহত হয়েছেন। মুখোশধারী হামলাকারীরা তাঁর দুই পা ও ডান হাত ভেঙে দেয় বলে জানা গেছে। তাঁর সঙ্গে থাকা সহকারী শিক্ষক অসীম কুমারও (৪৬) আহত হয়েছেন।
৪ ঘণ্টা আগে