Ajker Patrika

শেরপুরের দুই উপজেলার আরও ১০ গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত

শেরপুর প্রতিনিধি
আপডেট : ১৭ জুন ২০২২, ১৬: ০৫
শেরপুরের দুই উপজেলার আরও ১০ গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মহারশি নদীর পানি বেড়ে আবারও শেরপুরের ঝিনাইগাতী ও নালিতাবাড়ী ‍উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আজ শুক্রবার ভোর থেকে মহারশি নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার সদর বাজার, উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকা প্লাবিত হয়েছে। এর আগে গত ৯ জুন পাহাড়ি ঢলে ঝিনাইগাতীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে উপজেলার অন্তত ৪০ গ্রাম প্লাবিত হয়।

স্থানীয়রা বলছেন, শুক্রবার ভোর থেকে মহারশি নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় সদর ইউনিয়নের অন্তত পাঁচ গ্রাম এবং সোমেশ্বরী নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় ধানশাইল ইউনিয়নের পাঁচ গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। প্লাবিত হয়েছে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানও। এক সপ্তাহের ব্যবধানে আবারও পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় দুর্ভোগে পড়েছেন সেখানে বসবাসকারী মানুষ।

এদিকে পার্শ্ববর্তী নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ১৭৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এতে নদীতীরবর্তী এলাকাগুলোতে আবারও পানি প্রবেশ করতে শুরু করেছে।

এ ব্যাপারে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফারুক আল মাসুদ জানান, সকাল থেকে পানি আসতে শুরু করেছে। বৃষ্টি দীর্ঘস্থায়ী হলে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২০৫০ সাল নাগাদ ইনফ্লুয়েন্সারদের চেহারা কেমন হবে, ধারণা দিলেন গবেষকেরা

দেশে প্রথমবারের মতো চালু হলো ভয়েস ওভার ওয়াই-ফাই, সুবিধা কী

জাতিসংঘ সাধারণ অধিবেশনে যাচ্ছেন না মোদি, কী বার্তা দিচ্ছে দিল্লি

মেডিকেল কলেজ: মানের ঘাটতিতে হবে বন্ধ

রূপপুরের বালিশ-কাণ্ডে এক প্রকৌশলীকে বাধ্যতামূলক অবসর, অন্যজনের নিম্ন গ্রেডে অবনমন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত